Ajker Patrika

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ থেকে সরে যাচ্ছেন শোয়েব

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৮: ১৮
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ থেকে সরে যাচ্ছেন শোয়েব

চলতি বছরের শেষে শোয়েব আখতারের আত্মজীবনী ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ মুক্তি পাওয়ার কথা। তবে আত্মজীবনী থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি এই পেসার।

গতকাল টুইটারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আখতার। এমনকি সিনেমা প্রস্তুতকারকদের এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। পাকিস্তানের পেসার টুইট করেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা তৈরির সঙ্গে যারা রয়েছেন, তাদের সঙ্গে আমি চুক্তি বাতিল করেছি। যদি তারা আত্মজীবনী বানায় অথবা আমার নাম ব্যবহার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

 ১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শোয়েব আখতার। পাকিস্তানের জার্সিতে ৪৬ টেস্ট, ১৫৮ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২১৯ ম্যাচে ২৫.০২ বোলিং গড়ে নিয়েছেন ৪৩৮ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১৬ বার আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুইবার। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানিদের মধ্যে উইকেট শিকারীর তালিকায় সাত নম্বরে আছেন তিনি। সবচেয়ে বেশি ২৪১ উইকেট নিয়েছেন ওয়ানডেতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত