ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ, শ্রীলঙ্কা দল দুটির সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। দুবাইয়ে আজকের ম্যাচ দল দুটির জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ‘বি’ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশকে করতে হবে ২২৯ রান।
দুই দলের ৪ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে এগিয়ে শ্রীলঙ্কা। +১.৮৬০ নেট রানরেট নিয়ে শীর্ষে লঙ্কানরা। দুইয়ে থাকা আজিজুল হাকিম তামিমের বাংলাদেশের নেট রানরেট +১.৪৬৩। ম্যাচটি যে দল জিতবে, তারা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক বিহাস থেওমিকা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে হাঁসফাঁস করতে থাকে লঙ্কানরা। ৮.২ ওভারে ৩ উইকেটে ৩৬ রানে পরিণত হয় শ্রীলঙ্কা। বিপদে পড়া দলটিকে এরপর এগিয়ে নিতে থাকেন বিমাথ দিনসারা। চতুর্থ উইকেটে লাকবিন অভয়সিঙ্গের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে দিনসারা সামাল দেন প্রাথমিক ধাক্কা। ২৩তম ওভারের প্রথম বলে অভয়সিঙ্গেকে বোল্ড করে জুটি ভাঙেন রিজান হোসেন।
৪২ বলে ২১ রান করা অভয়সিঙ্গে আউট হয়ে যায় শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ২২.১ ওভারে ৪ উইকেটে ৭৬ রান। এরপর পঞ্চম ও ষষ্ঠ উইকেটে কাভিজা গামাগে ও বিরান চামুদিথার সঙ্গে ৩০ ও ৪৬ রানের দুটি জুটি গড়তে অবদান রাখেন দিনসারা। সময় যত গড়াতে থাকে, ব্যাটিং গিয়ার বদলাতে থাকে শ্রীলঙ্কা। সপ্তম উইকেটে থেওমিকার সঙ্গে দিনসারার জুটিটি ছিল ৪৪ বলে ৫০ রানের। ৪৬তম ওভারের শেষ বলে থেওমিকাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিজান। ২৪ বলে ২২ রান করেন থেওমিকা।
সপ্তম উইকেটের জুটি ভাঙতেই ধস নামতে থাকে শ্রীলঙ্কার ইনিংসে। ২৬ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে ২২৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শেষ ওভারের দ্বিতীয় বলে দিনসারাকে বোল্ড করে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন আল ফাহাদ। ১৩২ বলে ১০ চারে ১০৬ রান করেন দিনসারা। বাংলাদেশের সেরা বোলার আল ফাহাদ নিয়েছেন ৪ উইকেট। ৯.২ ওভার বোলিং করে ৫০ রান খরচ করেছেন বাংলাদেশের এই পেসার। রিজান নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ রাফি উজ্জামান রাফি ও মোহাম্মদ ইকবাল হোসেন ইমন।
বাংলাদেশ, শ্রীলঙ্কা দল দুটির সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। দুবাইয়ে আজকের ম্যাচ দল দুটির জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ‘বি’ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশকে করতে হবে ২২৯ রান।
দুই দলের ৪ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে এগিয়ে শ্রীলঙ্কা। +১.৮৬০ নেট রানরেট নিয়ে শীর্ষে লঙ্কানরা। দুইয়ে থাকা আজিজুল হাকিম তামিমের বাংলাদেশের নেট রানরেট +১.৪৬৩। ম্যাচটি যে দল জিতবে, তারা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক বিহাস থেওমিকা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে হাঁসফাঁস করতে থাকে লঙ্কানরা। ৮.২ ওভারে ৩ উইকেটে ৩৬ রানে পরিণত হয় শ্রীলঙ্কা। বিপদে পড়া দলটিকে এরপর এগিয়ে নিতে থাকেন বিমাথ দিনসারা। চতুর্থ উইকেটে লাকবিন অভয়সিঙ্গের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে দিনসারা সামাল দেন প্রাথমিক ধাক্কা। ২৩তম ওভারের প্রথম বলে অভয়সিঙ্গেকে বোল্ড করে জুটি ভাঙেন রিজান হোসেন।
৪২ বলে ২১ রান করা অভয়সিঙ্গে আউট হয়ে যায় শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ২২.১ ওভারে ৪ উইকেটে ৭৬ রান। এরপর পঞ্চম ও ষষ্ঠ উইকেটে কাভিজা গামাগে ও বিরান চামুদিথার সঙ্গে ৩০ ও ৪৬ রানের দুটি জুটি গড়তে অবদান রাখেন দিনসারা। সময় যত গড়াতে থাকে, ব্যাটিং গিয়ার বদলাতে থাকে শ্রীলঙ্কা। সপ্তম উইকেটে থেওমিকার সঙ্গে দিনসারার জুটিটি ছিল ৪৪ বলে ৫০ রানের। ৪৬তম ওভারের শেষ বলে থেওমিকাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিজান। ২৪ বলে ২২ রান করেন থেওমিকা।
সপ্তম উইকেটের জুটি ভাঙতেই ধস নামতে থাকে শ্রীলঙ্কার ইনিংসে। ২৬ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে ২২৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শেষ ওভারের দ্বিতীয় বলে দিনসারাকে বোল্ড করে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন আল ফাহাদ। ১৩২ বলে ১০ চারে ১০৬ রান করেন দিনসারা। বাংলাদেশের সেরা বোলার আল ফাহাদ নিয়েছেন ৪ উইকেট। ৯.২ ওভার বোলিং করে ৫০ রান খরচ করেছেন বাংলাদেশের এই পেসার। রিজান নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ রাফি উজ্জামান রাফি ও মোহাম্মদ ইকবাল হোসেন ইমন।
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
৮ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
২৪ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
৪২ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে