Ajker Patrika

ডিআরএস কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাচ্ছে বিসিবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ১২
ডিআরএস কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাচ্ছে বিসিবি 

ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে সর্বশেষ বিপিএলে ভালোই বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সময়ে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ চলায় বিসিবি ডিআরএস ব্যবস্থা করতে ব্যর্থ হয়। 

যদিও ডিআরএস ব্যবস্থা করার বিষয়টি প্রোডাকশন টিমের দায়িত্ব বলে জানিয়েছিল বিসিবি। তবে এখন থেকে আর প্রোডাকশন নয়, ডিআরএস ব্যবস্থা করার দায়িত্ব নিজেরাই নিচ্ছে বিসিবি। ঝামেলা থেকে মুক্তি পেতে ডিআরএস কোম্পানির সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তিতে যাচ্ছে বোর্ড। অন্তত ২০২৭ সাল পর্যন্ত এই চুক্তি হতে পারে। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। 

আজ মূলত ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর ঘোষণার কথা ছিল। যদিও টাইটেল স্পনসর হতে যাওয়া মিস্টার হোয়াইটের পক্ষ থেকে কেউ না আসায় সংবাদ সম্মেলন আগামীকাল হবে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন। তিনি জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজে থাকছে ডিআরএস। 

একই সঙ্গে ডিআরএস কোম্পানির সঙ্গে বিসিবির চুক্তি নিয়ে নিজাম উদ্দিন আরও বলেছেন, ‘ডিআরএস আমাদের প্রোডাকশন টিমের হাতে দায়িত্ব ছিল। এখন জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা দীর্ঘ সময়ের জন্য চুক্তিতে চলে যাচ্ছি, সরাসরি ডিআরএস যারা পরিচালনা করে তাদের সঙ্গে। অন্তত আগামী ২০২৭ পর্যন্ত।’ বাংলাদেশে হওয়া আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের জন্য এই চুক্তি করবে বিসিবি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত