Ajker Patrika

পাকিস্তান সফর নিয়ে নিরাপত্তার শঙ্কায় ভুগছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫: ২৮
পাকিস্তান সফর নিয়ে নিরাপত্তার শঙ্কায় ভুগছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা 

২৪ বছর পর আগামী মার্চে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে যাওয়ার কথা। কিন্তু গত বৃহস্পতিবার লাহোরে বোমা হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর শঙ্কার মুখে পড়েছে। সফরের বেশির ভাগ সময় যে লাহোরেই থাকতে হবে অস্ট্রেলিয়া দলকে।

পাকিস্তান সফরে তিন টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার কথা আছে অস্ট্রেলিয়া দলের। ওয়ানডে দিয়ে আগামী ৩ মার্চ লাহোরে শুরু হবে দুই দলের লড়াই। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনি মর্নিং হেরাল্ডকে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি সূত্র জানায়, পাকিস্তান সফর নিয়ে তাদের সবকিছু ঠিকঠাক ছিল। সম্প্রতি দেশটিতে বোমা হামলার কথা শুনে ক্রিকেটাররা ভয় পেয়ে গেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিরাপত্তা নিশ্চিত করতে পারলে সফরে যাবে অস্ট্রেলিয়া, জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার জর্জ বেইলি। বেইলি বলেছেন, ‘পাকিস্তান সফর নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করছি। আমি বিশ্বাস করি, সফরটির জন্য দুই দেশের ক্রিকেট বোর্ড ছোটখাটো বিষয়গুলো নিয়ে এখনো কাজ করছে। আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিকঠাক হয়ে গেলে আমরা আমাদের স্কোয়াড ঘোষণা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত