ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের জার্সিতে খুব একটা দেখা যায় না হায়দার আলীকে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তিনি খেলেছেন ২০২৩ সালে। এবার তাঁকে নিয়ে হইচই পড়ে গেছে। পারফরম্যান্সে নয়, পাকিস্তানি ক্রিকেটার অপরাধ করে এসেছেন আলোচনায়। তাঁর বিরুদ্ধে ইংল্যান্ডের পুলিশ করছে তদন্ত।
ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ হায়দারের বিরুদ্ধে অপরাধমূলক কাজের তদন্তে নেমেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাময়িকভাবে তাঁকে নিষিদ্ধ করেছে।হায়দারের বিরুদ্ধে তদন্তের ব্যাপারে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে মেইলে বলা হয়েছে, ‘২০২৫ সালের ৪ আগস্ট ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ২৪ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছি আমরা। অভিযোগ অনুযায়ী ঘটনাটি ২৩ জুলাই ম্যানচেস্টারে।তদন্ত সাপেক্ষে সেই ব্যক্তি এখন জামিনে।’
হায়দারের বিরুদ্ধে তদন্ত নিয়ে ক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ক্রিকইনফো জানতে পেরেছে, হায়দার যুক্তরাজ্য পুলিশের হেফাজতে নেই ঠিকই। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পাকিস্তানি এই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছে। ঠিক কী ধরনের অভিযোগে তদন্ত চলছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি ক্রিকইনফো।
হায়দারের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর নীরবতা ভেঙেছে পিসিবি। এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড বলেছেন, ‘গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তদন্তের বিষয়টি আমরা জানি। গোটা প্রক্রিয়ায় অধিকার সুরক্ষায় হায়দারকে আইনি সহযোগিতা করা হবে। যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন ও সম্মান করে পিসিবি। তাদের (গ্রেস্টার ম্যানচেস্টার পুলিশ) এই তদন্তকে নিজস্ব গতিতে চলতে দেওয়ার গুরুত্বও স্বীকার করছে বোর্ড। হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তাৎক্ষণিকভাবে কার্যকর হবে নিষেধাজ্ঞা।’
পাকিস্তান শাহিনস ইংল্যান্ড সফরে কয়েক দিন আগে তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলেছে। ৫ আগস্ট শেষ হয়েছে পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফর। এই সিরিজে হায়দারের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়ানোর অভিযোগ তোলা হয়েছে, যার প্রেক্ষিতে তদন্ত করছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। হায়দারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পিসিবি বলছে, ‘এখন থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকছে। আইনি প্রক্রিয়া শেষে দরকার পড়লে নিজস্ব নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে পিসিবি।’
২০২০ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হায়দারের। ২০২৩ পর্যন্ত ৩৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ২ ওয়ানডে খেলেছেন। ওয়ানডেতে করেছেন ৪২ রান। পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে ৩ ফিফটিতে করেছেন ৫০৫ রান। ইংল্যান্ডে পাকিস্তান শাহিনসের সফরে তিনটি ওয়ানডে, দুটি তিন দিনের ম্যাচের সবকটি ম্যাচই খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি নিয়মিত মুখ।
পাকিস্তানের জার্সিতে খুব একটা দেখা যায় না হায়দার আলীকে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তিনি খেলেছেন ২০২৩ সালে। এবার তাঁকে নিয়ে হইচই পড়ে গেছে। পারফরম্যান্সে নয়, পাকিস্তানি ক্রিকেটার অপরাধ করে এসেছেন আলোচনায়। তাঁর বিরুদ্ধে ইংল্যান্ডের পুলিশ করছে তদন্ত।
ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ হায়দারের বিরুদ্ধে অপরাধমূলক কাজের তদন্তে নেমেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাময়িকভাবে তাঁকে নিষিদ্ধ করেছে।হায়দারের বিরুদ্ধে তদন্তের ব্যাপারে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে মেইলে বলা হয়েছে, ‘২০২৫ সালের ৪ আগস্ট ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ২৪ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছি আমরা। অভিযোগ অনুযায়ী ঘটনাটি ২৩ জুলাই ম্যানচেস্টারে।তদন্ত সাপেক্ষে সেই ব্যক্তি এখন জামিনে।’
হায়দারের বিরুদ্ধে তদন্ত নিয়ে ক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ক্রিকইনফো জানতে পেরেছে, হায়দার যুক্তরাজ্য পুলিশের হেফাজতে নেই ঠিকই। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পাকিস্তানি এই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছে। ঠিক কী ধরনের অভিযোগে তদন্ত চলছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি ক্রিকইনফো।
হায়দারের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর নীরবতা ভেঙেছে পিসিবি। এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড বলেছেন, ‘গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তদন্তের বিষয়টি আমরা জানি। গোটা প্রক্রিয়ায় অধিকার সুরক্ষায় হায়দারকে আইনি সহযোগিতা করা হবে। যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন ও সম্মান করে পিসিবি। তাদের (গ্রেস্টার ম্যানচেস্টার পুলিশ) এই তদন্তকে নিজস্ব গতিতে চলতে দেওয়ার গুরুত্বও স্বীকার করছে বোর্ড। হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তাৎক্ষণিকভাবে কার্যকর হবে নিষেধাজ্ঞা।’
পাকিস্তান শাহিনস ইংল্যান্ড সফরে কয়েক দিন আগে তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলেছে। ৫ আগস্ট শেষ হয়েছে পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফর। এই সিরিজে হায়দারের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়ানোর অভিযোগ তোলা হয়েছে, যার প্রেক্ষিতে তদন্ত করছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। হায়দারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পিসিবি বলছে, ‘এখন থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকছে। আইনি প্রক্রিয়া শেষে দরকার পড়লে নিজস্ব নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে পিসিবি।’
২০২০ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হায়দারের। ২০২৩ পর্যন্ত ৩৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ২ ওয়ানডে খেলেছেন। ওয়ানডেতে করেছেন ৪২ রান। পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে ৩ ফিফটিতে করেছেন ৫০৫ রান। ইংল্যান্ডে পাকিস্তান শাহিনসের সফরে তিনটি ওয়ানডে, দুটি তিন দিনের ম্যাচের সবকটি ম্যাচই খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি নিয়মিত মুখ।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২০ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে