Ajker Patrika

আইপিএলের বাকি অংশ শুরু ১৯ সেপ্টেম্বর 

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৭: ৫৯
আইপিএলের বাকি অংশ শুরু ১৯ সেপ্টেম্বর 

স্থগিতের পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের বাকি অংশ আয়োজনের সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সেই চেষ্টা এবার আলোর মুখ দেখেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোববার এক বিবৃতিতে আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ২৭ দিনের সূচিতে ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর। এই ২৭ দিনে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শেখ জায়েদ স্টেডিয়াম ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে ৩১টি ম্যাচ। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচে ২০ সেপ্টেম্বর আবুধাবিতে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮ অক্টোবর হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

প্রথম কোয়ালিফায়ার ১০ অক্টোবর। এলিমিনেটর ১১ অক্টোবর। ১৩ অক্টোবর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর আগামী ১৫ অক্টোবর হবে ফাইনাল। ফাইনালের ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আগের মতোই দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। একই দিনে রাত ৮টায় শুরু হবে আরেক ম্যাচ।

দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি ১৩ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে দুবাই। শারজায় হবে ১০টি এবং আবুধাবিতে হবে ৮টি ম্যাচ। এর আগে আইপিএলের প্রথম পর্বে ২৯টি ম্যাচ হয়েছিল। পরে আইপিএলের জৈব সুরক্ষাবলয়ে করোনা হানা দিলে বাধ্য হয়ে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত