নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
সকাল থেকে আজ চিপকের আকাশ রৌদ্রকরোজ্জ্বল। প্রথম দিনের (গতকাল) চেয়ে তাপমাত্রা বেড়েছে কিছুটা। তবে আবহাওয়ার এই খবরের থেকে বাংলাদেশের জন্য যেন ‘স্বস্তি’ নিয়ে এনেছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। ৪০০-এর আগে ভারতকে থামানোর যে কথা গতকাল সংবাদ সম্মেলনে হাসান বলেছিলেন, সেটা সফল হয়েছে।
চেন্নাইয়ে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সকালে মেডেন দিয়ে তাসকিনের শুরু। টপাটপ রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, রবিচন্দ্রন অশ্বিন—ভারতের এই ৩ উইকেট নেওয়া তাসকিনের মুখে দেখা গেল হাসি। সেখানে হাসানের মুখ ছিল কিছুটা মলিন। কারণ যেভাবে তাসকিন এক প্রান্তে নিয়মিত উইকেট নিচ্ছিলেন, তখন হাসান হয়তো ভাবছিলেন, ‘ইনিংসে ৫ উইকেট নেওয়া হবে তো?’
হাসানকে শেষ পর্যন্ত আর আক্ষেপে পুড়তে হয়নি। জসপ্রীত বুমরাকে ফিরিয়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ভারতের বিপক্ষে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ভারতের মাঠেও প্রথম বাংলাদেশি হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি এটা। বুমরার উইকেট নেওয়ার পর চেন্নাইয়ের পিচে সিজদা দিলেন হাসান। রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই—টেস্টে টানা দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। রাওয়ালপিন্ডির মতো অনার্স বোর্ড অবশ্য নেই চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। থাকলে (চেন্নাইয়ে অনার্স বোর্ড) টানা দুই ম্যাচে নিশ্চিতভাবেই অনার্স বোর্ডে নাম উঠত বাংলাদেশের এই পেসারের।
চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত গুটিয়ে গেছে ৩৭৬ রানে। ২২.২ ওভারে ৮৩ রানে হাসান নিয়েছেন ৫ উইকেট। ৪ ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার। বুমরার উইকেট নেওয়ার আগে হাসান গতকাল রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত—ভারতের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন। বাংলাদেশ এরই মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভারে ১ উইকেটে ১৭ রান করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: আবারও হাসানের ৫, ভারত শেষ ৩৭৬ রানে
সকাল থেকে আজ চিপকের আকাশ রৌদ্রকরোজ্জ্বল। প্রথম দিনের (গতকাল) চেয়ে তাপমাত্রা বেড়েছে কিছুটা। তবে আবহাওয়ার এই খবরের থেকে বাংলাদেশের জন্য যেন ‘স্বস্তি’ নিয়ে এনেছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। ৪০০-এর আগে ভারতকে থামানোর যে কথা গতকাল সংবাদ সম্মেলনে হাসান বলেছিলেন, সেটা সফল হয়েছে।
চেন্নাইয়ে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সকালে মেডেন দিয়ে তাসকিনের শুরু। টপাটপ রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, রবিচন্দ্রন অশ্বিন—ভারতের এই ৩ উইকেট নেওয়া তাসকিনের মুখে দেখা গেল হাসি। সেখানে হাসানের মুখ ছিল কিছুটা মলিন। কারণ যেভাবে তাসকিন এক প্রান্তে নিয়মিত উইকেট নিচ্ছিলেন, তখন হাসান হয়তো ভাবছিলেন, ‘ইনিংসে ৫ উইকেট নেওয়া হবে তো?’
হাসানকে শেষ পর্যন্ত আর আক্ষেপে পুড়তে হয়নি। জসপ্রীত বুমরাকে ফিরিয়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ভারতের বিপক্ষে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ভারতের মাঠেও প্রথম বাংলাদেশি হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি এটা। বুমরার উইকেট নেওয়ার পর চেন্নাইয়ের পিচে সিজদা দিলেন হাসান। রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই—টেস্টে টানা দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। রাওয়ালপিন্ডির মতো অনার্স বোর্ড অবশ্য নেই চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। থাকলে (চেন্নাইয়ে অনার্স বোর্ড) টানা দুই ম্যাচে নিশ্চিতভাবেই অনার্স বোর্ডে নাম উঠত বাংলাদেশের এই পেসারের।
চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত গুটিয়ে গেছে ৩৭৬ রানে। ২২.২ ওভারে ৮৩ রানে হাসান নিয়েছেন ৫ উইকেট। ৪ ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার। বুমরার উইকেট নেওয়ার আগে হাসান গতকাল রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত—ভারতের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন। বাংলাদেশ এরই মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভারে ১ উইকেটে ১৭ রান করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: আবারও হাসানের ৫, ভারত শেষ ৩৭৬ রানে
বড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৪৪ মিনিট আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যেই দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তার নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদও প্রকাশ করে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু হচ্ছে আগামীকাল। প্রায় ৫০০ অ্যাথলেট ও কোচ অংশ নিতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। সামার অ্যাথলেটিকসের মূল ইভেন্ট হবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে।
৩ ঘণ্টা আগে