Ajker Patrika

ইব্রাহিমের ইতিহাস গড়া সেঞ্চুরিতে আফগানদের রেকর্ড সংগ্রহ

ইব্রাহিমের ইতিহাস গড়া সেঞ্চুরিতে আফগানদের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পথে আরও একধাপ এগিয়ে যাবে আফগানিস্তান। আর অজিরা জিতলে তো কথায় নেই; সরাসরি শেষ চারে। এমন টিকে থাকার লড়াইয়ে ইতিহাসটা গড়লেন ইব্রাহিম জাদরান। আফগানরাও পেল ৫ উইকেটে ২৯১ রানের সংগ্রহ। অজিদের বিপক্ষে এটিই আফগানদের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। বিশ্বকাপেও এটি তাদের সর্বোচ্চ ইনিংস।

তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলছে আফগানিস্তান। এই আসরে এবারই তারা পেল ব্যক্তিগত সেঞ্চুরির দেখা। প্রথম আফগান হিসেবে ওয়ানে বিশ্বকাপে সেঞ্চুরি করলেন ইব্রাহিম। সঙ্গে ছুঁয়েছেন কয়েকটি মাইলফলকও।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৬টি ওয়ানডে সেঞ্চুরি আছেন মোহাম্মদ শেহজাদের। পাঁচটি সেঞ্চুরি ছিল রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহর। এবার তাঁদের পাশে বসলেন ইব্রাহিমও। সেই সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে কমবয়সী হিসেবে সেঞ্চুরি পাওয়ার তালিকায় তাঁর অবস্থান চারে। আজ মুম্বাইয়ে অজিদের বিপক্ষে সেঞ্চুরির সময় তাঁর বয়স ২১ বছর ৩৩০ দিন।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগানরা প্রথম উইকেট হারায় দলীয় ৩৮ রানে। জশ হ্যাজলউডের বলে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ (২১)। এরপর রহমত শাহর (৩০) সঙ্গে ৮০ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির (২৬) সঙ্গে ৫২ রানের জুটি গড়ে দলকে নিয়ে এগোতে থাকেন আরেক ওপেনার ইব্রাহিম। এরপর সঙ্গটা নেন আজমতউল্লাহ ওমরজাই (২২) ও মোহাম্মদ নবীর (১২) সঙ্গে।

ইব্রাহিম অপরাজিত থাকেন ১৪৩ বলে ১২৯ রানে। তাঁর ইনিংসে ছিল ৮ চার ও ৩ ছয়। শেষ দিকে ১৮ বলে ৩৫ রানের ক্যামিও উপহার দেন আরেক অপরাজিত ব্যাটার রশিদ খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত