Ajker Patrika

সাকিবের বদলি হিসেবে আসছেন বিজয়

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ২৩: ৩৫
সাকিবের বদলি হিসেবে আসছেন বিজয়

আনামুল হক বিজয়কে ‘ভাগ্যবান’ বললেও হয়তো তা কমই হয়ে যাবে। ২০২৩ বিশ্বকাপের বাংলাদেশের ১৫ সদস্যের দলে সুযোগ পাওয়া তো দূরে থাক, বিবেচনাতেও তিনি ছিলেন না। অবশেষে শেষ মুহূর্তে সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ডাক পেয়েছেন বিজয়।

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন সাকিব। তাতে বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের বিশ্বকাপই শেষ হয়েছে। সাকিবের পরিবর্তে বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন বিজয়। আইসিসি ২০২৩ বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়েই বিজয়কে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ নভেম্বর বিশ্বকাপের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়তো একাদশে সুযোগ পেয়েও যেতে পারেন বিজয়।

আইসিসি ২০২৩ বিশ্বকাপের টেকনিক্যাল কমিটিতে আছেন ওয়াসিম খান, ক্রিস টেটলি, হেমাং আমিন, গৌরব সাক্সেনা, রাসেল আর্নল্ড, সাইমন ডুল। যার মধ্যে আর্নোল্ড, ডুল হচ্ছেন স্বাধীন প্রতিনিধি। ইভেন্টের প্রধান হচ্ছেন টেটলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে আছেন। বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার পদে আছেন সাক্সেনা। ওয়াসিমও আছেন আইসিসির জেনারেল ম্যানেজার পদে।

এর আগে ২০২৩ এশিয়া কাপেও ভাগ্যক্রমে সুযোগ পেয়ে যান বিজয়। লিটন দাস অসুস্থ থাকায় তাঁর (লিটন) পরিবর্তে খেলতে গিয়েছিলেন বিজয়। এখন পর্যন্ত ৪৫ ওয়ানডে খেলেছেন বিজয়। ২৯.৯৫ গড় ও ৭৩.৯১ স্ট্রাইক রেটে করেছেন ১২৫৮ রান। ওয়ানডেতে ৩ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেন বাংলাদেশের এই ব্যাটার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত