আগেই প্লে-অফ (শেষ চার) নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালস। এখন লড়াইটা শীর্ষ দুইয়ে থাকার। মুখোমুখি হওয়ার আগে দুই দলের ম্যাচ বাকি ছিল দুইটি করে। তার প্রথমটিতে চেন্নাইয়ের বিপক্ষে জিতে শীর্ষ দুইয়ে থাকার কাজটা ভালোভাবে সেরে রাখল দিল্লি। দুবাইয়ে আজ দিনের একমাত্র ম্যাচে চেন্নাইকে ৩ উইকেটে হারিয়েছে তারা। এ জয়ে টেবিলের শীর্ষে উঠল দিল্লি।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেন্নাইয়ের জন্য ম্যাচটা ছিল শীর্ষস্থান আরও সুসংহত রাখার। অন্যদিকে দিল্লির ব্যাপারটা ছিল জিতলে চেন্নাইকে সরিয়ে শীর্ষে ওঠার সুযোগ। ম্যাচ জিতে সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে দিল্লি। দারুণ বোলিংয়ে প্রথম কাজটা আগেই করে রেখেছিলেন দিল্লি বোলাররা। টসে জিতে চেন্নাইকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি। কাগিসো রাবাদা-রবিচন্দ্রন অশ্বিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরকার্ড বেশি সতেজ করতে পারেননি চেন্নাই ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ করতে পেরেছিল মহেন্দ্র সিং ধোনির দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত ছিলেন চার নম্বরে নামা আম্বাতি রাইডু।
জবাবে শুরুটা বেশি ভালো করতে পারেনি দিল্লিও। দলের স্কোর ২৮ রানে রেখে ফিরে যান ওপেনার ফাফ ডু প্লেসিস। বেশিক্ষণ টিকতে পারেননি আগের ম্যাচের সেরা খেলোয়াড় শ্রেয়াস আইয়ারও। জশ হ্যাজেলউডের বলে ৭ বলে ২ রান করে ফেরেন আইয়ার। এরপর ঋষভ পন্ত (১৫), রিপাল প্যাটেল (১৮), অশ্বিনদের (২) আসা যাওয়ার মিছিলে এক প্রান্তে দিল্লির আশার বাতি হয়ে ছিলেন শিখর ধাওয়ান।
পনেরোতম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৩৯ রানে একবার আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন ধাওয়ান। একই ওভারের শেষ বলে অবশ্য আর শেষ রক্ষা হয়নি। শার্দুল ঠাকুরের বলটা কাভারের ওপর দিয়ে খেলতে গিয়ে ঠিকঠাক ব্যাটে মেলাতে পারেননি ধাওয়ান। ফিল্ডার মঈন আলির হাতে ক্যাচ দিয়ে ওই ৩৯ রান করে ফেরেন ধাওয়ান। তবে সপ্তম উইকেট দারুণ এক জুটিতে ম্যাচ নিজেদের দিকে রাখেন শিমরন হেটমায়ার আর অক্ষর প্যাটেল। দুজনের ৩৬ রানের জুটি যখন ভাঙে জয় থেকে আর দুই রান দূরত্বে ছিল দিল্লি। শেষ ওভারের চতুর্থ বলে চার মেরে জয়ের আনুষ্ঠানিকতা সারেন রাবাদা।
আগেই প্লে-অফ (শেষ চার) নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালস। এখন লড়াইটা শীর্ষ দুইয়ে থাকার। মুখোমুখি হওয়ার আগে দুই দলের ম্যাচ বাকি ছিল দুইটি করে। তার প্রথমটিতে চেন্নাইয়ের বিপক্ষে জিতে শীর্ষ দুইয়ে থাকার কাজটা ভালোভাবে সেরে রাখল দিল্লি। দুবাইয়ে আজ দিনের একমাত্র ম্যাচে চেন্নাইকে ৩ উইকেটে হারিয়েছে তারা। এ জয়ে টেবিলের শীর্ষে উঠল দিল্লি।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেন্নাইয়ের জন্য ম্যাচটা ছিল শীর্ষস্থান আরও সুসংহত রাখার। অন্যদিকে দিল্লির ব্যাপারটা ছিল জিতলে চেন্নাইকে সরিয়ে শীর্ষে ওঠার সুযোগ। ম্যাচ জিতে সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে দিল্লি। দারুণ বোলিংয়ে প্রথম কাজটা আগেই করে রেখেছিলেন দিল্লি বোলাররা। টসে জিতে চেন্নাইকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি। কাগিসো রাবাদা-রবিচন্দ্রন অশ্বিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরকার্ড বেশি সতেজ করতে পারেননি চেন্নাই ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ করতে পেরেছিল মহেন্দ্র সিং ধোনির দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত ছিলেন চার নম্বরে নামা আম্বাতি রাইডু।
জবাবে শুরুটা বেশি ভালো করতে পারেনি দিল্লিও। দলের স্কোর ২৮ রানে রেখে ফিরে যান ওপেনার ফাফ ডু প্লেসিস। বেশিক্ষণ টিকতে পারেননি আগের ম্যাচের সেরা খেলোয়াড় শ্রেয়াস আইয়ারও। জশ হ্যাজেলউডের বলে ৭ বলে ২ রান করে ফেরেন আইয়ার। এরপর ঋষভ পন্ত (১৫), রিপাল প্যাটেল (১৮), অশ্বিনদের (২) আসা যাওয়ার মিছিলে এক প্রান্তে দিল্লির আশার বাতি হয়ে ছিলেন শিখর ধাওয়ান।
পনেরোতম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৩৯ রানে একবার আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন ধাওয়ান। একই ওভারের শেষ বলে অবশ্য আর শেষ রক্ষা হয়নি। শার্দুল ঠাকুরের বলটা কাভারের ওপর দিয়ে খেলতে গিয়ে ঠিকঠাক ব্যাটে মেলাতে পারেননি ধাওয়ান। ফিল্ডার মঈন আলির হাতে ক্যাচ দিয়ে ওই ৩৯ রান করে ফেরেন ধাওয়ান। তবে সপ্তম উইকেট দারুণ এক জুটিতে ম্যাচ নিজেদের দিকে রাখেন শিমরন হেটমায়ার আর অক্ষর প্যাটেল। দুজনের ৩৬ রানের জুটি যখন ভাঙে জয় থেকে আর দুই রান দূরত্বে ছিল দিল্লি। শেষ ওভারের চতুর্থ বলে চার মেরে জয়ের আনুষ্ঠানিকতা সারেন রাবাদা।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৯ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১০ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১১ ঘণ্টা আগে