Ajker Patrika

রিজওয়ানকে দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সারা টেলর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২: ০০
রিজওয়ানকে দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সারা টেলর

টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন সেনসেশন মোহাম্মদ রিজওয়ান। প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। অনন্য এই কীর্তি গড়ার পরদিনই প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সে।

এই গ্রীষ্মে কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে রিজওয়ানকে। তবু যেন পাকিস্তান ওপেনারকে দেখার তর সইছে না সারা টেলরের। রিজওয়ানকে কাছ থেকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইংল্যান্ডের এই তারকা নারী ক্রিকেটার। মেয়েদের ক্রিকেটের সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘রিজওয়ানের কাছ থেকে শিখতে আর অপেক্ষা করতে পারছি না, রিজওয়ানকে দলে ভেড়ানো সাসেক্সের জন্য দারুণ ব্যাপার।’

আগামী মার্চে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর শেষে ৫ এপ্রিল কাউন্টি খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা রিজওয়ানের। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বেশির ভাগ ও টি-টোয়েন্টি ব্লাস্টের পুরোটাই খেলবেন পাকিস্তানি ওপেনার। সাসেক্সের হয়ে লুক রাইটের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে তাঁকে। 

সাসেক্সে প্রধান কোচ ইয়ান সলিসবুরি জানান, রিজওয়ানকে তাদের দলে নেওয়ায় বড় ভূমিকা রাখেন কাউন্টিতে দীর্ঘ সময় খেলা ও কোচিং করানো সাবেক দুই পাকিস্তানি স্পিনার মুশতাক আহমেদ ও সাকলায়েন মুশতাক। এদিকে সাসেক্সে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রিজওয়ান বলেন, ‘সাসেক্স পরিবার, আসসালামু আলাইকুম। ২০২২ মৌসুমে ঐতিহাসিক সাসেক্স কাউন্টি ক্লাবের অংশ হতে পারা সম্মানের। আমি রোমাঞ্চিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত