নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
গত কয়েক বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন তাসকিন আহমেদ। সেটা তাসকিনের ক্রিকেটীয় চিন্তাভাবনা থেকে মাঠের পারফরম্যান্সে প্রতীয়মান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যর্থতার মাঝেও তাঁকে আলাদা করা যাচ্ছে ভালোভাবেই।
বোলিং তো আছেই, ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও তাসকিন দলে এখন দারুণ ভূমিকা রাখছেন। ঢাকায় প্রথম দুই ওয়ানডেতে তাঁর দুর্দান্ত বোলিং পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আগামীকাল চট্টগ্রামে শেষ ওয়ানডে সামনে রেখে সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে ইংলিশদের মুগ্ধতার কথা জানিয়ে গেলেন পেসার মার্ক উড।
এই ইংলিশ পেসার বলেছেন, ‘তাসকিন অসাধারণ। আমি মনে হয়, সে শুধু আমার না, পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আমাদের দলের সবাই বলছে, সে কতটা ভালো কতটা ও কতটা দ্রুত গতিতে বোলিং করেছে। ক্রমাগত গুড লেংথে বোলিং করেছে সে।’
বাংলাদেশের উইকেটে কীভাবে বোলিং করতে হয়, প্রথম ওয়ানডেতে তাসকিন সেটা করে দেখিয়েছেন জানিয়ে উড আরও বলেন, ‘প্রথম ম্যাচে সে আমাদের পেসারদের দেখিয়েছে, আসলে কোথায় বল করতে হবে। আমার তার বোলিং থেকে অনেক কিছু নিয়েছি, আমি, জফরা ও ওকসি (ক্রিস ওকস)। সে যে জায়গায় বোলিং করেছে, আমাদের অনেক চাপে ফেলেছে। সে শুধু উইকেট না, কিপটে বোলিং করেছে। অসম্ভব দুর্দান্ত। সে কতটা ভালো বোলিং করেছে, আমাদের ব্যাটাররাও তাকে নিয়ে বলেছে। আশা করি, আমি তাকে খারাপ করতে দেখব না। কিন্তু সে যেন এই ম্যাচে (আগামীকাল শেষ ওয়ানডেতে) বেশি উইকেট না পায়।’
গত কয়েক বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন তাসকিন আহমেদ। সেটা তাসকিনের ক্রিকেটীয় চিন্তাভাবনা থেকে মাঠের পারফরম্যান্সে প্রতীয়মান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যর্থতার মাঝেও তাঁকে আলাদা করা যাচ্ছে ভালোভাবেই।
বোলিং তো আছেই, ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও তাসকিন দলে এখন দারুণ ভূমিকা রাখছেন। ঢাকায় প্রথম দুই ওয়ানডেতে তাঁর দুর্দান্ত বোলিং পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আগামীকাল চট্টগ্রামে শেষ ওয়ানডে সামনে রেখে সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে ইংলিশদের মুগ্ধতার কথা জানিয়ে গেলেন পেসার মার্ক উড।
এই ইংলিশ পেসার বলেছেন, ‘তাসকিন অসাধারণ। আমি মনে হয়, সে শুধু আমার না, পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আমাদের দলের সবাই বলছে, সে কতটা ভালো কতটা ও কতটা দ্রুত গতিতে বোলিং করেছে। ক্রমাগত গুড লেংথে বোলিং করেছে সে।’
বাংলাদেশের উইকেটে কীভাবে বোলিং করতে হয়, প্রথম ওয়ানডেতে তাসকিন সেটা করে দেখিয়েছেন জানিয়ে উড আরও বলেন, ‘প্রথম ম্যাচে সে আমাদের পেসারদের দেখিয়েছে, আসলে কোথায় বল করতে হবে। আমার তার বোলিং থেকে অনেক কিছু নিয়েছি, আমি, জফরা ও ওকসি (ক্রিস ওকস)। সে যে জায়গায় বোলিং করেছে, আমাদের অনেক চাপে ফেলেছে। সে শুধু উইকেট না, কিপটে বোলিং করেছে। অসম্ভব দুর্দান্ত। সে কতটা ভালো বোলিং করেছে, আমাদের ব্যাটাররাও তাকে নিয়ে বলেছে। আশা করি, আমি তাকে খারাপ করতে দেখব না। কিন্তু সে যেন এই ম্যাচে (আগামীকাল শেষ ওয়ানডেতে) বেশি উইকেট না পায়।’
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
২৩ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে