Ajker Patrika

ঈদ আনন্দে ভাসলেন ক্রিকেটাররা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২২, ১৬: ৩৫
ঈদ আনন্দে ভাসলেন ক্রিকেটাররা 

দুই বছর পর আবারও সবার মাঝে ফিরেছে ঈদের আনন্দ। করোনার বিধিনিষেধ থাকায় আগের দুই বছর পরিবার নিয়ে আনন্দ উৎসব করে ঈদ উদযাপন  করার সুযোগ ছিল না। তবে এবার সবকিছু স্বাভাবিক থাকায় পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। সবার মতো ঈদ আনন্দে ভেসেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। 

প্রতিটি ঈদেই ক্রিকেটারদের কোনো না কোনো ব্যস্ততা থাকে। এবার সেই ব্যস্ততা খুব একটা নেই। তারপরও আইপিএলে থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি পেসার মোস্তাফিজুর রহমানের। তবে দেশে যারা আছেন তাদের মধ্যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজরা পরিবারের সঙ্গে ব্যস্ত ঈদ উদযাপনে। 

ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করেছেন ক্রিকেটাররা। সাকিব আল হাসান লিখেছেন, ‘এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’ 

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন), সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক, যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।’ 

মুশফিকুর রহিম লিখেছেন, ‘ঈদ মোবারক।’ মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য কিছুই লিখেননি, শুধুমাত্র একটি ছবি সংযুক্ত করেই নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।  

চোটে পড়া পেসার তাসকিন আহমেদ চিকিৎসা নিতে ৬ মে লন্ডন যাওয়ার কথা। এর আগে পরিবারে সঙ্গে ঈদ করতে পেরে আনন্দিত তিনি। পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে ছবি প্রকাশ করে তাসকিন লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আমাদের জন্য দোয়া করবেন।’ 

তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও তার ছেলেকে গ্রামের বাড়িতে ঈদ আনন্দে ভেসেছেন। ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে মিরাজ লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটুক শান্তিতে। ঈদ মোবারক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত