ক্রীড়া ডেস্ক
পেহেলগাম হত্যাকাণ্ডের কারণে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত। দুবাইয়ে গতকাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ভক্ত-সমর্থকেরা যেন সহিংস হয়ে না ওঠেন, সেজন্য ছিল কড়া নিরাপত্তা। দর্শকেরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাননি। কিন্তু ঝামেলা পাকিয়েছে ভারতীয় ক্রিকেট দল।
রাজনৈতিক বৈরিতার ছায়া যে ক্রিকেটে পড়েছে, সেটা বোঝা গেছে গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময়। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে। শুধু এখানেই থেমে থাকেনি। ম্যাচ শেষে একে অপরের সঙ্গে হাত মেলানোর যে আনুষ্ঠানিক রীতি, কোনো দলের ক্রিকেটাররা সেটা করেননি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের আজকের এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে সালমান আলী আঘার কথা হয়েছিল। টসের সময় ভারতীয় অধিনায়কের সঙ্গে সে করমর্দন করেনি। ভারত যা করেছে, সেটা ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে যায়। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট একটা অভিযোগ দাখিল করেছে।’
ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের করমর্দন না করার ঘটনা তো ঘটেছেই। এমনকি ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ শেষে হনহন করে ড্রেসিংরুমে হাঁটা দিয়েছেন। এরপর ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দিয়েছেন তাঁরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার যাদব কথা বললেও সালমান সেটা বর্জন করেছেন। পিসিবি এক বিবৃতিতে বলেছে. ‘সালমান আলী আঘা ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেছেন। এটা ছিল ভারতের বিরুদ্ধে তাদের প্রতিবাদ। কারণ, অনুষ্ঠানের আয়োজকও একজন ভারতীয়।’
পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর ভারতের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন সূর্যকুমার। সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বলেছি যে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ভুক্তভোগীদের পাশে আছি। যেমনটা বলেছি, এই জয় অপারেশন সিঁদুরে অংশ নেওয়া সাহসী সৈনিকদের উৎসর্গ করছি। তাঁরা আমাদের অনুপ্রেরণা। আমার মতে জীবনের কিছু ব্যাপার খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়েও বেশি কিছু। ভারতীয় সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—তাদের সঙ্গে মিলিয়েই এই সিদ্ধান্ত (পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানো)। তাদের বিপক্ষে শুধু খেলতে এসেছি।’
এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ক্রিকেটের ওপর। এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক গ্রুপে রাখা নিয়ে হয়েছে কঠোর সমালোচনা। ম্যাচ বয়কটের অনেক চেষ্টা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট অবশ্য সেই আবেদন নাকচ করে দিয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুবাইয়ে গতকাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সব ছাপিয়ে ম্যাচটা মাঠে গড়িয়েছে। ২৫ বল হাতে রেখে ভারত জিতেছে ৭ উইকেটে। কিন্তু এই ম্যাচ ঘিরে যা হয়েছে, এটার রেশ কত দিন থাকে সেটা সময়ই বলতে পারবে।
আরও পড়ুন:
পেহেলগাম হত্যাকাণ্ডের কারণে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত। দুবাইয়ে গতকাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ভক্ত-সমর্থকেরা যেন সহিংস হয়ে না ওঠেন, সেজন্য ছিল কড়া নিরাপত্তা। দর্শকেরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাননি। কিন্তু ঝামেলা পাকিয়েছে ভারতীয় ক্রিকেট দল।
রাজনৈতিক বৈরিতার ছায়া যে ক্রিকেটে পড়েছে, সেটা বোঝা গেছে গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময়। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে। শুধু এখানেই থেমে থাকেনি। ম্যাচ শেষে একে অপরের সঙ্গে হাত মেলানোর যে আনুষ্ঠানিক রীতি, কোনো দলের ক্রিকেটাররা সেটা করেননি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের আজকের এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে সালমান আলী আঘার কথা হয়েছিল। টসের সময় ভারতীয় অধিনায়কের সঙ্গে সে করমর্দন করেনি। ভারত যা করেছে, সেটা ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে যায়। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট একটা অভিযোগ দাখিল করেছে।’
ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের করমর্দন না করার ঘটনা তো ঘটেছেই। এমনকি ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ শেষে হনহন করে ড্রেসিংরুমে হাঁটা দিয়েছেন। এরপর ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দিয়েছেন তাঁরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার যাদব কথা বললেও সালমান সেটা বর্জন করেছেন। পিসিবি এক বিবৃতিতে বলেছে. ‘সালমান আলী আঘা ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেছেন। এটা ছিল ভারতের বিরুদ্ধে তাদের প্রতিবাদ। কারণ, অনুষ্ঠানের আয়োজকও একজন ভারতীয়।’
পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর ভারতের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন সূর্যকুমার। সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বলেছি যে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ভুক্তভোগীদের পাশে আছি। যেমনটা বলেছি, এই জয় অপারেশন সিঁদুরে অংশ নেওয়া সাহসী সৈনিকদের উৎসর্গ করছি। তাঁরা আমাদের অনুপ্রেরণা। আমার মতে জীবনের কিছু ব্যাপার খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়েও বেশি কিছু। ভারতীয় সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—তাদের সঙ্গে মিলিয়েই এই সিদ্ধান্ত (পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানো)। তাদের বিপক্ষে শুধু খেলতে এসেছি।’
এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ক্রিকেটের ওপর। এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক গ্রুপে রাখা নিয়ে হয়েছে কঠোর সমালোচনা। ম্যাচ বয়কটের অনেক চেষ্টা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট অবশ্য সেই আবেদন নাকচ করে দিয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুবাইয়ে গতকাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সব ছাপিয়ে ম্যাচটা মাঠে গড়িয়েছে। ২৫ বল হাতে রেখে ভারত জিতেছে ৭ উইকেটে। কিন্তু এই ম্যাচ ঘিরে যা হয়েছে, এটার রেশ কত দিন থাকে সেটা সময়ই বলতে পারবে।
আরও পড়ুন:
রেকর্ড গড়া তো লিওনেল মেসির কাছে নতুন কিছু নয়। আন্তর্জাতিক ফুটবল, প্রতিযোগিতামূলক ফুটবলে একের পর এক গোল করে রেকর্ডের বন্যা বইয়ে দেন। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের রেকর্ডটা এবার অন্যরকম
১৮ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনোই মুখোমুখি হয়নি শ্রীলঙ্কা-হংকং। আজ প্রথমবারের মতো দেখা যাবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। দুবাইয়ে আজ এশিয়া কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-হংকং।
৩৯ মিনিট আগেভারত-পাকিস্তান মাঠের লড়াই এখন খুব একটা জমে না। দু্বাইয়ে গতকাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর গ্রুপ পর্বের ম্যাচটা হয়েছে বড্ড একপেশে। কিন্তু ঠাণ্ডা পরিস্থিতি গরম করেছে ভারতই। প্রতিবেশীদের কাছ থেকে এমন ‘অসভ্য’ আচরণ মেনে নিতে পারছেন না শোয়েব আখতার।
১ ঘণ্টা আগেমরুতে কি এশিয়া কাপের সুপার ফোর মরীচিকাই হয়ে থাকবে বাংলাদেশের কাছে। ২০২২ এশিয়া কাপে হয়নি। এবার কি বাংলাদেশ পারবে সুপার ফোরে উঠতে? কাল এই প্রশ্নে হোটেল পার্ক রোটানায় দুই রকম উত্তর মিলল। বাংলাদেশের আশা আছে, আবার নেই!
১ ঘণ্টা আগে