Ajker Patrika

বৃষ্টিতে চতুর্থ দিন বল গড়াল আধা ঘণ্টা পর 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৮ মে ২০২২, ১১: ৩৬
বৃষ্টিতে চতুর্থ দিন বল গড়াল আধা ঘণ্টা পর 

ভ্যাপসা গরমে তিন দিন হলো কাহিল দশা চট্টগ্রামবাসীর। একটুখানি স্বস্তির বৃষ্টির আশায় ছিলেন অনেকে।

আজ সকালে ঝুমবৃষ্টি সেই স্বস্তি এনে দিলেও কর্মক্ষেত্রের উদ্দেশে বের হওয়া মানুষ পড়েছেন বিপাকে। আকাশের আর্তনাদ অপেক্ষা বাড়িয়েছে মুশফিকুর রহিম-অ্যাঞ্জেলো ম্যাথুসদেরও।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। বৃষ্টি উপেক্ষা করে দুই দল যথাসময়ে হাজিরও হয়েছিল। 

কিন্তু সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত বৃষ্টি হওয়ায় উইকেট ও এর চারপাশ ঢেকে রাখতে হয় মাঠকর্মীদের। বৃষ্টি থামার পর মাঠ শুকাতে কিছুটা সময় লাগে। তাই দিনের প্রথম বল গড়ায় আধা ঘণ্টা পর, সকাল সাড়ে ১০টায়।

বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হলেও বাংলাদেশের দিনটা শুরু হয়েছে দারুণভাবে। ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে শুরু করা মুশফিকুর রহিম-লিটন দাস আরও ২৯ রান যোগ করেছেন।

প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার টেস্ট রানের মাইলফলক ছোঁয়ার খুব কাছেই আছেন মুশফিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত