ক্রীড়া ডেস্ক
ট্রাভিস হেডকে অনেকে মজা করে ‘ট্রাভিস হেডেক’ বলেন। কারণটা নিশ্চয়ই সবার জানা। ভারতকে পেলে তাঁর ব্যাট ছোটে তরবারির মতো। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটারকে নিয়েই চিন্তা স্বাগতিকদের।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্ট শুরু হচ্ছে পরশু। বক্সিং ডে টেস্টের একাদশে হেডের থাকা নিয়েই তৈরি রয়েছে অনিশ্চয়তা।
কারণ, শতভাগ ফিট না থাকা হেডের একটা ফিটনেস টেস্ট দেওয়ার কথা। সেই ফিটনেস টেস্টে পাস করার ওপর নির্ভর করছে যত কিছু। একাদশে স্যাম কনস্টাসের জায়গা নিশ্চিতের কথা জানালেও পুরো একাদশ নিশ্চিত করেনি অস্ট্রেলিয়া। নেটে আজ অনুশীলনে আউটফিল্ডে অল্প সময় দৌড়েছেন ও ব্যাটিং করেছেন। যদিও সোমবার ঐচ্ছিক অনুশীলনে কিছু তিনি করেননি।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য আশাবাদী হেডকে নিয়ে। সংবাদ সম্মেলনে আজ মাকডোনাল্ড বলেন, ‘সে কি কাজ করার মতো কিছু পেয়েছে? হ্যাঁ পেয়েছে। আপনি তো তাই দেখছেন। এই মুহূর্তে কোনো দুশ্চিন্তা নেই। সে সবগুলোতে টিক চিহ্ন দিতে পেরেছে? আমি নিশ্চিত নই। আমি তাঁকে অনুশীলন সেশনে দেখিনি। তবে আমি অনেক আশাবাদী যে সে খেলবে।’
ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে হেড মাংসপেশির চোট পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ম্যাকডোনাল্ড। বৃষ্টিবিঘ্নিত সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত যে ১৩ বল ব্যাটিং করেছিল, সেখানে হেড ফিল্ডিং করতে আসেননি। অস্ট্রেলিয়া-ভারত সিরিজের তৃতীয় টেস্ট হয়েছিল ড্র। সেই টেস্টে ১৭৯ বলে ১৬৯ রান করেন হেড। যেখানে প্রথম ইনিংসে ১৬০ বলে ১৫২ রান করেন তিনি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ৪০৯ রান করে এখনো পর্যন্ত সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হেড। ৩ টেস্টে ৫ ইনিংসে ব্যাটিং করেছেন। সিরিজে তাঁর ২ সেঞ্চুরি ও ১ ফিফটি রয়েছে। গড় ৮১.৮০। ৯৪.২৩ স্ট্রাইকরেট প্রমাণ করে টেস্টে কতটা বিধ্বংসী ব্যাটিং তিনি করতে পারেন।
বক্সিং ডে টেস্টের দিন কনস্টাসের বয়স হবে ১৯ বছর ৮৫ দিন। তাতে অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে তাঁর অভিষেক হচ্ছে। কনস্টাস খেলবেন প্যাট কামিন্সের নেতৃত্বে। যেখানে ২০১১ সালে জোহানেসবার্গে ১৮ বছর ১৯৩ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল কামিন্সের। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সবচেয়ে কম বয়সে অভিষিক্ত ক্রিকেটারের তালিকায় সবার ওপরে ইয়ান ক্রেইগ। ১৭ বছর ২৩৯ দিন বয়সে ১৯৫৩ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর।
ট্রাভিস হেডকে অনেকে মজা করে ‘ট্রাভিস হেডেক’ বলেন। কারণটা নিশ্চয়ই সবার জানা। ভারতকে পেলে তাঁর ব্যাট ছোটে তরবারির মতো। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটারকে নিয়েই চিন্তা স্বাগতিকদের।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্ট শুরু হচ্ছে পরশু। বক্সিং ডে টেস্টের একাদশে হেডের থাকা নিয়েই তৈরি রয়েছে অনিশ্চয়তা।
কারণ, শতভাগ ফিট না থাকা হেডের একটা ফিটনেস টেস্ট দেওয়ার কথা। সেই ফিটনেস টেস্টে পাস করার ওপর নির্ভর করছে যত কিছু। একাদশে স্যাম কনস্টাসের জায়গা নিশ্চিতের কথা জানালেও পুরো একাদশ নিশ্চিত করেনি অস্ট্রেলিয়া। নেটে আজ অনুশীলনে আউটফিল্ডে অল্প সময় দৌড়েছেন ও ব্যাটিং করেছেন। যদিও সোমবার ঐচ্ছিক অনুশীলনে কিছু তিনি করেননি।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য আশাবাদী হেডকে নিয়ে। সংবাদ সম্মেলনে আজ মাকডোনাল্ড বলেন, ‘সে কি কাজ করার মতো কিছু পেয়েছে? হ্যাঁ পেয়েছে। আপনি তো তাই দেখছেন। এই মুহূর্তে কোনো দুশ্চিন্তা নেই। সে সবগুলোতে টিক চিহ্ন দিতে পেরেছে? আমি নিশ্চিত নই। আমি তাঁকে অনুশীলন সেশনে দেখিনি। তবে আমি অনেক আশাবাদী যে সে খেলবে।’
ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে হেড মাংসপেশির চোট পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ম্যাকডোনাল্ড। বৃষ্টিবিঘ্নিত সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত যে ১৩ বল ব্যাটিং করেছিল, সেখানে হেড ফিল্ডিং করতে আসেননি। অস্ট্রেলিয়া-ভারত সিরিজের তৃতীয় টেস্ট হয়েছিল ড্র। সেই টেস্টে ১৭৯ বলে ১৬৯ রান করেন হেড। যেখানে প্রথম ইনিংসে ১৬০ বলে ১৫২ রান করেন তিনি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ৪০৯ রান করে এখনো পর্যন্ত সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হেড। ৩ টেস্টে ৫ ইনিংসে ব্যাটিং করেছেন। সিরিজে তাঁর ২ সেঞ্চুরি ও ১ ফিফটি রয়েছে। গড় ৮১.৮০। ৯৪.২৩ স্ট্রাইকরেট প্রমাণ করে টেস্টে কতটা বিধ্বংসী ব্যাটিং তিনি করতে পারেন।
বক্সিং ডে টেস্টের দিন কনস্টাসের বয়স হবে ১৯ বছর ৮৫ দিন। তাতে অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে তাঁর অভিষেক হচ্ছে। কনস্টাস খেলবেন প্যাট কামিন্সের নেতৃত্বে। যেখানে ২০১১ সালে জোহানেসবার্গে ১৮ বছর ১৯৩ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল কামিন্সের। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সবচেয়ে কম বয়সে অভিষিক্ত ক্রিকেটারের তালিকায় সবার ওপরে ইয়ান ক্রেইগ। ১৭ বছর ২৩৯ দিন বয়সে ১৯৫৩ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে