Ajker Patrika

অবশেষে মাঠে নামছে ‘বাংলাদেশ টাইগার্স’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ২১
অবশেষে মাঠে নামছে ‘বাংলাদেশ টাইগার্স’

জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে রাখতে বাংলাদেশ টাইগার্স নামের একটি দল গঠনের পরিকল্পনা ছিল বিসিবির। অবশেষে সেই দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। আজ ২৩ ক্রিকেটার নিয়ে এই ছায়া দল গঠনের ঘোষণা দিল বিসিবি।

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন দিয়ে যাত্রা শুরু হবে বাংলাদেশ টাইগার্সের। এরপর ৭ মার্চ পর্যন্ত এই অনুশীলন ক্যাম্প চলবে। জানা গেছে, এ দলের প্রধান কোচের ভূমিকায় থাকবেন জাতীয় দলের সদ্য সাবেক ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। তাঁর সঙ্গে দুই বিদেশি কোচ ও দুজন দেশি কোচ কাজ করবেন। 

অবশেষে ‘বাংলাদেশ টাইগার্স’ নামের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ডছায়া দলে যাঁরা আছেন:

মুমিনুল হক, ফজলে রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত