বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠে কুশল মেন্ডিসের ব্যাট। বিশেষ করে, সীমিত ওভারের ক্রিকেট ওয়ানডে, টি-টোয়েন্টি হলে তো কথাই নেই। চট্টগ্রামে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে লঙ্কান এই ব্যাটারকে অবশ্য ইনিংস লম্বা করতে দেননি রিশাদ হোসেন।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ তাদের একাদশে এনেছে ৩ পরিবর্তন। লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলামের পরিবর্তে খেলছেন এনামুল হক বিজয়, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। টস জিতে এই ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। তবে স্বাগতিকদের আক্রমণাত্মক বোলিংয়ে ভুগছেন লঙ্কান ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লুর ফাদে ফেলেন তাসকিন। এক ওভার বিরতিতে এসে আবারও লঙ্কানদের ইনিংসে আঘাত হানলেন তাসকিন। চতুর্থ ওভারের পঞ্চম বলে আভিস্কা ফার্নান্দো শিকার হলেন কট বিহাইন্ডের। নিশাঙ্কা, আভিস্কা করেন ১ ও ৪ রান। লঙ্কানদের স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ২ উইকেটে ১৫ রান।
দুই ওপেনারকে হারানোর পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সাদিরা সামারাবিক্রমা। সাদিরা নিয়ে হাল ধরার চেষ্টা করেন তিনে নামা মেন্ডিস। তবে তৃতীয় উইকেটে তাঁদের (সাদিরা-মেন্ডিস) জুটি ছিল ৩৯ বলে ২৬ রানের। নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ১১তম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজের স্টাম্প করিডরের বলে বোকা বনে যান সাদিরা। বল ঠেকাতে গেলে এজ হয়ে যায় ও তালুবন্দী করেন মুশফিকুর রহিম। ১৮তম ওভারে নিজের প্রথম ওভারে বোলিং করতে আসেন রিশাদ। ওভারের প্রথম বলটি কিছুটা শর্ট লেংথে করেন তিনি। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা মেন্ডিস খোঁচা লাগালে ক্যাচ ধরেন মুশফিক। ৫১ বলে ৩ চারে ২৯ রান করে মেন্ডিস যখন ফেরেন, তখন লঙ্কানদের স্কোর হয়ে যায় ১৭.১ ওভারে ৪ উইকেটে ৭৪ রান।
১০০ এর আগে ৪ উইকেট হারিয়ে ফেলা লঙ্কানদের ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন জানিথ লিয়ানাগে। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা চারিথ আসালাঙ্কার সঙ্গে জুটি গড়ছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের স্কোর ২৪ ওভারে ৪ উইকেটে ১১৩ রান। আসালাঙ্কা ৪০ বলে ৩৩ রানে ব্যাটিং করছেন। ২৫ বলে ১৯ রানে অপরাজিত জানিথ লিয়ানাগে।
বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠে কুশল মেন্ডিসের ব্যাট। বিশেষ করে, সীমিত ওভারের ক্রিকেট ওয়ানডে, টি-টোয়েন্টি হলে তো কথাই নেই। চট্টগ্রামে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে লঙ্কান এই ব্যাটারকে অবশ্য ইনিংস লম্বা করতে দেননি রিশাদ হোসেন।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ তাদের একাদশে এনেছে ৩ পরিবর্তন। লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলামের পরিবর্তে খেলছেন এনামুল হক বিজয়, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। টস জিতে এই ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। তবে স্বাগতিকদের আক্রমণাত্মক বোলিংয়ে ভুগছেন লঙ্কান ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লুর ফাদে ফেলেন তাসকিন। এক ওভার বিরতিতে এসে আবারও লঙ্কানদের ইনিংসে আঘাত হানলেন তাসকিন। চতুর্থ ওভারের পঞ্চম বলে আভিস্কা ফার্নান্দো শিকার হলেন কট বিহাইন্ডের। নিশাঙ্কা, আভিস্কা করেন ১ ও ৪ রান। লঙ্কানদের স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ২ উইকেটে ১৫ রান।
দুই ওপেনারকে হারানোর পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সাদিরা সামারাবিক্রমা। সাদিরা নিয়ে হাল ধরার চেষ্টা করেন তিনে নামা মেন্ডিস। তবে তৃতীয় উইকেটে তাঁদের (সাদিরা-মেন্ডিস) জুটি ছিল ৩৯ বলে ২৬ রানের। নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ১১তম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজের স্টাম্প করিডরের বলে বোকা বনে যান সাদিরা। বল ঠেকাতে গেলে এজ হয়ে যায় ও তালুবন্দী করেন মুশফিকুর রহিম। ১৮তম ওভারে নিজের প্রথম ওভারে বোলিং করতে আসেন রিশাদ। ওভারের প্রথম বলটি কিছুটা শর্ট লেংথে করেন তিনি। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা মেন্ডিস খোঁচা লাগালে ক্যাচ ধরেন মুশফিক। ৫১ বলে ৩ চারে ২৯ রান করে মেন্ডিস যখন ফেরেন, তখন লঙ্কানদের স্কোর হয়ে যায় ১৭.১ ওভারে ৪ উইকেটে ৭৪ রান।
১০০ এর আগে ৪ উইকেট হারিয়ে ফেলা লঙ্কানদের ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন জানিথ লিয়ানাগে। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা চারিথ আসালাঙ্কার সঙ্গে জুটি গড়ছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের স্কোর ২৪ ওভারে ৪ উইকেটে ১১৩ রান। আসালাঙ্কা ৪০ বলে ৩৩ রানে ব্যাটিং করছেন। ২৫ বলে ১৯ রানে অপরাজিত জানিথ লিয়ানাগে।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে