সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিলেটে ২২ মার্চ থেকে শুরু প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে চমক নাহিদ রানা। প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেলেন ২১ বছর বয়সী এই পেসার। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। যেখানে ১৫ ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন তিনি।
নাহিদকে টেস্ট দলে নেওয়া নিয়ে বিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করি, প্রথম টেস্টের জন্য ঘোষিত দল ভারসাম্যপূর্ণ হয়েছে। নবাগত নাহিদ রানার অন্তর্ভূক্তি আমাদের টেস্ট দলকে বেশ স্থির করেছে।’ নাহিদকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষী বিসিবি। তাঁকে ‘সম্ভাবনাময়’ উল্লেখ করে বিবৃতিতে তাঁকে আরও বলা হয়, তিনি ‘এই মুহূর্তে বাংলাদেশের দ্রুততম বোলার।’
আজ লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরায় এ ম্যাচ খেলা হয়নি লিটন দাসের। তৃতীয় ওয়ানডের আগে দল থেকেই বাদ পড়েন তিনি। তবে সিরিজের প্রথম টেস্টের দলে আছেন লিটন। তাঁর টেস্ট দলে ফেরা নিয়ে বিসিবির ব্যাখ্যা, ‘ছুটি নেওয়ায় গত টেস্ট মিস করার পর লিটন ফিরেছে। সব বিভাগের বেকআপ রাখা হয়েছে।’
লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হয়েছিল সিলেটে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। টেস্ট সিরিজ দিয়ে আবারও দুই দল ফিরছে চায়ের দেশে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। এই টেস্ট দিয়ে দুই দল ফিরবে চট্টগ্রামে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।
সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিলেটে ২২ মার্চ থেকে শুরু প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে চমক নাহিদ রানা। প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেলেন ২১ বছর বয়সী এই পেসার। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। যেখানে ১৫ ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন তিনি।
নাহিদকে টেস্ট দলে নেওয়া নিয়ে বিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করি, প্রথম টেস্টের জন্য ঘোষিত দল ভারসাম্যপূর্ণ হয়েছে। নবাগত নাহিদ রানার অন্তর্ভূক্তি আমাদের টেস্ট দলকে বেশ স্থির করেছে।’ নাহিদকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষী বিসিবি। তাঁকে ‘সম্ভাবনাময়’ উল্লেখ করে বিবৃতিতে তাঁকে আরও বলা হয়, তিনি ‘এই মুহূর্তে বাংলাদেশের দ্রুততম বোলার।’
আজ লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরায় এ ম্যাচ খেলা হয়নি লিটন দাসের। তৃতীয় ওয়ানডের আগে দল থেকেই বাদ পড়েন তিনি। তবে সিরিজের প্রথম টেস্টের দলে আছেন লিটন। তাঁর টেস্ট দলে ফেরা নিয়ে বিসিবির ব্যাখ্যা, ‘ছুটি নেওয়ায় গত টেস্ট মিস করার পর লিটন ফিরেছে। সব বিভাগের বেকআপ রাখা হয়েছে।’
লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হয়েছিল সিলেটে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। টেস্ট সিরিজ দিয়ে আবারও দুই দল ফিরছে চায়ের দেশে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। এই টেস্ট দিয়ে দুই দল ফিরবে চট্টগ্রামে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে