Ajker Patrika

আবারও ব্যর্থ মুশফিক-শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবারও ব্যর্থ মুশফিক-শান্ত

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডকে পেয়েছিলেন মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তরা। তবে বিশ্বকাপ থেকে ফেরা টেস্ট দলের ক্রিকেটাররা কেউই সেভাবে ভালো করতে পারেননি। বিপরীতে বোলাররা ছড়াচ্ছেন আলো। 

হাসান মুরাদের ঘূর্ণিতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রাজশাহী বিভাগ। আজ দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৯৯ রান করেছে তারা। বিশ্বকাপের পর জাতীয় লিগেও ব্যর্থ তানজিদ হাসান তামিম। প্রথম ইনিংসে করেছিলেন ১৪ রান, দ্বিতীয় ইনিংসে ফিরলেন গোল্ডেন ডাকে। শান্ত ২০ ও মুশফিক ফিরেছেন ১৬ রানে। চট্টগ্রামের বাঁহাতি স্পিনার মুরাদ নিয়েছেন ৩টি উইকেট। 

এর আগে দুই মিডল অর্ডার ইরফান শুক্কুর ও শাহাদাত হোসেন দিপুর অসাধারণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২৯০ রানে করেছে চট্টগ্রাম। দলের জন্য কার্যকরী দুটো ইনিংস খেললেও দুজনে ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। চট্টগ্রামের অধিনায়ক ইরফান ৯৯ আর দিপু ফেরেন ৮৭ রান করে। 

আরেক ম্যাচে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসে হারের আভাস দিচ্ছে বরিশাল বিভাগ। খুলনা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে তারা করেছিল ২৩৯ রান। বিপরীতে প্রথম ইনিংসে খুলনার সংগ্রহ ২১৪ রান। ২৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪২ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে বরিশাল। তাদের ব্যাটিং অর্ডারে একাই ধস নামিয়েছেন স্পিনার শেখ মেহেদী হাসান। ৯ ওভারে ৬ মেডেনসহ ৯ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। 

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে সিলেট বিভাগ। ৭৬ রানে পিছিয়ে থেকে নাসুম আহমেদ ও জাকের আলীর ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২২৮ রান তুলেছে তারা। ৭১ রানে আউট হয়েছেন নাসুম। ৭৩ রানে অপরাজিত আছেন জাকের। এর আগে প্রথম ইনিংসে ১২৫ রান করেছিল সিলেট। রংপুর করেছিল ১৮১ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত