Ajker Patrika

‘বাজবল’ খেলা আফগানদের ইনিংসে হঠাৎ ধস

‘বাজবল’ খেলা আফগানদের ইনিংসে হঠাৎ ধস

‘সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট’-ব্রেন্ডন ম্যাককালামের অধীনে টেস্টে ইংল্যান্ডের ঝোড়ো ব্যাটিং তো ‘বাজবল’ হিসেবে বেশ পরিচিতি পেয়ে গেছে আগেই। সেই ‘বাজবল’ ২০২৩ বিশ্বকাপে প্রথমে ইংল্যান্ডের ওপর প্রয়োগ করেছিল নিউজিল্যান্ড। কিউইদের দেখানো পথেই আজ ঝোড়ো শুরু করেছিল আফগানিস্তান। এরপর ইংল্যান্ড বোলারদের দুর্দান্ত বোলিংয়ে হঠাৎ করে ধস নামে আফগানদের ইনিংসে। 

টস জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাটিং পেয়ে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান শুরু করেছিলেন রয়েসয়ে। কোনো উইকেট না হারিয়ে প্রথম দুই ওভারে আফগানরা করে ৭ রান। ছিল না কোনো বাউন্ডারি। যেখানে ইনিংসের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে রিস টপলি দিয়েছেন মেডেন। তৃতীয় ওভার থেকে শুরু হয় বাউন্ডারি। ওভারের তৃতীয় বলে ক্রিস ওকসকে ডিপ মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মারেন গুরবাজ। একই ওভারের পঞ্চম বলে পয়েন্ট দিয়ে কাট করে চার মারেন জাদরান। ওকসের করা ওভার থেকে ১৪ রান নিলে কোনো উইকেট না হারিয়ে তিন ওভার শেষে আফগানদের স্কোর দাঁড়ায় ২১ রান। 

তৃতীয় ওভারে ১৪ রান নেওয়ার পর বিস্ফোরক হয়ে ওঠে আফগানিস্তান। যেখানে জাদরান একটু রয়েসয়ে খেললেও গুরবাজ বেশি বিস্ফোরক খেলেন। ওকসকেই ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুটি চার মারেন গুরবাজ। আফগান এই ওপেনার ঝড় বইয়ে দিয়েছেন ইনিংসের নবম ওভার করতে আসা স্যাম কারানের ওপর দিয়ে। এই ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা দুটি চার ও ছক্কা মারেন গুরবাজ। প্রথম ১০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে আফগানরা করতে পারে ৭৯ রান। প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার পরপরই ফিফটি তুলে নিয়েছেন গুরবাজ। ১১ তম ওভারের দ্বিতীয় বলে আদিল রশিদকে চার মেরে ওয়ানডেতে পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন গুরবাজ। ফিফটির পর আরও বেশি আক্রমণাত্মক হয়েছেন গুরবাজ। উদ্বোধনী জুটিতে ১০১ বলে ১১৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন গুরবাজ ও জাদরান। 

অন্যদিকে ডটের ওপর ডট খেয়ে নিজের ওপর চাপ বাড়িয়ে আউট হয়ে গেছেন জাদরান। ১৭ তম ওভারের চতুর্থ বলে রশিদকে শট করতে গিয়ে শর্ট মিড উইকেটে জো রুটের তালুবন্দী হয়েছেন জাদরান। ৪৮ বলে ৩ চারে ২৮ রান করেন আফগান ওপেনার। উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ১৯ তম ওভারের চতুর্থ বলে রশিদের বল রহমত শাহ ডিফেন্স করতে গেলে বল চলে যায় বাটলারের হাতে। বাটলার খুব দ্রুতই স্টাম্পিং করেন। টিভি রিপ্লেতে প্রথমে কট বিহাইন্ডের প্রথম পাওয়া যায়নি। পরে দেখা যায় রহমতের পা লাইনের ওপরে ছিল। প্রথম ২ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন আপগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। এসে রশিদের প্রথম বল এক রান নিতে যান শাহিদী। শর্ট মিড উইকেট থেকে ইংল্যান্ডের বদলি ফিল্ডার ডেভিড উইলি স্ট্রাইক প্রান্তে দুর্দান্ত থ্রো করেন। উইকেটরক্ষক বাটলার স্টাম্প ভেঙে দিলে রান আউটের ফাঁদে কাটা পড়েন গুরবাজ। ডাইভ দিয়েও বাঁচাতে না পারার হতাশায় নিজের ওপর রাগ ঝারেন আফগান ওপেনার। ৫৭ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৮০ রান করেন গুরবাজ। ৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে আফগানদের স্কোর ১৮.৫ ওভারে ৩ উইকেটে দাঁড়ায় ১২২ রান। 

দ্রুত উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রানের চাকা ধীরগতির হয়ে যায় আফগানদের। বিশেষ করে ভারতের বিপক্ষে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলা শাহিদী আজ বেশ ধীরগতির ইনিংস খেলেছেন।  যেখানে ৩৩ তম ওভারের প্রথম বলে শাহিদীকে বোল্ড করেছেন রুট। আফগান অধিনায়ক ৩৬ বলে করেন ১৪ রান।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৬ উইকেটে ২০৭ রান করেছে আফগানরা। রশিদ খান ১৫ রানে ও ইকরাম ২৭ রানে ব্যাটিং করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত