Ajker Patrika

সৌরভ-আজহারকে ছাড়িয়ে জয়সওয়াল এখন তাড়া করছেন রোহিত-ধাওয়ানদের 

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৬: ৩১
সৌরভ-আজহারকে ছাড়িয়ে জয়সওয়াল এখন তাড়া করছেন রোহিত-ধাওয়ানদের 

অভিষেক টেস্টে সেঞ্চুরি স্বপ্নের চেয়েও বড় কিছু। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হওয়া যশস্বী জয়সওয়াল গতকাল ছুঁয়েছেন তিন অঙ্ক। তাতে কিংবদন্তি ক্রিকেটারদের তো জয়সওয়াল ছাড়িয়ে গেছেনই, ভারতের তরুণ এই বাঁহাতি ব্যাটার আরও রেকর্ড ভাঙার অপেক্ষায় আছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডমিনিকায় সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে পরশু। প্রথম দিন ৪০ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছিলেন জয়সওয়াল। শুরু থেকেই ধীরস্থির ব্যাটিং করেছেন ভারতীয় এই ওপেনার। ২১৫ বলে ক্যারিয়ারের প্রথম টেস্টেই সেঞ্চুরি তুলেছেন ভারতীয় এই ব্যাটার। ভারতের ১৭তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। আর ভারতীয় ওপেনারদের মধ্যে তৃতীয়। দুর্দান্ত এই সেঞ্চুরির পর সামাজিক মাধ্যমে জয়সওয়াল বেশ প্রশংসিত হয়েছেন। মাইকেল ভন টুইট করেছেন, ‘সে মহাতারকা হতে চলেছে। টেস্টে ১ ইনিংস খেলেছে। এরই মধ্যে সেঞ্চুরি।’ টুইটারে কামরান আকমল লিখেছেন, ‘স্বপ্নের মতো অভিষেক হয়েছে। অভিষেকে দুর্দান্ত সেঞ্চুরি।’

সেঞ্চুরি করেই জয়সওয়াল থেমে থাকেননি, ভারতীয় এই তরুণ ব্যাটার ভেঙেছেন সৌরভ গাঙ্গুলি, মোহাম্মদ আজহারউদ্দিনদের মতো তারকাদের রেকর্ড। ৩৫০ বলে ১৪৩ রানে এখনো অপরাজিত আছেন জয়সওয়াল, যা ভারতীয়দের মধ্যে অভিষেক টেস্টে তৃতীয় সর্বোচ্চ। ১৮৭ ও ১৭৭ রান করে প্রথম ও দ্বিতীয় শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। যেভাবে মাটি আকড়ে পড়ে থেকে ব্যাটিং করছেন জয়সওয়াল, তাতে আজ ধাওয়ান-রোহিতদের রেকর্ড ভেঙে যাওয়া অসম্ভব নয়। ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ রান করেন, যা ভারতীয়দের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। আর কলকাতার ইডেন গার্ডেনসে ১৯৮৪ সালে ১১০ রান করেছেন আজহারউদ্দিন। এই তালিকায় তিনি আছেন ১২ নম্বরে। 

টেস্ট অভিষেকে সর্বোচ্চ রান করা শীর্ষ ছয় ভারতীয় ব্যাটার: 
শিখর ধাওয়ান: ১৮৭; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: মোহালি; ২০১৩ 
রোহিত শর্মা: ১৭৭; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ভেন্যু: কলকাতা; ২০১৩ 
যশস্বী জয়সওয়াল: ১৪৩ (এখনো ব্যাটিং করছেন) ; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ভেন্যু: ডমিনিকা; ২০২৩ 
গুন্ডাপ্পা বিশ্বনাথ: ১৩৭; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: কানপুর; ১৯৬৯ 
পৃথ্বী শ: ১৩৪; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ভেন্যু: রাজকোট; ২০১৮ 
সৌরভ গাঙ্গুলি: ১৩১; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: লর্ডস; ১৯৯৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত