পিএসএল ইতিহাসে সর্বোচ্চ ৩৪৩৩ রান তাঁর। টুর্নামেন্টের এবারের সংস্করণেও দারুণ ছন্দে আছেন বাবর আজম। ৯ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেছেন সর্বোচ্চ ৪৯৮ রান। গড়—৬২.২৫ ও স্ট্রাইক রেট ১৪৮.৫৫। বাবরের নেতৃত্বে ১৩ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ারও নিশ্চিত করেছে পেশোয়ার জালমি।
আজ রাতে করাচিতে মুলতান সুলতানের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবেন বাবররা। এই ম্যাচে হারলেও অবশ্য ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে তাদের। তার জন্য জিততে হবে দ্বিতীয় এলিমিনিটরে। তবে বাকিদের স্বপ্ন পূরণে বড় বাধা হতে পারেন বাবর। বড় মঞ্চে জ্বলে উঠতে না পারার যে অপবাদ—সেটি আজ ঘোচাতে চাইবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
৯ম পিএসএলে বাবরের বিধ্বংসী রূপ দেখা গেছে ডেথ ওভারে। ১৭ থেকে ২০ ওভারের মধ্যে কমপক্ষে ৫০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৩ স্ট্রাইক রেট বাবরের, যেখানে তাঁর রান ৫৬।
ডেথ ওভারে সবচেয়ে বেশি স্টাইক রেট নিয়ে ব্যাটিংয়ে বাবর পেছনে ফেললেন রিজা হেন্ডরিকসকে। দক্ষিণ আফ্রিকান ব্যাটার এই ওভারের মধ্যে করেছেন ৬২ রান, স্ট্রাইক রেট ২৩৮। তিনে ইফতিখার আহমেদের স্ট্রাইকরেট ২৩২, রান ১৭২। ডেভিড ভিসে ৬২ রান করেছেন ২২১ স্ট্রাইক রেটে। পাঁচে থাকা রসি ফন ডার ডুসেনের স্ট্রাইক রেট ২১৭, রান ৬৩।
পিএসএল ইতিহাসে সর্বোচ্চ ৩৪৩৩ রান তাঁর। টুর্নামেন্টের এবারের সংস্করণেও দারুণ ছন্দে আছেন বাবর আজম। ৯ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেছেন সর্বোচ্চ ৪৯৮ রান। গড়—৬২.২৫ ও স্ট্রাইক রেট ১৪৮.৫৫। বাবরের নেতৃত্বে ১৩ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ারও নিশ্চিত করেছে পেশোয়ার জালমি।
আজ রাতে করাচিতে মুলতান সুলতানের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবেন বাবররা। এই ম্যাচে হারলেও অবশ্য ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে তাদের। তার জন্য জিততে হবে দ্বিতীয় এলিমিনিটরে। তবে বাকিদের স্বপ্ন পূরণে বড় বাধা হতে পারেন বাবর। বড় মঞ্চে জ্বলে উঠতে না পারার যে অপবাদ—সেটি আজ ঘোচাতে চাইবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
৯ম পিএসএলে বাবরের বিধ্বংসী রূপ দেখা গেছে ডেথ ওভারে। ১৭ থেকে ২০ ওভারের মধ্যে কমপক্ষে ৫০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৩ স্ট্রাইক রেট বাবরের, যেখানে তাঁর রান ৫৬।
ডেথ ওভারে সবচেয়ে বেশি স্টাইক রেট নিয়ে ব্যাটিংয়ে বাবর পেছনে ফেললেন রিজা হেন্ডরিকসকে। দক্ষিণ আফ্রিকান ব্যাটার এই ওভারের মধ্যে করেছেন ৬২ রান, স্ট্রাইক রেট ২৩৮। তিনে ইফতিখার আহমেদের স্ট্রাইকরেট ২৩২, রান ১৭২। ডেভিড ভিসে ৬২ রান করেছেন ২২১ স্ট্রাইক রেটে। পাঁচে থাকা রসি ফন ডার ডুসেনের স্ট্রাইক রেট ২১৭, রান ৬৩।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১৬ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে