ক্রীড়া ডেস্ক
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৫৮ রানের বিপরীতে আজ দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪২ রান তুলেছে লঙ্কানরা। স্বাগতিকদের চেয়ে ১১৬ রানে পিছিয়ে থেকে কাল আবারও মাঠে নামবে অতিথিরা।
দলকে সুবিধাজনক অবস্থায় রেখে কিছুটা আক্ষেপ নিয়ে ফেরেন শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিসাঙ্কা। ৮৯ রানে বোল্ড হন কেশভ মহারাজের বলে। ১৫৭ বলের ইনিংসে মেরেছেন ১১টি চার ও ১টি ছক্কা। ফেরেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। দিমুথ করুনারত্নে ও নিসাঙ্কা ওপেনিং জুটিতে তোলেন ৪১ রান। ২০ রানে কাগিসো রাবাদার শিকার হন করুনারত্নে।
দ্বিতীয় উইকেটে দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে ১০৯ রানের দারুণ এক জুটি গড়েন নিসাঙ্কা। ৪৪ রানে চান্দিমালকে ফিরিয়ে ড্যান পিটারসন ব্রেক-থ্রু এনে দেন প্রোটিয়াদের। দলীয় ১৫০ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। তারপর অ্যাঞ্জেলো ম্যাথুস ও নিসাঙ্কা দলের রান বাড়াতে থাকেন। সেঞ্চুরির পথে হাঁটছিলেন নিসাঙ্কা। কিন্তু দলীয় ১৯৯ রানে এই ওপেনার আউট হলে ভাঙে ৪৯ রানের জুটি।
চতুর্থ উইকেটে কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৪৩ রানে জুটিতে দিন পার করেছেন ম্যাথুস। কামিন্দু ৩০ ও ম্যাথুস ৪০ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার রাবাদা, পিটারসন ও মহারাজ একটি করে উইকেট নিয়েছেন।
তার আগে ৩৫৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আগের দিনের ৭ উইকেটে ২৬৯ রান থেকে আজ আবার ব্যাটিংয়ে নামে তারা। বাকি তিন উইকেটে যোগ করেন ৮৯ রান। ৪৮ রানে অপরাজিত থাকা কাইল ভেরেইনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার লাহিরু কুমারা নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন আসিতা ফার্নান্দো।
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৫৮ রানের বিপরীতে আজ দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪২ রান তুলেছে লঙ্কানরা। স্বাগতিকদের চেয়ে ১১৬ রানে পিছিয়ে থেকে কাল আবারও মাঠে নামবে অতিথিরা।
দলকে সুবিধাজনক অবস্থায় রেখে কিছুটা আক্ষেপ নিয়ে ফেরেন শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিসাঙ্কা। ৮৯ রানে বোল্ড হন কেশভ মহারাজের বলে। ১৫৭ বলের ইনিংসে মেরেছেন ১১টি চার ও ১টি ছক্কা। ফেরেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। দিমুথ করুনারত্নে ও নিসাঙ্কা ওপেনিং জুটিতে তোলেন ৪১ রান। ২০ রানে কাগিসো রাবাদার শিকার হন করুনারত্নে।
দ্বিতীয় উইকেটে দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে ১০৯ রানের দারুণ এক জুটি গড়েন নিসাঙ্কা। ৪৪ রানে চান্দিমালকে ফিরিয়ে ড্যান পিটারসন ব্রেক-থ্রু এনে দেন প্রোটিয়াদের। দলীয় ১৫০ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। তারপর অ্যাঞ্জেলো ম্যাথুস ও নিসাঙ্কা দলের রান বাড়াতে থাকেন। সেঞ্চুরির পথে হাঁটছিলেন নিসাঙ্কা। কিন্তু দলীয় ১৯৯ রানে এই ওপেনার আউট হলে ভাঙে ৪৯ রানের জুটি।
চতুর্থ উইকেটে কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৪৩ রানে জুটিতে দিন পার করেছেন ম্যাথুস। কামিন্দু ৩০ ও ম্যাথুস ৪০ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার রাবাদা, পিটারসন ও মহারাজ একটি করে উইকেট নিয়েছেন।
তার আগে ৩৫৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আগের দিনের ৭ উইকেটে ২৬৯ রান থেকে আজ আবার ব্যাটিংয়ে নামে তারা। বাকি তিন উইকেটে যোগ করেন ৮৯ রান। ৪৮ রানে অপরাজিত থাকা কাইল ভেরেইনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার লাহিরু কুমারা নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন আসিতা ফার্নান্দো।
আন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
৫ মিনিট আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৪১ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে