Ajker Patrika

‘সাকিব ভাই পদ আছে, নাকি গেছে’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৫: ৫৮
‘সাকিব ভাই পদ আছে, নাকি গেছে’ 

দেশে যখন গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনে নতুন অধ্যায়ের শুরু হয়েছে, সাকিব আল হাসান তখন ব্যস্ত কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সাত মাস আগে সাকিব আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হয়েছিলেন। দেশের বর্তমান পরিস্থিতি ও তাঁর রাজনৈতিক দলের পতনে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন থাকার কথা সাকিবের। 

গতকাল আরেক এমপি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মাগুরায় সাকিবের বাড়িতে কিছু না হলেও রাজনৈতিক কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। সব উদ্বেগ, চিন্তা এক পাশে রেখে গতকাল সাকিব খেলতে নেমেছেন তাঁর দল বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে। গত কিছুদিনের মধ্যে কালই সবচেয়ে ভালো খেলেছেন বাঁহাতি অলরাউন্ডার। গ্লোবাল টি-টোয়েন্টিতে কাল সারে জাগুয়ার্সের বিপক্ষে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক। বল হাতে নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। তাতে ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে সাকিবের হাতে। আর তাঁর দল জিতেছে ২ উইকেটে। 

ব্রাম্পটনে কাল সাকিব যখন ফিল্ডিং করছিলেন, গ্যালারি থেকে এক দর্শক চিৎকার করে জানতে চাইছিলেন, ‘ও সাকিব ভাই, পদ আছ নাকি গেছে গ্যাছে?’ ফেসবুকে ছড়ানো ভিডিওতে দেখা যায়, সাকিব হাত নেড়ে কিছু একটা বললেন। সেটির অনুবাদ করে দর্শক জানালেন, ‘গেছে, গেছে!’ 

কদিন আগে ব্রাম্পটনেই এক দর্শকের সঙ্গে মাঠেই তর্কে জড়ান সাকিব। কোটা সংস্কারের পরে বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেওয়া ছাত্র-জনতার বিক্ষোভে তাঁর নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এক প্রবাসী দর্শক। সাকিব তাঁর কাছে পাল্টা জানতে চেয়েছিলেন, ‘আপনি দেশের জন্য কী করেছেন?’ বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনা-সমালোচনা হয়। সাকিবের সঙ্গে মাশরাফিও নীরব থাকেন পুরো আন্দোলনের সময়ে। দুজনই যেহেতু আওয়ামী লীগের সংসদ সদস্য, রাজনৈতিক অবস্থান থেকে হয়তো তাঁরা শিক্ষার্থীদের পাশে থাকেননি। দুই তারকার ওপর তাই ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত