Ajker Patrika

বাংলাদেশের ৩০০ পেরানোর সামর্থ্য আছে, দাবি কোচের

অনলাইন ডেস্ক
সংবাদ সম্মেলনে ফিল সিমন্স। ছবি: এএফপি
সংবাদ সম্মেলনে ফিল সিমন্স। ছবি: এএফপি

ইসলামাবাদের টিম হোটেলে বসেই বাংলাদেশ দল দেখেছে গতকালের ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ। লাহোরে ৭০০ ‍+ রানের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রানের বড় লক্ষ্য অস্ট্রেলিয়া টপকেছে ১৫ বল আর ৫ উইকেট হাতে রেখে। বাংলাদেশ কোচ ফিল সিমন্স নিজেই পরশুর ম্যাচের উদাহরণ টেনে বলতে চাইলেন, রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটে ভিন্ন কোনো ছবি নয়, বরং রান উৎসবই প্রত্যাশা করছেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে আজ নিউজিল্যান্ডকে হারাতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে নিতে হবে রান উৎসবে জেতার এই চ্যালেঞ্জটাই। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত রাওয়ালপিন্ডিতে কোনো ম্যাচ হয়নি। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এ মাঠে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা। এ মাঠে হওয়া সবশেষ ওয়ানডে সিরিজেও ছিল নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজেও রানের বন্যাই দেখা গিয়েছিল। রাতে ফ্লাডলাইটের আলোয় ঠান্ডা কন্ডিশন হাসি ফোটাতে পারে ফাস্ট বোলারদের মুখে। তবে পরিসংখ্যান বলছে, রাওয়ালপিন্ডিতে রান উৎসবই শেষ কথা।

কিন্তু বাংলাদেশের কি ৩০০ পেরোনো স্কোর গড়ার সামর্থ্য রাখে? পরিসংখ্যানে চোখ রেখে বাংলাদেশ কোচ বলেন, ‘এটা বড় স্কোর গড়ার মাঠ। গতকাল (পরশু) দেখেছি লাহোরে কী রানটা হয়েছে। এখানে বড় স্কোরই দেখছি। ৩০০ পেরোনো স্কোর গড়তে হবে। আমাদের সেই সামর্থ্য আছে। আমাদের খেলা গত পাঁচ ওয়ানডে দেখুন, দুটিতেই ৩০০ পেরোনো স্কোর গড়েছি। আমাদের সামর্থ্য আছে। গত দুই ম্যাচে আমরা ভালো শুরু পাইনি। যদি ভালো শুরু করতে পারি, তাহলেই বড় স্কোর গড়া সম্ভব।’

আজ রাওয়ালপিন্ডির সংবাদ সম্মেলনে বাংলাদেশের এক সাংবাদিক অবশ্য মনে করিয়ে দিয়েছেন, সবশেষ ৫ ম্যাচে বড় স্কোর গড়লেও একটা ম্যাচও বাংলাদেশ জেতেনি। পাল্টা যুক্তি হিসেবে সিমন্স বলেন, ‘৩০০ করলেই তো হয় না। প্রতিপক্ষকে আটকাতেও হয়। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো ব্যাটিং করেছে। আমরা ৩০০ করেছি, কিন্তু তারা ৩০০ পেরোনো রান করেছে। এটাই খেলা, তাদের আটকাতেও তো হবে। আমাদের বোলিং ভালো হয়নি ওই ম্যাচগুলোয়।’

কাল রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে বড় স্কোর গড়তে হলে কিংবা বড় লক্ষ্য তাড়া করতে হলে টপ অর্ডারকে আগে জ্বলে উঠতে হবে। গত ৫ ওয়ানডেতে যে কটিতে ৩০০ রান হয়েছিল, সেটি মিডল কিংবা লোয়ার অর্ডার ব্যাটারদের সৌজন্যে। বাংলাদেশের টপ অর্ডার আরও চিন্তা বাড়িয়েছে, দুবাইয়ে ভারতের বিপক্ষে ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে।

যদিও বাংলাদেশের টপ অর্ডার নিয়ে চিন্তিত নন কোচ সিমন্স, ‘আমি তাঁদের ফর্ম নিয়ে চিন্তিত নই। যে রকম খেলছি, প্রথম ১০ ওভারে সেটার চেয়ে ভালো করতে হবে। যেটা বললেন, মিডল আর লোয়ার অর্ডার খুব ভালো করছে। টপ অর্ডারের ব্যাটারদের জ্বলে উঠতে হবে এখন। বিশেষ করে প্রথম ১০-১৫  ওভার পর্যন্ত।’

নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে এবং অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম ম্যাচেও তারা পাকিস্তানের বিপক্ষে জিতে আছে ফুরফুরে মেজাজে। তবে বাংলাদেশকে খেলতে হচ্ছে চাপে থেকেই। সিমন্স বলেন, ‘এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই চাপপূর্ণ। বিশ্বের শীর্ষ আটটি দল খেলে থাকে এখানে এবং প্রতিটি ম্যাচই কঠিন হবে। হ্যাঁ, তারা (নিউজিল্যান্ড) ভালো খেলেছে, কিন্তু আগামীকাল নতুন দিন, তাই আমরা নিশ্চিত করব তারা যেন আগের মতো ভালো খেলতে না পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত