Ajker Patrika

প্রোটিয়াদের ভালোই জবাব দিয়ে দিন পার লঙ্কানদের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২: ১৮
প্রোটিয়াদের জবাব দিচ্ছে লঙ্কানরা। ছবি: এএফপি
প্রোটিয়াদের জবাব দিচ্ছে লঙ্কানরা। ছবি: এএফপি

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৫৮ রানের বিপরীতে আজ দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪২ রান তুলেছে লঙ্কানরা। স্বাগতিকদের চেয়ে ১১৬ রানে পিছিয়ে থেকে কাল আবারও মাঠে নামবে অতিথিরা।

দলকে সুবিধাজনক অবস্থায় রেখে কিছুটা আক্ষেপ নিয়ে ফেরেন শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিসাঙ্কা। ৮৯ রানে বোল্ড হন কেশভ মহারাজের বলে। ১৫৭ বলের ইনিংসে মেরেছেন ১১টি চার ও ১টি ছক্কা। ফেরেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। দিমুথ করুনারত্নে ও নিসাঙ্কা ওপেনিং জুটিতে তোলেন ৪১ রান। ২০ রানে কাগিসো রাবাদার শিকার হন করুনারত্নে।

দ্বিতীয় উইকেটে দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে ১০৯ রানের দারুণ এক জুটি গড়েন নিসাঙ্কা। ৪৪ রানে চান্দিমালকে ফিরিয়ে ড্যান পিটারসন ব্রেক-থ্রু এনে দেন প্রোটিয়াদের। দলীয় ১৫০ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। তারপর অ্যাঞ্জেলো ম্যাথুস ও নিসাঙ্কা দলের রান বাড়াতে থাকেন। সেঞ্চুরির পথে হাঁটছিলেন নিসাঙ্কা। কিন্তু দলীয় ১৯৯ রানে এই ওপেনার আউট হলে ভাঙে ৪৯ রানের জুটি।

চতুর্থ উইকেটে কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৪৩ রানে জুটিতে দিন পার করেছেন ম্যাথুস। কামিন্দু ৩০ ও ম্যাথুস ৪০ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার রাবাদা, পিটারসন ও মহারাজ একটি করে উইকেট নিয়েছেন।

তার আগে ৩৫৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আগের দিনের ৭ উইকেটে ২৬৯ রান থেকে আজ আবার ব্যাটিংয়ে নামে তারা। বাকি তিন উইকেটে যোগ করেন ৮৯ রান। ৪৮ রানে অপরাজিত থাকা কাইল ভেরেইনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার লাহিরু কুমারা নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন আসিতা ফার্নান্দো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত