Ajker Patrika

ভাড়া করা বিমানে দুবাই যাচ্ছেন কোহলি-সিরাজ

ভাড়া করা বিমানে দুবাই যাচ্ছেন কোহলি-সিরাজ

ম্যানচেস্টার টেস্ট বাতিলের পর ভারতীয় ক্রিকেটারদের ভাবনায় এখন শুধুই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার উদ্দেশে দুবাই নিতে কালক্ষেপণ করছে না। বিরাট কোহলি ও মোহাম্মদ সিরাজকে তাই বিশেষ বিমানে দুবাই উড়িয়ে নিচ্ছে আরসিবি। 

ম্যানচেস্টার থেকে আজ রাতে ভাড়া করা বিমানে ওঠার কথা কোহলি ও সিরাজের। বিষয়টি নিশ্চিত করেছে আরসিবি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দলের অধিনায়ক বিরাট কোহলি এবং মোহাম্মদ সিরাজকে সংযুক্ত আরব আমিরাতে নিরাপদে পৌঁছাতে ভাড়া করা বিমানের ব্যবস্থা করা হয়েছে। 

আরিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আজ রাত সাড়ে ১১টায় বিশেষ বিমানে উঠবেন কোহলি ও সিরাজ। তাঁদের দুজনেরই রোববার সকালে সংযুক্ত আরব আমিরাত পৌঁছানোর কথা। দলে যোগ দেওয়ার আগে দুবাইয়ে ছয় দিনের কোয়ারেন্টিনে থাকবেন তাঁরা। 

 ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএলে দ্বিতীয় পর্বের খেলা। পরের দিনই মাঠে নামবে বিরাট কোহলির দল, প্রতিপক্ষ সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলের এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে আরসিবি। ৫ জয় ২ হারে ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের ৩ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত