ক্রীড়া ডেস্ক
লন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।
ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল চতুর্থ দিনেই শেষ হয়ে যেত। কিন্তু বৃষ্টির বাগড়ায় আজ খেলা গড়িয়েছে পঞ্চম দিনে। যে ম্যাচটা ইংল্যান্ড একটা পর্যায়ে সহজে জিততে পারত, সেই ম্যাচ বাঁক বদলেছে পরতে পরতে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ ভারত ৬ রানে জিতেছে। গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টেনেছেন সিরাজ। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ২-২ ব্যবধানে। তাতে লন্ডনের ওভালে চতুর্থ ইনিংসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে পারল না ইংল্যান্ড। এর আগে ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৯০২ সালে। ইংল্যান্ড সেবার ২ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।
দ্বিতীয় ইনিংসে ৭৬.২ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের খেলা শুরুর পর প্রসিধ কৃষ্ণাকে টানা দুটি চার মারেন জেভি ওভারটন। ৭৭তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে চার মারার পর শেষ দুই বল ডট দিয়েছেন ওভারটন। ঠিক তার পরের ওভারেই ইংল্যান্ডকে ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ। ৭৮তম ওভারের তৃতীয় বলে সিরাজের বলে খোঁচা দেন জেমি স্মিথ। ভারতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেলসহ অন্যান্যরা সজোরে আবেদন করলেও মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া দেননি। ধর্মসেনা শব্দ পেলেও মূলত দেখতে চেয়েছেন জুরেল ঠিকমতো ক্যাচ ধরতে পেরেছেন কিনা। শেষ পর্যন্ত স্মিথ (২) আউট হয়েছেন।
এক ওভার বিরতিতে বোলিংয়ে এসে সিরাজ ইংল্যান্ডকে আবার দিয়েছেন ধাক্কা। ৮০তম ওভারের পঞ্চম বলে ওভারটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিরাজ। ভারতীয় পেসারের জোরালো আবেদনে ধর্মসেনা অনেকক্ষণ পরে আঙুল তুলেছেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ওভারটন (৯)। ঠিক তার পরের ওভারেই ইংল্যান্ড হারাতে পারত নবম উইকেট। ৮১তম ওভারের চতুর্থ বলে জশ টাঙের বিপক্ষে কৃষ্ণা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আহসান রাজা আঙুল তুলে দেন। রিভিউ নিয়ে বেঁচে যান টাঙ।
নবম উইকেট পড়তে ইংল্যান্ডের অবশ্য বেশি সময় লাগেনি। ৮৩তম ওভারের শেষ বলে টাঙকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন কৃষ্ণা। তখনই ভাঙা হাত নিয়ে ব্যাটিংয়ে নামেন ওকস। ইংল্যান্ডের এই অলরাউন্ডার মাঠে নামতেই ওভালের গ্যালারিতে শোনা যায় মুহুর্মুহু হাততালি। কোনো বল মোকাবিলা না করে অ্যাটকিনসন একা খেলে যেতে থাকেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ৮৬তম ওভারের প্রথম বলে অ্যাটকিনসনকে বোল্ড করেন সিরাজ। ৩০.১ ওভারে ১০৪ রানে ৫ উইকেট নিয়েছেন সিরাজ। ৮৫.১ ওভারে ইংল্যান্ড গুটিয়ে যায় ৩৬৭ রানে। হ্যারি ব্রুক (১১১) ও জো রুট (১০৫) সেঞ্চুরি করেছেন।
চোটে পড়ায় খেলতে পারেননি ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তাঁর পরিবর্তে ওভালে পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন ওলি পোপ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ২২৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন করুণ নায়ার। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ২১.৪ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন। টেস্টে ইনিংসে এই নিয়ে চারবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে। যদিও ক্রিস ওকস ব্যাটিং করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন জ্যাক ক্রলি। ভারতের প্রসিধ ও সিরাজ নিয়েছেন চারটি করে উইকেট। ভারত এরপর তাদের দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রানে অলআউট হয়েছে। যশস্বী জয়সওয়াল ১৬৪ বলে ১১৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন আকাশ দীপ। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর দুজনেই করেছেন ৫৩ রান। ইংল্যান্ডের জশ টাং ৩০ ওভারে ১২৫ রানে নিয়েছেন ৫ উইকেট। তাতে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য দাঁড়ায়। শেষ পর্যন্ত ম্যাচটি স্বাগতিকেরা হেরে যায় ৬ রানে।
লন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।
ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল চতুর্থ দিনেই শেষ হয়ে যেত। কিন্তু বৃষ্টির বাগড়ায় আজ খেলা গড়িয়েছে পঞ্চম দিনে। যে ম্যাচটা ইংল্যান্ড একটা পর্যায়ে সহজে জিততে পারত, সেই ম্যাচ বাঁক বদলেছে পরতে পরতে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ ভারত ৬ রানে জিতেছে। গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টেনেছেন সিরাজ। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ২-২ ব্যবধানে। তাতে লন্ডনের ওভালে চতুর্থ ইনিংসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে পারল না ইংল্যান্ড। এর আগে ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৯০২ সালে। ইংল্যান্ড সেবার ২ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।
দ্বিতীয় ইনিংসে ৭৬.২ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের খেলা শুরুর পর প্রসিধ কৃষ্ণাকে টানা দুটি চার মারেন জেভি ওভারটন। ৭৭তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে চার মারার পর শেষ দুই বল ডট দিয়েছেন ওভারটন। ঠিক তার পরের ওভারেই ইংল্যান্ডকে ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ। ৭৮তম ওভারের তৃতীয় বলে সিরাজের বলে খোঁচা দেন জেমি স্মিথ। ভারতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেলসহ অন্যান্যরা সজোরে আবেদন করলেও মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া দেননি। ধর্মসেনা শব্দ পেলেও মূলত দেখতে চেয়েছেন জুরেল ঠিকমতো ক্যাচ ধরতে পেরেছেন কিনা। শেষ পর্যন্ত স্মিথ (২) আউট হয়েছেন।
এক ওভার বিরতিতে বোলিংয়ে এসে সিরাজ ইংল্যান্ডকে আবার দিয়েছেন ধাক্কা। ৮০তম ওভারের পঞ্চম বলে ওভারটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিরাজ। ভারতীয় পেসারের জোরালো আবেদনে ধর্মসেনা অনেকক্ষণ পরে আঙুল তুলেছেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ওভারটন (৯)। ঠিক তার পরের ওভারেই ইংল্যান্ড হারাতে পারত নবম উইকেট। ৮১তম ওভারের চতুর্থ বলে জশ টাঙের বিপক্ষে কৃষ্ণা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আহসান রাজা আঙুল তুলে দেন। রিভিউ নিয়ে বেঁচে যান টাঙ।
নবম উইকেট পড়তে ইংল্যান্ডের অবশ্য বেশি সময় লাগেনি। ৮৩তম ওভারের শেষ বলে টাঙকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন কৃষ্ণা। তখনই ভাঙা হাত নিয়ে ব্যাটিংয়ে নামেন ওকস। ইংল্যান্ডের এই অলরাউন্ডার মাঠে নামতেই ওভালের গ্যালারিতে শোনা যায় মুহুর্মুহু হাততালি। কোনো বল মোকাবিলা না করে অ্যাটকিনসন একা খেলে যেতে থাকেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ৮৬তম ওভারের প্রথম বলে অ্যাটকিনসনকে বোল্ড করেন সিরাজ। ৩০.১ ওভারে ১০৪ রানে ৫ উইকেট নিয়েছেন সিরাজ। ৮৫.১ ওভারে ইংল্যান্ড গুটিয়ে যায় ৩৬৭ রানে। হ্যারি ব্রুক (১১১) ও জো রুট (১০৫) সেঞ্চুরি করেছেন।
চোটে পড়ায় খেলতে পারেননি ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তাঁর পরিবর্তে ওভালে পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন ওলি পোপ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ২২৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন করুণ নায়ার। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ২১.৪ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন। টেস্টে ইনিংসে এই নিয়ে চারবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে। যদিও ক্রিস ওকস ব্যাটিং করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন জ্যাক ক্রলি। ভারতের প্রসিধ ও সিরাজ নিয়েছেন চারটি করে উইকেট। ভারত এরপর তাদের দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রানে অলআউট হয়েছে। যশস্বী জয়সওয়াল ১৬৪ বলে ১১৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন আকাশ দীপ। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর দুজনেই করেছেন ৫৩ রান। ইংল্যান্ডের জশ টাং ৩০ ওভারে ১২৫ রানে নিয়েছেন ৫ উইকেট। তাতে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য দাঁড়ায়। শেষ পর্যন্ত ম্যাচটি স্বাগতিকেরা হেরে যায় ৬ রানে।
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৪০ মিনিট আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২ ঘণ্টা আগে