ক্রীড়া ডেস্ক
এমনভাবে ব্যাটিং লাইনআপ হুড়মুড়ে ভেঙে পড়তে আগে দেখা গেছে কি ক্রিকেটে? ১ রান নিতেই ৮ উইকেট হারানো! অবিশ্বাস্যই বটে। এমন অবিশ্বাস্য কাণ্ডটি ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের এক ম্যাচে।
পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ ওয়ানডে কাপে টসে হারের পর ব্যাটিংয়ে নেমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সবাইকে এমন অবাক করবে কে জানত! ২ উইকেটে ৫২ রান করে ফেলেছিল তার। কিন্তু এরপর আর এগোতেই পারেনি!
স্কোরবোর্ডে ১ রান জমা করতেই শেষ ৮ উইকেট হারিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। পার্থের সবুজ বাউন্সি পিচে তাসমানিয়ার বোলারদের সামনে হুড়মুড় করে ভেঙে পড়ে দলটির ব্যাটিং লাইন আপ। রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, জাই রিচার্ডসনের মতন পরিচিত ক্রিকেটাররা। টপ অর্ডারের প্রথম চারজন—অ্যারন হার্ডি (৭), ডি’আর্কি শর্ট (২২), ক্যামেরন ব্যানক্রফট (১৪) ও উইকেটরক্ষক জশ ইংলিশ (১) ছাড়া আর সবাই ফিরেছেন ডাক মেরে। শেষ ব্যাটার ল্যান্স মরিস অবশ্য অপরাজিত থেকে মাঠ ছাড়লেও বলের মুখোমুখি হতে হয়নি।
এটিই টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০০৩ সালে এই তাসমানিয়ার বিপক্ষেই ৫১ রানে গুটিয়ে গিয়েছিল সাউথ অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে এটিই সবচেয়ে লজ্জাজনক ৮ উইকেটের ধস। অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ ক্রিকেটে শেষ সাত ব্যাটার শূন্য হাতে ফেরার এটিই একমাত্র রেকর্ড। এর আগে ২০০২-০৩ মৌসুমে ভিক্টোরিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার শেষ সাত ব্যাটারের ইনিংস ছিল এমন—১, ৫, ০, ০, ০, ৮, ০। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেষ সাত ব্যাটারের মোট রানে এটিই ছিল এত দিন সর্বনিম্ন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেষ রানটি এসেছে ওয়াইড থেকে। ২০.১ ওভারেই ৫৩ রানে গুটিয়ে যায় তারা। তাদের এই হাল করেছেন স্পিনার বিউ ওয়েবস্টার। ৬ ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। ৩ উইকেট নিয়েছেন পেসার বিলি স্টানলেক। ১ উইকেট আরেক পেসার টম রজার্সের। লক্ষ্য তাড়ায় ২৪৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তাসমানিয়া। ৩ উইকেটে তারা করে ৫৫ রান।
এমনভাবে ব্যাটিং লাইনআপ হুড়মুড়ে ভেঙে পড়তে আগে দেখা গেছে কি ক্রিকেটে? ১ রান নিতেই ৮ উইকেট হারানো! অবিশ্বাস্যই বটে। এমন অবিশ্বাস্য কাণ্ডটি ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের এক ম্যাচে।
পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ ওয়ানডে কাপে টসে হারের পর ব্যাটিংয়ে নেমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সবাইকে এমন অবাক করবে কে জানত! ২ উইকেটে ৫২ রান করে ফেলেছিল তার। কিন্তু এরপর আর এগোতেই পারেনি!
স্কোরবোর্ডে ১ রান জমা করতেই শেষ ৮ উইকেট হারিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। পার্থের সবুজ বাউন্সি পিচে তাসমানিয়ার বোলারদের সামনে হুড়মুড় করে ভেঙে পড়ে দলটির ব্যাটিং লাইন আপ। রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, জাই রিচার্ডসনের মতন পরিচিত ক্রিকেটাররা। টপ অর্ডারের প্রথম চারজন—অ্যারন হার্ডি (৭), ডি’আর্কি শর্ট (২২), ক্যামেরন ব্যানক্রফট (১৪) ও উইকেটরক্ষক জশ ইংলিশ (১) ছাড়া আর সবাই ফিরেছেন ডাক মেরে। শেষ ব্যাটার ল্যান্স মরিস অবশ্য অপরাজিত থেকে মাঠ ছাড়লেও বলের মুখোমুখি হতে হয়নি।
এটিই টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০০৩ সালে এই তাসমানিয়ার বিপক্ষেই ৫১ রানে গুটিয়ে গিয়েছিল সাউথ অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে এটিই সবচেয়ে লজ্জাজনক ৮ উইকেটের ধস। অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ ক্রিকেটে শেষ সাত ব্যাটার শূন্য হাতে ফেরার এটিই একমাত্র রেকর্ড। এর আগে ২০০২-০৩ মৌসুমে ভিক্টোরিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার শেষ সাত ব্যাটারের ইনিংস ছিল এমন—১, ৫, ০, ০, ০, ৮, ০। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেষ সাত ব্যাটারের মোট রানে এটিই ছিল এত দিন সর্বনিম্ন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেষ রানটি এসেছে ওয়াইড থেকে। ২০.১ ওভারেই ৫৩ রানে গুটিয়ে যায় তারা। তাদের এই হাল করেছেন স্পিনার বিউ ওয়েবস্টার। ৬ ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। ৩ উইকেট নিয়েছেন পেসার বিলি স্টানলেক। ১ উইকেট আরেক পেসার টম রজার্সের। লক্ষ্য তাড়ায় ২৪৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তাসমানিয়া। ৩ উইকেটে তারা করে ৫৫ রান।
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
১০ ঘণ্টা আগে