Ajker Patrika

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট শুরু হতে দেরি কেন

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৩: ৪৯
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট শুরু হতে দেরি কেন

প্রায় দুই মাসের বিরতি শেষে আজ মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। তবে তাদের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে রাওয়ালপিন্ডির বৈরি আবহাওয়া। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের টস হয়নি নির্ধারিত সময়ে।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ১১টায়। কিন্তু গত রাতে বৃষ্টির কারণে আউটফিল্ড অনেকটা ভিজে যায়। গ্রাউন্ড স্টাফরা সব ঠিকঠাক করতে কাজ করছেন। মাঠের অবস্থা পর্যবেক্ষণ করছেন ম্যাচ কর্মকর্তারা। ক্রিকেটাররা এখনো ওয়ার্ম-আপ শুরু করেননি। ধারণা করা হচ্ছে, টেস্ট শুরু হতে দীর্ঘ সময় দেরি হতে পারে। টস কখন হবে, সেটাও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। 

বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচ। ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ড্র হয়েছে এক টেস্ট। রাওয়ালপিন্ডিতে এবার ভিন্ন গল্প লেখার সুযোগ রয়েছে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক শান মাসুদও সমীহ করছেন বাংলাদেশকে। এরই মধ্যে পাকিস্তান তাদের একাদশ ঘোষণা করেছে।

বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে  ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। প্রথম টেস্টের পর রাওয়ালপিন্ডিতে হবে দ্বিতীয় টেস্টও। ৩০ আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত