Ajker Patrika

অস্ট্রেলিয়ার ক্রিকেটে অবিশ্বাস্য কাণ্ড, ১ রান নিতেই হারাল ৮ উইকেট!

ক্রীড়া ডেস্ক    
ওয়েবস্টারের উইকেট উদ্‌যাপন। ছবি: ক্রিকইনফো
ওয়েবস্টারের উইকেট উদ্‌যাপন। ছবি: ক্রিকইনফো

এমনভাবে ব্যাটিং লাইনআপ হুড়মুড়ে ভেঙে পড়তে আগে দেখা গেছে কি ক্রিকেটে? ১ রান নিতেই ৮ উইকেট হারানো! অবিশ্বাস্যই বটে। এমন অবিশ্বাস্য কাণ্ডটি ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের এক ম্যাচে।

পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ ওয়ানডে কাপে টসে হারের পর ব্যাটিংয়ে নেমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সবাইকে এমন অবাক করবে কে জানত! ২ উইকেটে ৫২ রান করে ফেলেছিল তার। কিন্তু এরপর আর এগোতেই পারেনি!

স্কোরবোর্ডে ১ রান জমা করতেই শেষ ৮ উইকেট হারিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। পার্থের সবুজ বাউন্সি পিচে তাসমানিয়ার বোলারদের সামনে হুড়মুড় করে ভেঙে পড়ে দলটির ব্যাটিং লাইন আপ। রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, জাই রিচার্ডসনের মতন পরিচিত ক্রিকেটাররা। টপ অর্ডারের প্রথম চারজন—অ্যারন হার্ডি (৭), ডি’আর্কি শর্ট (২২), ক্যামেরন ব্যানক্রফট (১৪) ও উইকেটরক্ষক জশ ইংলিশ (১) ছাড়া আর সবাই ফিরেছেন ডাক মেরে। শেষ ব্যাটার ল্যান্স মরিস অবশ্য অপরাজিত থেকে মাঠ ছাড়লেও বলের মুখোমুখি হতে হয়নি।

এটিই টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০০৩ সালে এই তাসমানিয়ার বিপক্ষেই ৫১ রানে গুটিয়ে গিয়েছিল সাউথ অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে এটিই সবচেয়ে লজ্জাজনক ৮ উইকেটের ধস। অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ ক্রিকেটে শেষ সাত ব্যাটার শূন্য হাতে ফেরার এটিই একমাত্র রেকর্ড। এর আগে ২০০২-০৩ মৌসুমে ভিক্টোরিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার শেষ সাত ব্যাটারের ইনিংস ছিল এমন—১, ৫, ০, ০, ০, ৮, ০। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেষ সাত ব্যাটারের মোট রানে এটিই ছিল এত দিন সর্বনিম্ন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেষ রানটি এসেছে ওয়াইড থেকে। ২০.১ ওভারেই ৫৩ রানে গুটিয়ে যায় তারা। তাদের এই হাল করেছেন স্পিনার বিউ ওয়েবস্টার। ৬ ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। ৩ উইকেট নিয়েছেন পেসার বিলি স্টানলেক। ১ উইকেট আরেক পেসার টম রজার্সের। লক্ষ্য তাড়ায় ২৪৯ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তাসমানিয়া। ৩ উইকেটে তারা করে ৫৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত