Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষে জয়ের আগের রাতে কী বলেছিলেন শান্তর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৭: ৩৫
পাকিস্তানের বিপক্ষে জয়ের আগের রাতে কী বলেছিলেন শান্তর স্ত্রী

রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। অবিশ্বাস্য টেস্ট জয়ের অনুপ্রেরণা শান্ত যে আগেই পেয়েছেন স্ত্রী সাবরিনা রত্নার থেকে।   

সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে হারাতে বাংলাদেশকে আজ পঞ্চম দিনে করতে হতো বিশেষ কিছুই। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পরাস্ত পাকিস্তান শেষ ৯ উইকেট হারিয়েছে দিনের খেলার ৪৩.৫ ওভারে। ৩০ রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ১০ উইকেটের ঐতিহাসিক জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ ডাগ আউট। অধিনায়ক শান্তর মুখেও দেখা গেছে চওড়া হাসি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জয়টা খুবই বিশেষ। গত রাতে স্ত্রীর সঙ্গে কথা বলেছি। সে বলল যদি আমরা জিতি, সেটা খুবই ভালো হবে। ভাগ্য ভালো যে আমরা আজ জিতেছি।’

২০০১ থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে কখনোই কোনো সংস্করণে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অবশেষে শান্তর নেতৃত্বে রাওয়ালপিন্ডিতে ২৩ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ। ঐতিহাসিক  জয় নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা অনেক বড় জয়। আমরা এর আগে কখনো জিতিনি। তবে আমাদের বিশ্বাস ছিল সিরিজ শুরুর আগে ভালো করব এবং আমরা জিতেছি।’

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত