নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবি সভাপতির প্রতি সরকারের চাপ, পরিচালকদের প্রকাশ্য অনাস্থা। ফারুক আহমেদের অনড় অবস্থান থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের মনোনীত পরিচালক কোটা থেকে তাঁকে বাদ দিয়েছে। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের টিকে থাকার লড়াই প্রায় শেষ।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করা হয়েছে। এই সভাকে ঘিরে বেড়েছে সভা আয়োজনের কার্যনির্বাহী কমিটির ব্যস্ততা। নামাজের পরই বিসিবির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ও বোর্ড পরিচালকরা সভাস্থলে পৌঁছাবেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সূত্র জানায়, এনএসসি কোটায় মনোনয়ন পাওয়া সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপ গতকালই গ্রহণ করেছে বিসিবির কার্যনির্বাহী পরিষদ। ক্রীড়া পরিষদ কোটার কাউন্সিলর হিসেবে বুলবুল এখন বোর্ড পরিচালকের দায়িত্ব পালনে বৈধতা পেয়েছেন। ফলে আজকের বোর্ড সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দিয়ে তিনি পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
এর আগে গতকাল রাতেই ফারুক আহমেদকে অপসারণের প্রক্রিয়া শুরুর আগেই এনএসসি থেকে আমিনুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে চিঠি পাঠানো হয়। রাতেই অনলাইন সভার মাধ্যমে বিসিবি পরিচালকরা তাঁর কাউন্সিলরশিপ অনুমোদন করেন। সাবেক এই অধিনায়ককে নিয়ে বিসিবি সভাপতির দৌড়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। তবে এত দিন তিনি বিসিবির কাউন্সিলর ছিলেন না। বিসিবিতে ক্রীড়া পরিষদের মোট পাঁচ কাউন্সিলর থাকেন, যেখান থেকে দুজন পরিচালক মনোনীত হন। আগের কাউন্সিলর হাবিবুর রহমানকে সরিয়ে সেখানে এনএসসি আমিনুলকে মনোনয়ন দিয়েছে।
এদিকে দুই দিন আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসায় বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে তাঁকে দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে ফারুক সাফ জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না।
সব মিলিয়ে আজকের বোর্ড সভায় আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। ফারুক জানিয়েছেন, আগামীকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।
বিসিবি সভাপতির প্রতি সরকারের চাপ, পরিচালকদের প্রকাশ্য অনাস্থা। ফারুক আহমেদের অনড় অবস্থান থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের মনোনীত পরিচালক কোটা থেকে তাঁকে বাদ দিয়েছে। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের টিকে থাকার লড়াই প্রায় শেষ।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করা হয়েছে। এই সভাকে ঘিরে বেড়েছে সভা আয়োজনের কার্যনির্বাহী কমিটির ব্যস্ততা। নামাজের পরই বিসিবির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ও বোর্ড পরিচালকরা সভাস্থলে পৌঁছাবেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সূত্র জানায়, এনএসসি কোটায় মনোনয়ন পাওয়া সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপ গতকালই গ্রহণ করেছে বিসিবির কার্যনির্বাহী পরিষদ। ক্রীড়া পরিষদ কোটার কাউন্সিলর হিসেবে বুলবুল এখন বোর্ড পরিচালকের দায়িত্ব পালনে বৈধতা পেয়েছেন। ফলে আজকের বোর্ড সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দিয়ে তিনি পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
এর আগে গতকাল রাতেই ফারুক আহমেদকে অপসারণের প্রক্রিয়া শুরুর আগেই এনএসসি থেকে আমিনুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে চিঠি পাঠানো হয়। রাতেই অনলাইন সভার মাধ্যমে বিসিবি পরিচালকরা তাঁর কাউন্সিলরশিপ অনুমোদন করেন। সাবেক এই অধিনায়ককে নিয়ে বিসিবি সভাপতির দৌড়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। তবে এত দিন তিনি বিসিবির কাউন্সিলর ছিলেন না। বিসিবিতে ক্রীড়া পরিষদের মোট পাঁচ কাউন্সিলর থাকেন, যেখান থেকে দুজন পরিচালক মনোনীত হন। আগের কাউন্সিলর হাবিবুর রহমানকে সরিয়ে সেখানে এনএসসি আমিনুলকে মনোনয়ন দিয়েছে।
এদিকে দুই দিন আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসায় বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে তাঁকে দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে ফারুক সাফ জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না।
সব মিলিয়ে আজকের বোর্ড সভায় আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। ফারুক জানিয়েছেন, আগামীকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১২ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে