Ajker Patrika

বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সূচি

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ‘এ’ দলের সূচিতেও। আয়োজক পাকিস্তান হলেও  বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ‘এ’ দলের সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে।      

 বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। তবে সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হকদের বাংলাদেশ ‘এ’ দল ইসলামাবাদেই পৌঁছাবে ১০ আগস্ট।  প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট।  সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট।  ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।
 
পাকিস্তানের উদ্দেশে গতকাল রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে পরশু বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করলে পরিস্থিতি বদলে যায়। ঢাকার বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর চালু করা হয়। সেকারণেই ‘এ’ দলের সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়। মিরপুরে আজ বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলনে দেখা গেছে সেনাবাহিনীর টহল। ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েক দিনের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা।

পাকিস্তানে বাংলাদেশের ‘এ’ দলের সফরে সব মিলিয়ে যাচ্ছেন ২৩ ক্রিকেটার।  যার মধ্যে দুটি চার দিনের ম্যাচেই আছেন ২১ ক্রিকেটার। চার দিনের ম্যাচের সিরিজে না থাকা রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান এই দুই ক্রিকেটারকে নেওয়া হয়েছে ওয়ানডে দলে। যেখানে মোহাম্মদ সাইফউদ্দিন প্রায় দুই বছর পর লাল বলের ক্রিকেটে ফিরছেন। 

বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সিরিজের পরিবর্তিত সূচি

ম্যাচ                         তারিখ

১ম চার দিনের ম্যাচ       ১৩ আগস্ট
২য় চার দিনের ম্যাচ        ২০ আগস্ট   
১ম ওয়ানডে                 ২৬ আগস্ট
২য় ওয়ানডে                 ২৮ আগস্ট
৩য় ওয়ানডে                 ৩০ আগস্ট
সব ম্যাচ ইসলামাবাদে

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত