লাইছ ত্বোহা
তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়—২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই তিন ক্রিকেটারের সঙ্গে জাকের আলী অনিক, রিশাদ হোসেন ও তানভীর ইসলামের হতে যাচ্ছে নতুন এক অভিজ্ঞতা। প্রথমবারের মতো তাঁরা খেলতে যাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে ১৫ জনের দলে ৬ ক্রিকেটার খেলতে যাচ্ছেন নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
মাত্র ৭টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে তানজিদ তামিম পা রেখেছেন ২০ ওভারের সবচেয়ে বড় মঞ্চে। গত ওয়ানডে বিশ্বকাপে সেভাবে রাঙাতে পারেননি এই বাঁহাতি ওপেনার। বিশ্বকাপের পর অবশ্য ছন্দ ফিরে পেয়েছেন। লিটন-সৌম্যদের কঠিন সময়ে টপঅর্ডারে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক।
২৩ বছর বয়সী তানজিদ তামিমের চোখে বড় স্বপ্ন। বললেন, ‘বিশ্বকাপে খেলাটা ভাগ্যের ব্যাপার। সেদিক থেকে অবশ্যই সৌভাগ্যবান। চেষ্টা করব নিজের সর্বোচ্চটুকু দিয়ে দলকে কিছু দেওয়ার। আগের বিশ্বকাপে উপভোগ্য কিছু ছিল না। ভালো-খারাপ—দুটিই ছিল। সব সময় বিশ্বাস করি, যা অনেক পরে শিখতাম, তা ওয়ানডে বিশ্বকাপে শিখতে পেরেছি, এটা ভবিষ্যতে কাজে দেবে।’
তাওহিদ হৃদয়ও ওয়ানডে বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছিলেন। এখন আবার দারুণ ছন্দে রয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। যুব বিশ্বকাপ জয়ে অনুপ্রাণিত হৃদয়ের লক্ষ্য জাতীয় দলের হয়ে ট্রফি জেতা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হৃদয়ের আশা সেমিফাইনাল, ‘চোখ খুললে এখনো অনুভব করি, কী হয়েছিল সেই বিশ্বকাপে (অনূর্ধ্ব-১৯)। এখন আমাদের সময় এসেছে জাতীয় দলের হয়ে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া। আমরা যদি সেরাটা দিয়ে সবকিছু করতে থাকি, আর খুব বেশি দেরি নেই। আমরা কাপ নিয়ে নেব।’
ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে হৃদয়ের কাছে দলের সাফল্য বেশি গুরুত্বপূর্ণ। তাঁর চাওয়া, দল যেন খেলে সেমিফাইনাল, ‘নিজের নামের পাশে কিছু দেখতে চাই না। দল যেন ভালো ফল করে। ক্রিকেট দলগত খেলা। আমি চাই, যেন অন্তত সেমিফাইনাল খেলি আমরা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তানজিম হাসান সাকিব সুযোগ পাবেন কি না, এটা নিয়ে ছিল অনেক আলোচনা। তাঁকে নির্বাচকেরা রেখেছেন। বিশ্বকাপে যাওয়ার আগে তিনি বলে গেলেন, ‘এভাবেই বোলিং করি (আক্রমণাত্মক)। বিশ্বকাপেও এভাবে করতে চাই। নিজের সেরাটা যেন দিতে পারি, এটাই লক্ষ্য। সবকিছুর আগে দলের জন্য খেলতে চাই।’
২০০৭ সালে অলক কাপালির পর বাংলাদেশের দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ মিলছে রিশাদ হোসেনের। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটে-বলে নিজেকে দারুণ এক প্যাকেজ হিসেবেই প্রমাণ করেছেন। বিশ্বকাপে রিশাদের লক্ষ্যটা যথেষ্ট বড়, ‘তিন বিভাগে অবদান রাখতে চাই। শুরুতে লেগ স্পিনার ছিলাম। পরে ভাবলাম, দেশকে সেরাটা দিতে চাইলে তিন বিভাগে ভালো করা জরুরি। সব সময় চাই বাউন্ডারির দিকে বেশি শট খেলতে। নামের পাশে টুর্নামেন্টের সেরা উইকেটশিকারির তকমা দেখতে চাই। আমি মূলত বোলার। তবে অলরাউন্ডার হিসেবে কিছু করতে চাই।’
লোয়ার মিডল অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আরেক ফিনিশার হিসেবে দেখা যাবে জাকের আলী অনিককে। এ বছর ১৪২.১৪ স্ট্রাইকরেটে ৮ ইনিংসে ১৭২ রান তাঁর। জাকেরের স্বপ্ন, বাংলাদেশ দল আগে যা করতে পারেনি, এমন কিছু অর্জনের, ‘যখন শুনেছি দলে আছি, তখন থেকেই ম্যাচ ধরে ধরে দেখা শুরু করেছি। কার সঙ্গে কীভাবে খেলতে হবে। কোন প্রতিপক্ষের বিপক্ষে কেমন কৌশলী হওয়া উচিত। ওভাবেই এগোচ্ছি। নিজের দেশের জন্য বড় কিছু করব। ইচ্ছা থাকবে, আগে যে অর্জনগুলো আমরা করতে পারেনি, এ বছর এ রকম কিছু যেন অর্জন করতে পারি।’
বিপিএলে একাধিক শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে তানভীর ইসলামের। সাকিব আল হাসানের কিছু হলে বিকল্প বাঁহাতি স্পিনারের ভাবনায় তাঁকে রেখেছেন নির্বাচকেরা। বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় তাঁর, ‘বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া এই রোমাঞ্চ ভাষায় প্রকাশ করার মতো নয়। যদি সুযোগ আসে, দলকে জেতানোর মতো পারফর্ম করতে চাই।’
তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়—২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই তিন ক্রিকেটারের সঙ্গে জাকের আলী অনিক, রিশাদ হোসেন ও তানভীর ইসলামের হতে যাচ্ছে নতুন এক অভিজ্ঞতা। প্রথমবারের মতো তাঁরা খেলতে যাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে ১৫ জনের দলে ৬ ক্রিকেটার খেলতে যাচ্ছেন নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
মাত্র ৭টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে তানজিদ তামিম পা রেখেছেন ২০ ওভারের সবচেয়ে বড় মঞ্চে। গত ওয়ানডে বিশ্বকাপে সেভাবে রাঙাতে পারেননি এই বাঁহাতি ওপেনার। বিশ্বকাপের পর অবশ্য ছন্দ ফিরে পেয়েছেন। লিটন-সৌম্যদের কঠিন সময়ে টপঅর্ডারে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক।
২৩ বছর বয়সী তানজিদ তামিমের চোখে বড় স্বপ্ন। বললেন, ‘বিশ্বকাপে খেলাটা ভাগ্যের ব্যাপার। সেদিক থেকে অবশ্যই সৌভাগ্যবান। চেষ্টা করব নিজের সর্বোচ্চটুকু দিয়ে দলকে কিছু দেওয়ার। আগের বিশ্বকাপে উপভোগ্য কিছু ছিল না। ভালো-খারাপ—দুটিই ছিল। সব সময় বিশ্বাস করি, যা অনেক পরে শিখতাম, তা ওয়ানডে বিশ্বকাপে শিখতে পেরেছি, এটা ভবিষ্যতে কাজে দেবে।’
তাওহিদ হৃদয়ও ওয়ানডে বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছিলেন। এখন আবার দারুণ ছন্দে রয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। যুব বিশ্বকাপ জয়ে অনুপ্রাণিত হৃদয়ের লক্ষ্য জাতীয় দলের হয়ে ট্রফি জেতা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হৃদয়ের আশা সেমিফাইনাল, ‘চোখ খুললে এখনো অনুভব করি, কী হয়েছিল সেই বিশ্বকাপে (অনূর্ধ্ব-১৯)। এখন আমাদের সময় এসেছে জাতীয় দলের হয়ে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া। আমরা যদি সেরাটা দিয়ে সবকিছু করতে থাকি, আর খুব বেশি দেরি নেই। আমরা কাপ নিয়ে নেব।’
ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে হৃদয়ের কাছে দলের সাফল্য বেশি গুরুত্বপূর্ণ। তাঁর চাওয়া, দল যেন খেলে সেমিফাইনাল, ‘নিজের নামের পাশে কিছু দেখতে চাই না। দল যেন ভালো ফল করে। ক্রিকেট দলগত খেলা। আমি চাই, যেন অন্তত সেমিফাইনাল খেলি আমরা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তানজিম হাসান সাকিব সুযোগ পাবেন কি না, এটা নিয়ে ছিল অনেক আলোচনা। তাঁকে নির্বাচকেরা রেখেছেন। বিশ্বকাপে যাওয়ার আগে তিনি বলে গেলেন, ‘এভাবেই বোলিং করি (আক্রমণাত্মক)। বিশ্বকাপেও এভাবে করতে চাই। নিজের সেরাটা যেন দিতে পারি, এটাই লক্ষ্য। সবকিছুর আগে দলের জন্য খেলতে চাই।’
২০০৭ সালে অলক কাপালির পর বাংলাদেশের দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ মিলছে রিশাদ হোসেনের। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটে-বলে নিজেকে দারুণ এক প্যাকেজ হিসেবেই প্রমাণ করেছেন। বিশ্বকাপে রিশাদের লক্ষ্যটা যথেষ্ট বড়, ‘তিন বিভাগে অবদান রাখতে চাই। শুরুতে লেগ স্পিনার ছিলাম। পরে ভাবলাম, দেশকে সেরাটা দিতে চাইলে তিন বিভাগে ভালো করা জরুরি। সব সময় চাই বাউন্ডারির দিকে বেশি শট খেলতে। নামের পাশে টুর্নামেন্টের সেরা উইকেটশিকারির তকমা দেখতে চাই। আমি মূলত বোলার। তবে অলরাউন্ডার হিসেবে কিছু করতে চাই।’
লোয়ার মিডল অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আরেক ফিনিশার হিসেবে দেখা যাবে জাকের আলী অনিককে। এ বছর ১৪২.১৪ স্ট্রাইকরেটে ৮ ইনিংসে ১৭২ রান তাঁর। জাকেরের স্বপ্ন, বাংলাদেশ দল আগে যা করতে পারেনি, এমন কিছু অর্জনের, ‘যখন শুনেছি দলে আছি, তখন থেকেই ম্যাচ ধরে ধরে দেখা শুরু করেছি। কার সঙ্গে কীভাবে খেলতে হবে। কোন প্রতিপক্ষের বিপক্ষে কেমন কৌশলী হওয়া উচিত। ওভাবেই এগোচ্ছি। নিজের দেশের জন্য বড় কিছু করব। ইচ্ছা থাকবে, আগে যে অর্জনগুলো আমরা করতে পারেনি, এ বছর এ রকম কিছু যেন অর্জন করতে পারি।’
বিপিএলে একাধিক শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে তানভীর ইসলামের। সাকিব আল হাসানের কিছু হলে বিকল্প বাঁহাতি স্পিনারের ভাবনায় তাঁকে রেখেছেন নির্বাচকেরা। বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় তাঁর, ‘বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া এই রোমাঞ্চ ভাষায় প্রকাশ করার মতো নয়। যদি সুযোগ আসে, দলকে জেতানোর মতো পারফর্ম করতে চাই।’
জয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
২ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
৩ ঘণ্টা আগেএ বছরের মে মাসে বাংলাদেশি ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পরই আমিনুল ইসলাম বুলবুল ব্যস্ত সময় কাটাচ্ছেন। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নতিতে দেশের বিভিন্ন জেলায় যেতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যে আজ বিসিবি সভাপতি বসেছেন ক্রিকেটারদের সঙ্গে।
৪ ঘণ্টা আগেপাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় গতকালই হকি এশিয়া কাপ খেলার নিশ্চয়তা পেয়েছে বাংলাদেশ। আজ পেল টুর্নামেন্টের সূচিও। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে আটটি দলকে। বাংলাদেশের গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপে। অপর গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, জাপান, চীন ও কাজাখস্তান।
৪ ঘণ্টা আগে