Ajker Patrika

‘অন্ধ হলেও সাকিব বোলিং করতে পারবে’

‘অন্ধ হলেও সাকিব বোলিং করতে পারবে’

চোখের সমস্যায় সাকিব আল হাসান ভুগছেন গত বছর থেকেই। সেই অবস্থাতেই খেলে গেছেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপ। অবস্থার উন্নতি হয়নি ২০২৪ সালে এলেও। এবারের বিপিএলের আগে ও চলার সময় তাঁকে ডাক্তার দেখাতে যেতে হয়েছে লন্ডন ও সিঙ্গাপুরে। তবে জিমি নিশামের মতে, সাকিবের কাছে এটা কোনো বাধাই নয়। 

ডাক্তার দেখিয়েও যে চোখের সমস্যার সমাধান হয়নি সাকিবের। রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারেননি এক ম্যাচ। এমনকি দুই ম্যাচ রংপুর পেয়েছে ‘অর্ধেক’ সাকিবকে। একাদশে থাকলেও ব্যাটিংয়ে তাঁর নামা হয়নি। রংপুরের ৯ ম্যাচের মধ্যে যে ৮ ম্যাচ তিনি খেলেছেন, প্রতিটিতেই বোলিং করেছেন। ৬.২৩ ইকোনমিতে নিয়েছেন ১৩ উইকেট। এখনো পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সাকিব যৌথভাবে দ্বিতীয় তাঁরই রংপুর সতীর্থ শেখ মেহেদী হাসান। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। ম্যাচের আগে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রংপুরের জিমি নিশাম। সেখানে নিশামকে প্রশ্ন করা হয়েছিল যে এক চোখে খেলা সাকিবের জন্য সহজ কি না। কিউই অলরাউন্ডার তখন বলেন, ‘সম্ভবত তাই। যদি সে অন্ধও হয় ও চোখে দেখতেও না পায়, তবু বোলিং করতে পারবে।’

এবারের বিপিএলে নিজে প্রথম তিন ম্যাচে সাকিব যে ব্যাটিং করেন, তখন সব মিলে তাঁর রান ছিল ৪। যার মধ্যে একটা গোল্ডেন ডাকও রয়েছে। এরপরই তিনি ঘুরে দাড়িয়েছেন দুর্দান্তভাবে। দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্সের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচে সাকিব করেন ৩৪,২৭ ও ৬৯ রান। যার মধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ৩১ বলে করেন ৬৯ রান। ৬টি করে চার ও ছক্কা মারেন। নিশাম বলেন, ‘আমার মনে হয়, এক চোখে সাকিবের পারফরম্যান্স করাটা আরও সহজ হবে। সে একচোখেও ভালো খেলবে। সে সবসময় একজন দারুণ ক্রিকেটার। আমি আসলে জানি না, ওর চোখে কী হয়েছে। তবে সে দারুণ পারফর্ম করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত