ক্রীড়া ডেস্ক
নাহিদ রানার গতি ও বাউন্স সামলাতে গিয়ে ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর পূর্ণ না হতেই বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসও।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম কোনো আইসিসি ইভেন্ট। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক ইভেন্টে অভিষেক হয় তাঁর। কিউইদের ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলেই আইসিসি ইভেন্টে পেয়ে যান প্রথম উইকেট। নাহিদ রানার ঘণ্টায় ১৪৮.৯ কিলোমিটার গতির বল কাভার ড্রাইভ খেলতে গিয়ে কেইন উইলিয়ামসন কট বিহাইন্ড হয়েছেন। নিজের প্রথম দুই ওভারে ১১ রান খরচ করলেও ৯ ওভারে দিয়েছেন ৪৩ রান। তাঁর ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বলে বারবার পরাস্ত হয়েছেন কিউই ব্যাটাররা। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুমে’ আলোচনায় বসেন ওয়াসিম, ওয়াকার ইউনিস, নিখিল চোপড়া, অজয় জাদেজারা। নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়ে ওয়াকার বলেন, ‘নাহিদ রানা খুবই ভয়ংকর। পেসের সঙ্গে বাউন্স কাজে লাগিয়েছে। যে উইকেটটা নিয়েছে, সেটা মোকাবিলা করা কঠিন ছিল।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট সিরিজ বাংলাদেশ জিতেছে এই রাওয়ালপিন্ডিতে। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে তাসকিন আহমেদ, নাহিদ রানাদের গতিতে রীতিমতো খাবি খেয়েছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ছয় মাস পর গতকাল পরিচিত কন্ডিশনে তাসকিন, নাহিদ রানা আবারও দুর্দান্ত বোলিং করেছেন। দুই পেসার মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ ওভার বোলিং করে ৭১ রানে নিয়েছেন ২ উইকেট। তাসকিন ২ ওভার মেডেনও দিয়েছেন। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রশংসা করে ওয়াকার বলেন, ‘বাংলাদেশি পেসাররা দারুণ বোলিং করেছে। যেটা ওয়াসিম ভাই বললেন। রানার বোলিংয়ের পাশাপাশি তাসকিন তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। কোথায় বোলিং করতে হবে, সেটা সে বুঝতে পেরেছে।’
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরুর আগে থেকেই আলোচনায় নাহিদ রানা। দুবাইয়ে গত ১৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে একাধিক উত্তর দিতে হয়েছিল রানার প্রসঙ্গে। যদিও ভারতের বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি রানার। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলার সময় নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইরফান পাঠান লেখেন, ‘নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা এবং নির্ভরযোগ্য বোলার হতে পারে। উচ্চতার সঙ্গে গতি আছে তার। ক্রিকেটে তার শুরুটা হয়েছে দেরিতে, ক্রিকেট শুরু করেছেন দেরিতে, তার কোচদের এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।’
বাংলাদেশের জার্সিতে ১০ ম্যাচ খেলে নাহিদ রানা নিয়েছেন ২৫ উইকেট। যার মধ্যে টেস্টেই তাঁর উইকেট ২০ টি। জ্যামাইকায় গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন। প্রথমবারের মতো টেস্টে ইনিংসে ৫ উইকেট শিকারের দিন বাংলাদেশ জিতেছিল ১০১ রানে। ধারাভাষ্যকক্ষে থাকা ইয়ান বিশপ বলেছিলেন, ‘এটি রানার প্রাপ্য। রানার চমৎকার পারফরম্যান্স। ৪৫ নম্বর (রানার জার্সি নম্বর), সামনের বছরগুলোতে তার দিকে চোখ রাখুন।’
নাহিদ রানার গতি ও বাউন্স সামলাতে গিয়ে ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর পূর্ণ না হতেই বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসও।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম কোনো আইসিসি ইভেন্ট। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক ইভেন্টে অভিষেক হয় তাঁর। কিউইদের ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলেই আইসিসি ইভেন্টে পেয়ে যান প্রথম উইকেট। নাহিদ রানার ঘণ্টায় ১৪৮.৯ কিলোমিটার গতির বল কাভার ড্রাইভ খেলতে গিয়ে কেইন উইলিয়ামসন কট বিহাইন্ড হয়েছেন। নিজের প্রথম দুই ওভারে ১১ রান খরচ করলেও ৯ ওভারে দিয়েছেন ৪৩ রান। তাঁর ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বলে বারবার পরাস্ত হয়েছেন কিউই ব্যাটাররা। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুমে’ আলোচনায় বসেন ওয়াসিম, ওয়াকার ইউনিস, নিখিল চোপড়া, অজয় জাদেজারা। নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়ে ওয়াকার বলেন, ‘নাহিদ রানা খুবই ভয়ংকর। পেসের সঙ্গে বাউন্স কাজে লাগিয়েছে। যে উইকেটটা নিয়েছে, সেটা মোকাবিলা করা কঠিন ছিল।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট সিরিজ বাংলাদেশ জিতেছে এই রাওয়ালপিন্ডিতে। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে তাসকিন আহমেদ, নাহিদ রানাদের গতিতে রীতিমতো খাবি খেয়েছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ছয় মাস পর গতকাল পরিচিত কন্ডিশনে তাসকিন, নাহিদ রানা আবারও দুর্দান্ত বোলিং করেছেন। দুই পেসার মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ ওভার বোলিং করে ৭১ রানে নিয়েছেন ২ উইকেট। তাসকিন ২ ওভার মেডেনও দিয়েছেন। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রশংসা করে ওয়াকার বলেন, ‘বাংলাদেশি পেসাররা দারুণ বোলিং করেছে। যেটা ওয়াসিম ভাই বললেন। রানার বোলিংয়ের পাশাপাশি তাসকিন তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। কোথায় বোলিং করতে হবে, সেটা সে বুঝতে পেরেছে।’
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরুর আগে থেকেই আলোচনায় নাহিদ রানা। দুবাইয়ে গত ১৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে একাধিক উত্তর দিতে হয়েছিল রানার প্রসঙ্গে। যদিও ভারতের বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি রানার। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলার সময় নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইরফান পাঠান লেখেন, ‘নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা এবং নির্ভরযোগ্য বোলার হতে পারে। উচ্চতার সঙ্গে গতি আছে তার। ক্রিকেটে তার শুরুটা হয়েছে দেরিতে, ক্রিকেট শুরু করেছেন দেরিতে, তার কোচদের এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।’
বাংলাদেশের জার্সিতে ১০ ম্যাচ খেলে নাহিদ রানা নিয়েছেন ২৫ উইকেট। যার মধ্যে টেস্টেই তাঁর উইকেট ২০ টি। জ্যামাইকায় গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন। প্রথমবারের মতো টেস্টে ইনিংসে ৫ উইকেট শিকারের দিন বাংলাদেশ জিতেছিল ১০১ রানে। ধারাভাষ্যকক্ষে থাকা ইয়ান বিশপ বলেছিলেন, ‘এটি রানার প্রাপ্য। রানার চমৎকার পারফরম্যান্স। ৪৫ নম্বর (রানার জার্সি নম্বর), সামনের বছরগুলোতে তার দিকে চোখ রাখুন।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২০ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে