টেস্টে বাংলাদেশের ওপেনাররা ধারাবাহিকভাবে ভালো খেলতেই পারছেন না। পরিসংখ্যানটা ভারতের বিপক্ষে আরও ভয়াবহ। এখন পর্যন্ত প্রতিবেশী দেশের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী জুটি মাত্র তিনবার ফিফটি পেরিয়েছে।
কানপুরে আজ বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ১০টায়। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর খেলা শুরু হয়। টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম, জাকির হাসান—বাংলাদেশের দুই ওপেনারকেই ফিরিয়েছেন আকাশ দীপ। আকাশের ধাক্কা সামলে এখন লড়ছেন মুমিনুল হক ও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৬ ওভারে ২ উইকেটে ৭৪ রান করে লাঞ্চে গেল বাংলাদেশ।
টসের সময় রবি শাস্ত্রীকে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, টস জিতলে তিনি (শান্ত) ব্যাটিংই নিতেন। বাংলাদেশ অধিনায়কের কাছে উইকেটটা ব্যাটিংবান্ধব মনে হয়েছে। সাদমান তুলনামূলক আক্রমণাত্মক থাকলেও জাকির ছিলেন ধীরস্থির। যদিও মাঝেমধ্যে কয়েকবার আউটের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত জাকির আউট হলেন রানের খাতা খোলার আগেই। খেলেছেন ২৪ বল। বাংলাদেশের বাঁহাতি ওপেনারের উইকেট আকাশ নিয়েছেন ম্যাচে নিজের প্রথম ওভার বোলিংয়ে এসেই। নবম ওভারের তৃতীয় বল ফ্রন্টফুটে ডিফেন্স করতে যান জাকির। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে গালি এলাকায় ধরেছেন যশস্বী জয়সওয়াল। বল মাটিতে ছুঁয়েছে কি না, সেটা দেখতে দেখতেই টিভি আম্পায়ারের ‘পাগল’ হওয়ার মতো অবস্থা।
বাংলাদেশের আরেক ওপেনার সাদমানকে ফিরিয়েছেন আকাশই। ১৩তম ওভারের প্রথম বলে সাদমান ফ্লিক করতে যান। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রিভিউতে তিনটা লাল দাগ দেখা গেলে আউট হয়ে যান সাদমান। ৩৬ বলে ৪ চারে ২৪ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার।
৩ রানের ব্যবধানে ২ উইকেট হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২.১ ওভারে ২ উইকেটে ২৯ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অধিনায়ক শান্ত ১৩তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দুটি চার মারেন আকাশকে। পরের ওভারেই বাংলাদেশের ওপেনারের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন হয়। ১৪তম ওভারের চতুর্থ বলে সিরাজ জোরাল আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। রিভিউতে দেখা যায় বল লেগ সাইডের বাইরে পিচিং করেছে। মুমিনুল, শান্ত এরপর সাবলীলভাবে খেলতে থাকেন। বাজে ডেলিভারিকে চারে পরিণত করেছেন। বল যাচাই করে কখনো ডট,কখনো সিঙ্গেল নিয়েছেন।
তৃতীয় উইকেট জুটিতে ধীরস্থিরভাবে যখন খেলতে থাকেন মুমিনুল-শান্ত, তখন আবারও ভারতের আবেদন। ১৯তম ওভারের পঞ্চম বলে মুমিনুলের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন জসপ্রীত বুমরা। মাঠের আম্পায়ার সাড়া না দিলে রোহিত রিভিউ নেন। আম্পায়ার্স কলে বেঁচে যান মুমিনুল।
টেস্টে বাংলাদেশের ওপেনাররা ধারাবাহিকভাবে ভালো খেলতেই পারছেন না। পরিসংখ্যানটা ভারতের বিপক্ষে আরও ভয়াবহ। এখন পর্যন্ত প্রতিবেশী দেশের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী জুটি মাত্র তিনবার ফিফটি পেরিয়েছে।
কানপুরে আজ বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ১০টায়। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর খেলা শুরু হয়। টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম, জাকির হাসান—বাংলাদেশের দুই ওপেনারকেই ফিরিয়েছেন আকাশ দীপ। আকাশের ধাক্কা সামলে এখন লড়ছেন মুমিনুল হক ও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৬ ওভারে ২ উইকেটে ৭৪ রান করে লাঞ্চে গেল বাংলাদেশ।
টসের সময় রবি শাস্ত্রীকে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, টস জিতলে তিনি (শান্ত) ব্যাটিংই নিতেন। বাংলাদেশ অধিনায়কের কাছে উইকেটটা ব্যাটিংবান্ধব মনে হয়েছে। সাদমান তুলনামূলক আক্রমণাত্মক থাকলেও জাকির ছিলেন ধীরস্থির। যদিও মাঝেমধ্যে কয়েকবার আউটের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত জাকির আউট হলেন রানের খাতা খোলার আগেই। খেলেছেন ২৪ বল। বাংলাদেশের বাঁহাতি ওপেনারের উইকেট আকাশ নিয়েছেন ম্যাচে নিজের প্রথম ওভার বোলিংয়ে এসেই। নবম ওভারের তৃতীয় বল ফ্রন্টফুটে ডিফেন্স করতে যান জাকির। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে গালি এলাকায় ধরেছেন যশস্বী জয়সওয়াল। বল মাটিতে ছুঁয়েছে কি না, সেটা দেখতে দেখতেই টিভি আম্পায়ারের ‘পাগল’ হওয়ার মতো অবস্থা।
বাংলাদেশের আরেক ওপেনার সাদমানকে ফিরিয়েছেন আকাশই। ১৩তম ওভারের প্রথম বলে সাদমান ফ্লিক করতে যান। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রিভিউতে তিনটা লাল দাগ দেখা গেলে আউট হয়ে যান সাদমান। ৩৬ বলে ৪ চারে ২৪ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার।
৩ রানের ব্যবধানে ২ উইকেট হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২.১ ওভারে ২ উইকেটে ২৯ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অধিনায়ক শান্ত ১৩তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দুটি চার মারেন আকাশকে। পরের ওভারেই বাংলাদেশের ওপেনারের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন হয়। ১৪তম ওভারের চতুর্থ বলে সিরাজ জোরাল আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। রিভিউতে দেখা যায় বল লেগ সাইডের বাইরে পিচিং করেছে। মুমিনুল, শান্ত এরপর সাবলীলভাবে খেলতে থাকেন। বাজে ডেলিভারিকে চারে পরিণত করেছেন। বল যাচাই করে কখনো ডট,কখনো সিঙ্গেল নিয়েছেন।
তৃতীয় উইকেট জুটিতে ধীরস্থিরভাবে যখন খেলতে থাকেন মুমিনুল-শান্ত, তখন আবারও ভারতের আবেদন। ১৯তম ওভারের পঞ্চম বলে মুমিনুলের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন জসপ্রীত বুমরা। মাঠের আম্পায়ার সাড়া না দিলে রোহিত রিভিউ নেন। আম্পায়ার্স কলে বেঁচে যান মুমিনুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে