ক্রীড়া ডেস্ক
নাহিদ রানার গতি ও বাউন্স সামলাতে গিয়ে ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর পূর্ণ না হতেই বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসও।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম কোনো আইসিসি ইভেন্ট। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক ইভেন্টে অভিষেক হয় তাঁর। কিউইদের ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলেই আইসিসি ইভেন্টে পেয়ে যান প্রথম উইকেট। নাহিদ রানার ঘণ্টায় ১৪৮.৯ কিলোমিটার গতির বল কাভার ড্রাইভ খেলতে গিয়ে কেইন উইলিয়ামসন কট বিহাইন্ড হয়েছেন। নিজের প্রথম দুই ওভারে ১১ রান খরচ করলেও ৯ ওভারে দিয়েছেন ৪৩ রান। তাঁর ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বলে বারবার পরাস্ত হয়েছেন কিউই ব্যাটাররা। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুমে’ আলোচনায় বসেন ওয়াসিম, ওয়াকার ইউনিস, নিখিল চোপড়া, অজয় জাদেজারা। নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়ে ওয়াকার বলেন, ‘নাহিদ রানা খুবই ভয়ংকর। পেসের সঙ্গে বাউন্স কাজে লাগিয়েছে। যে উইকেটটা নিয়েছে, সেটা মোকাবিলা করা কঠিন ছিল।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট সিরিজ বাংলাদেশ জিতেছে এই রাওয়ালপিন্ডিতে। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে তাসকিন আহমেদ, নাহিদ রানাদের গতিতে রীতিমতো খাবি খেয়েছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ছয় মাস পর গতকাল পরিচিত কন্ডিশনে তাসকিন, নাহিদ রানা আবারও দুর্দান্ত বোলিং করেছেন। দুই পেসার মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ ওভার বোলিং করে ৭১ রানে নিয়েছেন ২ উইকেট। তাসকিন ২ ওভার মেডেনও দিয়েছেন। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রশংসা করে ওয়াকার বলেন, ‘বাংলাদেশি পেসাররা দারুণ বোলিং করেছে। যেটা ওয়াসিম ভাই বললেন। রানার বোলিংয়ের পাশাপাশি তাসকিন তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। কোথায় বোলিং করতে হবে, সেটা সে বুঝতে পেরেছে।’
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরুর আগে থেকেই আলোচনায় নাহিদ রানা। দুবাইয়ে গত ১৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে একাধিক উত্তর দিতে হয়েছিল রানার প্রসঙ্গে। যদিও ভারতের বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি রানার। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলার সময় নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইরফান পাঠান লেখেন, ‘নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা এবং নির্ভরযোগ্য বোলার হতে পারে। উচ্চতার সঙ্গে গতি আছে তার। ক্রিকেটে তার শুরুটা হয়েছে দেরিতে, ক্রিকেট শুরু করেছেন দেরিতে, তার কোচদের এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।’
বাংলাদেশের জার্সিতে ১০ ম্যাচ খেলে নাহিদ রানা নিয়েছেন ২৫ উইকেট। যার মধ্যে টেস্টেই তাঁর উইকেট ২০ টি। জ্যামাইকায় গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন। প্রথমবারের মতো টেস্টে ইনিংসে ৫ উইকেট শিকারের দিন বাংলাদেশ জিতেছিল ১০১ রানে। ধারাভাষ্যকক্ষে থাকা ইয়ান বিশপ বলেছিলেন, ‘এটি রানার প্রাপ্য। রানার চমৎকার পারফরম্যান্স। ৪৫ নম্বর (রানার জার্সি নম্বর), সামনের বছরগুলোতে তার দিকে চোখ রাখুন।’
নাহিদ রানার গতি ও বাউন্স সামলাতে গিয়ে ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর পূর্ণ না হতেই বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসও।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম কোনো আইসিসি ইভেন্ট। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক ইভেন্টে অভিষেক হয় তাঁর। কিউইদের ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলেই আইসিসি ইভেন্টে পেয়ে যান প্রথম উইকেট। নাহিদ রানার ঘণ্টায় ১৪৮.৯ কিলোমিটার গতির বল কাভার ড্রাইভ খেলতে গিয়ে কেইন উইলিয়ামসন কট বিহাইন্ড হয়েছেন। নিজের প্রথম দুই ওভারে ১১ রান খরচ করলেও ৯ ওভারে দিয়েছেন ৪৩ রান। তাঁর ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বলে বারবার পরাস্ত হয়েছেন কিউই ব্যাটাররা। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুমে’ আলোচনায় বসেন ওয়াসিম, ওয়াকার ইউনিস, নিখিল চোপড়া, অজয় জাদেজারা। নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়ে ওয়াকার বলেন, ‘নাহিদ রানা খুবই ভয়ংকর। পেসের সঙ্গে বাউন্স কাজে লাগিয়েছে। যে উইকেটটা নিয়েছে, সেটা মোকাবিলা করা কঠিন ছিল।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট সিরিজ বাংলাদেশ জিতেছে এই রাওয়ালপিন্ডিতে। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে তাসকিন আহমেদ, নাহিদ রানাদের গতিতে রীতিমতো খাবি খেয়েছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ছয় মাস পর গতকাল পরিচিত কন্ডিশনে তাসকিন, নাহিদ রানা আবারও দুর্দান্ত বোলিং করেছেন। দুই পেসার মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ ওভার বোলিং করে ৭১ রানে নিয়েছেন ২ উইকেট। তাসকিন ২ ওভার মেডেনও দিয়েছেন। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রশংসা করে ওয়াকার বলেন, ‘বাংলাদেশি পেসাররা দারুণ বোলিং করেছে। যেটা ওয়াসিম ভাই বললেন। রানার বোলিংয়ের পাশাপাশি তাসকিন তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। কোথায় বোলিং করতে হবে, সেটা সে বুঝতে পেরেছে।’
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরুর আগে থেকেই আলোচনায় নাহিদ রানা। দুবাইয়ে গত ১৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে একাধিক উত্তর দিতে হয়েছিল রানার প্রসঙ্গে। যদিও ভারতের বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি রানার। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলার সময় নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইরফান পাঠান লেখেন, ‘নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা এবং নির্ভরযোগ্য বোলার হতে পারে। উচ্চতার সঙ্গে গতি আছে তার। ক্রিকেটে তার শুরুটা হয়েছে দেরিতে, ক্রিকেট শুরু করেছেন দেরিতে, তার কোচদের এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।’
বাংলাদেশের জার্সিতে ১০ ম্যাচ খেলে নাহিদ রানা নিয়েছেন ২৫ উইকেট। যার মধ্যে টেস্টেই তাঁর উইকেট ২০ টি। জ্যামাইকায় গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন। প্রথমবারের মতো টেস্টে ইনিংসে ৫ উইকেট শিকারের দিন বাংলাদেশ জিতেছিল ১০১ রানে। ধারাভাষ্যকক্ষে থাকা ইয়ান বিশপ বলেছিলেন, ‘এটি রানার প্রাপ্য। রানার চমৎকার পারফরম্যান্স। ৪৫ নম্বর (রানার জার্সি নম্বর), সামনের বছরগুলোতে তার দিকে চোখ রাখুন।’
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে