ক্রীড়া ডেস্ক
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
এবারের পিএসএলে দুটি ভিন্ন দলের হয়ে খেলছেন রিশাদ ও হোল্ডার। রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ছিল পরশু রাতে করাচি কিংসের বিপক্ষে। আর হোল্ডারের ইসলামাবাদ ইউনাইটেড গত রাতে খেলেছে মুলতান সুলতানসের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন হোল্ডার। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন তিনি। ক্যারিবীয় এই অলরাউন্ডার বোলিং করেছেন ৭.১২ ইকোনমিতে।
মুলতান সুলতানসের বিপক্ষে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন হোল্ডার। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৭ নম্বরে ব্যাটিং করেছেন তিনি। ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন পুরো ৪ ওভার বোলিং করেই। ফিল্ডার হিসেবে ধরেছেন দুই ক্যাচ।
হোল্ডারের শীর্ষে ওঠার দিনে ইসলামাবাদ জিতেছে ৪৭ রানের বিশাল ব্যবধানে। প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ করেছে ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান। জবাবে মুলতান ১৮.৪ ওভারে ১৫৫ রানে অলআউট হয়েছে। ইসলামাবাদের ইমাদ ওয়াসিম, শাদাব খান নিয়েছেন ২ ও ১ উইকেট। হোল্ডারের পর সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে দুইয়ে চার ক্রিকেটার। রিশাদের সমান ৬ উইকেট পেলেও ইকোনমির কারণে এগিয়ে ইমাদ ও শাদাব। ইসলামাবাদের দুই স্পিনার ৭-এর কম ইকোনমিতে বোলিং করেছেন। বাংলাদেশি লেগ স্পিনারের ইকোনমি ৭.১২। ৬ উইকেট নেওয়া আরেক বোলার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার আহমেদ বোলিং করেছেন ৯.৩৭ ইকোনমিতে।
এবারের পিএসএলে রিশাদ শুধু একটা ম্যাচই একাদশে সুযোগ পাননি। ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচটাই হেরেছে লাহোর। কোয়েটা ও করাচির বিপক্ষে ৭৯ ও ৬৫ রানের বিশাল দুই জয়ে লাহোরের নেট রানরেট +২.০৫১। তিন ম্যাচের দুটিতে জিতে এখন লাহোরের ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। লাহোরের পরের ম্যাচ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।
২০২৫ পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলার
দল উইকেট ইকোনমি
জেসন হোল্ডার ইসলামাবাদ ৯ ৭.১০
ইমাদ ওয়াসিম ইসলামাবাদ ৬ ৬.৬৭
শাদাব খান ইসলামাবাদ ৬ ৬.৭৭
রিশাদ হোসেন লাহোর ৬ ৭.১২
আবরার আহমেদ কোয়েটা ৬ ৯.৩৭
*২০২৫-এর ১৬ এপ্রিল ইসলামাবাদ-মুলতান ম্যাচ পর্যন্ত
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
এবারের পিএসএলে দুটি ভিন্ন দলের হয়ে খেলছেন রিশাদ ও হোল্ডার। রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ছিল পরশু রাতে করাচি কিংসের বিপক্ষে। আর হোল্ডারের ইসলামাবাদ ইউনাইটেড গত রাতে খেলেছে মুলতান সুলতানসের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন হোল্ডার। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন তিনি। ক্যারিবীয় এই অলরাউন্ডার বোলিং করেছেন ৭.১২ ইকোনমিতে।
মুলতান সুলতানসের বিপক্ষে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন হোল্ডার। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৭ নম্বরে ব্যাটিং করেছেন তিনি। ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন পুরো ৪ ওভার বোলিং করেই। ফিল্ডার হিসেবে ধরেছেন দুই ক্যাচ।
হোল্ডারের শীর্ষে ওঠার দিনে ইসলামাবাদ জিতেছে ৪৭ রানের বিশাল ব্যবধানে। প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ করেছে ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান। জবাবে মুলতান ১৮.৪ ওভারে ১৫৫ রানে অলআউট হয়েছে। ইসলামাবাদের ইমাদ ওয়াসিম, শাদাব খান নিয়েছেন ২ ও ১ উইকেট। হোল্ডারের পর সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে দুইয়ে চার ক্রিকেটার। রিশাদের সমান ৬ উইকেট পেলেও ইকোনমির কারণে এগিয়ে ইমাদ ও শাদাব। ইসলামাবাদের দুই স্পিনার ৭-এর কম ইকোনমিতে বোলিং করেছেন। বাংলাদেশি লেগ স্পিনারের ইকোনমি ৭.১২। ৬ উইকেট নেওয়া আরেক বোলার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার আহমেদ বোলিং করেছেন ৯.৩৭ ইকোনমিতে।
এবারের পিএসএলে রিশাদ শুধু একটা ম্যাচই একাদশে সুযোগ পাননি। ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচটাই হেরেছে লাহোর। কোয়েটা ও করাচির বিপক্ষে ৭৯ ও ৬৫ রানের বিশাল দুই জয়ে লাহোরের নেট রানরেট +২.০৫১। তিন ম্যাচের দুটিতে জিতে এখন লাহোরের ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। লাহোরের পরের ম্যাচ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।
২০২৫ পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলার
দল উইকেট ইকোনমি
জেসন হোল্ডার ইসলামাবাদ ৯ ৭.১০
ইমাদ ওয়াসিম ইসলামাবাদ ৬ ৬.৬৭
শাদাব খান ইসলামাবাদ ৬ ৬.৭৭
রিশাদ হোসেন লাহোর ৬ ৭.১২
আবরার আহমেদ কোয়েটা ৬ ৯.৩৭
*২০২৫-এর ১৬ এপ্রিল ইসলামাবাদ-মুলতান ম্যাচ পর্যন্ত
৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে এ মাসে ভারতের সফরটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজ বোর্ড সভা শেষে সফরটা নিয়ে সংশয়ের কথা সরাসরি অস্বীকার করেননি। তিনি দাবি করেছেন, দুই বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।
৯ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো টেস্ট জয়ের রেকর্ড নেই জিম্বাবুয়ের। প্রোটিয়াদের সেই ঐতিহ্যে এবারও ছেদ ধরানো প্রায় অসম্ভব। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসেই ১৬৭ রানের লিড নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
১০ ঘণ্টা আগেএটা কেবল একটা ক্যাপ নয়। এ যেন এক জীবনের সারসংক্ষেপ—ঘাম, কষ্ট, গর্ব আর ইতিহাসের গায়ে লেখা নাম। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে ‘ব্যাগি গ্রিন’ তাই শুধু ক্যাপ নয়, একটা অদৃশ্য মুকুট। সেই মুকুটটাই হারিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। ব্রিজটন টেস্টে টস করতে নামার সময় ব্যাপারটা বোঝা
১১ ঘণ্টা আগেপ্রীতি ম্যাচ শেষে প্রবাসী ফুটবলারদের নিয়ে চলছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হঠাৎ করে গ্যালারি থেকে স্লোগান উঠল ‘ভুয়া, ভুয়া’। ডাগ আউটে বসে সেসবে কান দেননি জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।
১১ ঘণ্টা আগে