Ajker Patrika

‘মুশি’ এবার অনেক খুশি!

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৭ জুন ২০২১, ১৩: ২৮
‘মুশি’ এবার অনেক খুশি!

ঢাকা: মিরপুরে কাল আবাহনীর একাদশে না থেকেও বেশি করেই যেন ছিলেন তিনি! ছিলেন তিনি সতীর্থদের উজাড় করে দেওয়া পারফরম্যান্সের মাঝে। ছিলেন তিনি আবাহনীর শিরোপা উৎসবের ভিড়ে! তিনি মুশফিকুর রহিম।

দেশে তো বটেই, এখন বিশ্বের অন্যতম সেরা মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবে বিবেচিত মুশফিক। কদিন আগে আইসিসির মাসসেরা হওয়াটা তাঁর ব্যাটিং ধারাবাহিকতারই পুরস্কার। এর বাইরে নানা অর্জনেও মুশফিকের ক্যাবিনেটটা কম সমৃদ্ধ নয়। সেই মুশফিক কিনা একটা জায়গায় মলিন ছিলেন। ঘরোয়া ক্রিকেটে কখনো জিততে পারেননি শিরোপা। গত আটটি ঘরোয়া টি–টোয়েন্টি দলে আট দলের হয়ে খেলেও ছুঁতে পারেননি শিরোপা। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কাল প্রাইম ব্যাংককে ৮ রানে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত হলে মুশফিকের সেই আক্ষেপটা ফুরিয়েছে। ডিপিএল তো বটেই, ঘরোয়া ক্রিকেটে এটা তাঁর প্রথম শিরোপা।

অবশ্য এখানেও ভাগ্য মুশফিকের সঙ্গে খেলেছে। আবাহনী চ্যাম্পিয়ন হলেও তাঁর মাঠে থাকা হয়নি। হাতের আঙুলের চোটে পড়ে তাঁর ডিপিএল শেষ হয়েছে আগেই। শিরোপা ছুঁতে না পারায় অবশ্য মন খারাপ হওয়ার কথা নয় মুশফিকের। তাঁর দেখিয়ে দেওয়া রাস্তায় হেঁটেই তো আবাহনী দেখা পেয়েছে ২১তম ডিপিএল শিরোপা। 

আবাহনী কাল জিতেছে ঢাকা প্রিমিয়ার লিগের ২১তম শিরোপা, তবে দলের সঙ্গে থাকতে পারেননি মুশফিকুর রহিম মাঠে না থেকেও মুশফিক কীভাবে সতীর্থদের কাছ থেকে সেরাটা আদায় করে নিয়েছিলেন—ম্যাচ শেষে জানিয়েছেন অলিখিত ফাইনালের নায়ক মোহাম্মদ সাইফউদ্দিন। আবাহনীর এই পেস বোলিং অলরাউন্ডার বলেছেন, ‘আমরা মুশফিক ভাইকে মিস করেছি শেষ কয়েকটি ম্যাচে। তিনি শুধু আমাদের দল (আবাহনী) নয়, জাতীয় দলের একজন অভিজ্ঞ খেলোয়াড়। এ রকম বড় ম্যাচে তাঁকে না পাওয়াটা হতাশার ছিল। তবু আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। মুশফিক ভাই টিম মিটিংয়ে বলেছিলেন, তাঁর ডিপিএলে কোনো শিরোপা নেই। আমরা তাঁর জন্য হলেও সেরাটা দিয়ে খেলেছি। আমরা আমাদের কথা রাখতে পেরেছি।’

সতীর্থরা কথা রেখেছেন। মুশফিক যে কতটা খুশি তা বোঝা গেল তাঁর ফেসবুক পোস্টে। ফাইনাল ম্যাচ শেষে তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া মোসাদ্দেকের সঙ্গে একটি ছবি দিয়ে মুশফিক ফেসবুকে লিখেছেন, ‘আবাহনী লিমিটেডের টানা তৃতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা। আর আমার প্রথমবারের মতো শিরোপা জয়।’ 

ছবিটার নিচে মন্তব্য করে সাইফউদ্দিন আবার মনে করিয়ে দিয়েছেন, ‘এই ম্যাচে আপনাকে খুব মিস করেছি।’ মুশফিকও কি তাঁর দলকে মিস করেননি?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত