Ajker Patrika

এখনই অস্ত্রোপচার লাগছে না তাসকিনের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ মে ২০২৫, ১৮: ৫৪
এখনই অস্ত্রোপচারের লাগছে না তাসকিন আহমেদের। ছবি: ফাইল ছবি
এখনই অস্ত্রোপচারের লাগছে না তাসকিন আহমেদের। ছবি: ফাইল ছবি

গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লন্ডনে তাসকিনের সঙ্গে ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তাসকিনকে সেখানে দেখছেন একজন গোড়ালির সার্জন, একজন স্পোর্টস ফিজিশিয়ান ও একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। বিশদ মূল্যায়নের পর চিকিৎসক দল মত দিয়েছেন, এখনই কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর।

অস্ত্রোপচারবিহীন একটি পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়িত হবে বাংলাদেশ জাতীয় দলের মেডিকেল ও ফিজিক্যাল সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে। দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘বিশেষজ্ঞদের মতে, তাসকিনের জন্য এখন সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে রক্ষণাত্মক, অর্থাৎ অপারেশন ছাড়াই চিকিৎসা। তার পুনর্বাসন কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ধীরে ধীরে তার ফিটনেস ফিরে আসে এবং টেনডনের সমস্যাটিও নিয়ন্ত্রিত থাকে। আমরা তাসকিনের উন্নতির ব্যাপারে আশাবাদী।’

বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী যদি নির্ধারিত পুনর্বাসন প্রক্রিয়া ঠিকভাবে করতে পারেন তাসকিন, জুনের শুরুতেই তার ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া হয়েছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত