Ajker Patrika

সাকিব বললেন, তৈরি আছি

সাকিব বললেন, তৈরি আছি

চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব। আগামীকাল মাঠে নামবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। সাকিবদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। 

মাঠে নামার আগে অনুশীলনে আজ বেশ আত্মবিশ্বাসী ছিলেন সাকিব। অনুশীলনের ফাঁকে সাকিব জানিয়েছেন দলের প্রস্তুতির কথা। বাংলাদেশ অলরাউন্ডার বলেছেন, ‘আমরা তৈরি হচ্ছি। একই সঙ্গে আমি মনে করি ম্যাচ খেলতে আমরা যথেষ্ট প্রস্তুত।’ 

আইপিএলের দ্বিতীয় পর্বের বাকি ম্যাচগুলো নিয়ে বেশ আশাবাদী সাকিব। আশা করছেন ভালো করবে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে সাকিব দর্শকদের সমর্থনও চেয়েছেন, ‘আমাদের সমর্থন দিতে থাকুন। আমি আশা করি আইপিএলের দ্বিতীয় পর্বে কেকেআর এবার ভালো করবে।’ 

লিগের শেষ চারে উঠতে ভালো করার কোনো বিকল্প নেই কলকাতার সামনে। আইপিএলের প্রথম পর্বের ৭ ম্যাচে জিতেছে মাত্র দুটিতে। বাকি ৫ ম্যাচই হেরেছে সাকিবের দল। ৪ পয়েন্ট নিয়ে অবস্থান ৭ নম্বরে। নিজেদের শেষ তিন ম্যাচের সব কটিতে হেরেছে শাহরুখ খানের দল। 

লিগ পর্বে বাকি আছে আরও সাত ম্যাচ। সেরা চারে উঠতে হলে কমপক্ষে ৫ ম্যাচ জিততেই হবে সাকিবের কলকাতাকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ম্যাচের ফলে দিকেও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত