২০২৪ জিম আফ্রো টি-টেনে বাংলাদেশি ক্রিকেটারদের শুরুটা ভালো হয়নি। এনামুল হক বিজয়, সাব্বির রহমান দুই বাংলাদেশি আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। আরেক বাংলাদেশি রিশাদ হোসেন একাদশেই সুযোগ পাননি।
হারারে স্পোর্টস ক্লাবে গতকাল শুরু হয়েছে জিম আফ্রো টি-টেনের দ্বিতীয় মৌসুম। ম্যাচ শুরুর আগেই বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্সের অফিশিয়াল ফেসবুক পেজে বিজয় সবাইকে জানিয়ে দিয়েছেন যে রাতে তাঁর ম্যাচ রয়েছে। এনওয়াইএস ল্যাগোসের বিপক্ষে একাদশে সুযোগও পেয়েছেন। তবে সেটা কাজে লাগাতে পারেননি। ২ বলে ১ রান করে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
রিশাদ-সাব্বিরদের ম্যাচ হয়েছে বিজয়ের ম্যাচের আগেই। যেখানে এবারের জিম আফ্রো টি-টেনে রিশাদকে নিয়েছে হারারে বোল্টস। একাদশে সুযোগ না পেলেও তাঁর দল জয় পেয়েছে কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে। হারারেতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে কেপটাউন স্যাম্প আর্মি করেছে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান। জয়ের লক্ষ্যে নেমে বোল্টস ৯.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান করেছে। বোল্টসের ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন রিচার্ড গ্লিসন। ২ ওভারে ৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বোল্টসের জার্সিতে সাব্বির করেন ২ বলে ১ রান।
বিজয়ের মতো তাঁর দল বুলাওয়ে ব্রেভসও ব্যর্থ হয়েছে গত রাতে। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১০ ওভারে ৪ উইকেটে ১০১ রান করেছে বুলাওয়ে। সর্বোচ্চ ৩৪ রান করেন কার্লোস ব্রাথওয়েট। ১৯ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। ১০২ রান তাড়া করতে নেমে ৯.৪ ওভারে ৩ উইকেটে ১০২ রান করে এনওয়াইএস ল্যাগোস। এনওয়াইএসের ৭ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন রাসি ফন ডার ডুসেন। ওপেনিংয়ে নেমে ২৬ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ৪টি করে চার ও ছক্কা মেরেছেন।
সাব্বির-বিজয়দের আজই আবার মাঠে নামতে হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে ডারবান উলভস-হারারে বোল্টস। রাত ১১টা ৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স-কেপটাউন স্যাম্প আর্মি ম্যাচ। দুটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।
২০২৪ জিম আফ্রো টি-টেনে বাংলাদেশি ক্রিকেটারদের শুরুটা ভালো হয়নি। এনামুল হক বিজয়, সাব্বির রহমান দুই বাংলাদেশি আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। আরেক বাংলাদেশি রিশাদ হোসেন একাদশেই সুযোগ পাননি।
হারারে স্পোর্টস ক্লাবে গতকাল শুরু হয়েছে জিম আফ্রো টি-টেনের দ্বিতীয় মৌসুম। ম্যাচ শুরুর আগেই বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্সের অফিশিয়াল ফেসবুক পেজে বিজয় সবাইকে জানিয়ে দিয়েছেন যে রাতে তাঁর ম্যাচ রয়েছে। এনওয়াইএস ল্যাগোসের বিপক্ষে একাদশে সুযোগও পেয়েছেন। তবে সেটা কাজে লাগাতে পারেননি। ২ বলে ১ রান করে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
রিশাদ-সাব্বিরদের ম্যাচ হয়েছে বিজয়ের ম্যাচের আগেই। যেখানে এবারের জিম আফ্রো টি-টেনে রিশাদকে নিয়েছে হারারে বোল্টস। একাদশে সুযোগ না পেলেও তাঁর দল জয় পেয়েছে কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে। হারারেতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে কেপটাউন স্যাম্প আর্মি করেছে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান। জয়ের লক্ষ্যে নেমে বোল্টস ৯.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান করেছে। বোল্টসের ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন রিচার্ড গ্লিসন। ২ ওভারে ৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বোল্টসের জার্সিতে সাব্বির করেন ২ বলে ১ রান।
বিজয়ের মতো তাঁর দল বুলাওয়ে ব্রেভসও ব্যর্থ হয়েছে গত রাতে। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১০ ওভারে ৪ উইকেটে ১০১ রান করেছে বুলাওয়ে। সর্বোচ্চ ৩৪ রান করেন কার্লোস ব্রাথওয়েট। ১৯ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। ১০২ রান তাড়া করতে নেমে ৯.৪ ওভারে ৩ উইকেটে ১০২ রান করে এনওয়াইএস ল্যাগোস। এনওয়াইএসের ৭ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন রাসি ফন ডার ডুসেন। ওপেনিংয়ে নেমে ২৬ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ৪টি করে চার ও ছক্কা মেরেছেন।
সাব্বির-বিজয়দের আজই আবার মাঠে নামতে হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে ডারবান উলভস-হারারে বোল্টস। রাত ১১টা ৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স-কেপটাউন স্যাম্প আর্মি ম্যাচ। দুটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে