কোনো আইসিসি ইভেন্ট শুরু হলেই বাংলাদেশ দলকে নিয়ে শুরু হয় ভবিষ্যদ্বাণী। দল নিয়ে প্রত্যাশা কেমন—এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় ক্রিকেটার থেকে শুরু করে সবাইকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। বাংলাদেশ দল এবার কেমন করবে, তা বলতে পারছেন না তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২ জুন শুরু হয়ে গেছে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ সিরিজ হেরেছে। একমাত্র প্রস্তুতি ম্যাচেও ভারতের কাছে হেরেছে ৬০ রানে। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের গ্রুপে। ৮ জুন ডালাসে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ডালাসে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাসকিন। টুর্নামেন্টে বাংলাদেশ কেমন করবে, তা নিয়ে এই তারকা পেসার বলেন, ‘আসলে বলা কঠিন। প্রত্যাশা তো প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কমবেশি হয় একেক বিভাগে। ব্যাটিং-বোলিং কোথাও না কোথাও ভালো-মন্দ হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্রে সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি কীভাবে খেলতে হবে। আশা করি এগুলো আসন্ন ম্যাচগুলোয় সহায়তা করবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এ বছর ১১ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ। বোলাররা ছন্দে থাকলেও ব্যাটাররা ধারাবাহিক হতে পারছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ ৪২ রানে হারিয়েছে ১০ উইকেট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় ব্যাটারদের ব্যর্থতায়। নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ৪০, সাকিব আল হাসানের ২৮ রান—বাংলাদেশের এ দুই ব্যাটার ছাড়া আর কেউ বলার মতো পারফর্ম করতে পারেননি। তাসকিন তবু আশা রাখছেন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘প্রতিটি ম্যাচ একটা সুযোগ। বিশেষ করে বিশ্বকাপের মতো ম্যাচে তো আরও বেশি রোমাঞ্চ থাকে। আমরা বোলাররা সবাই কমবেশি ছন্দে আছি। বোলিং ইউনিট নিয়ে বড় চিন্তার কিছু নাই। আশা করি, যারা খেলবে সেরাটা দিতে পারলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। যদি আমরা মোটামুটি সংগ্রহ করতে পারি, ভালো কিছু সম্ভব। উইকেট লো স্কোরিং হবে।’
আরও পড়ুন:
কোনো আইসিসি ইভেন্ট শুরু হলেই বাংলাদেশ দলকে নিয়ে শুরু হয় ভবিষ্যদ্বাণী। দল নিয়ে প্রত্যাশা কেমন—এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় ক্রিকেটার থেকে শুরু করে সবাইকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। বাংলাদেশ দল এবার কেমন করবে, তা বলতে পারছেন না তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২ জুন শুরু হয়ে গেছে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ সিরিজ হেরেছে। একমাত্র প্রস্তুতি ম্যাচেও ভারতের কাছে হেরেছে ৬০ রানে। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের গ্রুপে। ৮ জুন ডালাসে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ডালাসে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাসকিন। টুর্নামেন্টে বাংলাদেশ কেমন করবে, তা নিয়ে এই তারকা পেসার বলেন, ‘আসলে বলা কঠিন। প্রত্যাশা তো প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কমবেশি হয় একেক বিভাগে। ব্যাটিং-বোলিং কোথাও না কোথাও ভালো-মন্দ হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্রে সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি কীভাবে খেলতে হবে। আশা করি এগুলো আসন্ন ম্যাচগুলোয় সহায়তা করবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এ বছর ১১ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ। বোলাররা ছন্দে থাকলেও ব্যাটাররা ধারাবাহিক হতে পারছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ ৪২ রানে হারিয়েছে ১০ উইকেট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় ব্যাটারদের ব্যর্থতায়। নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ৪০, সাকিব আল হাসানের ২৮ রান—বাংলাদেশের এ দুই ব্যাটার ছাড়া আর কেউ বলার মতো পারফর্ম করতে পারেননি। তাসকিন তবু আশা রাখছেন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘প্রতিটি ম্যাচ একটা সুযোগ। বিশেষ করে বিশ্বকাপের মতো ম্যাচে তো আরও বেশি রোমাঞ্চ থাকে। আমরা বোলাররা সবাই কমবেশি ছন্দে আছি। বোলিং ইউনিট নিয়ে বড় চিন্তার কিছু নাই। আশা করি, যারা খেলবে সেরাটা দিতে পারলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। যদি আমরা মোটামুটি সংগ্রহ করতে পারি, ভালো কিছু সম্ভব। উইকেট লো স্কোরিং হবে।’
আরও পড়ুন:
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে