নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জেতার বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হার সঙ্গী হয়েছে সাকিব আল হাসানের দলের। স্বাগতিকদের দেওয়া ২৫৮ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ২৩৬ রানে।
শ্রীলঙ্কার দ্বিতীয় সারির বোলিং লাইনআপেরও যেন কোনো জবাব ছিল না বাংলাদেশের ব্যাটারদের কাছে। গ্রুপ পর্বে ক্যান্ডিতেও আজকের মতোই তাঁদের সামলাতে খাবি খেয়েছেন সাকিব আল হাসানরা। তবে এদিন বাংলাদেশের শুরুটা ভালো হয়। ওপেনিং জুটির পর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারান শুরু হয়। একপ্রান্তে ব্যাটারদের যাওয়া-আসার মাঝে আশার সারথি হয়ে ছিলেন তাওহীদ হৃদয়। মূলত তাঁর ৮২ রানের দুর্দান্ত ইনিংসটি শেষ হতেই বাংলাদেশের ম্যাচ জেতার স্বপ্ন শেষ হয়ে যায়। মহীশ তিকশানার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হৃদয়। রিভিউ নিয়ে লাভ হয়নি। হৃদয়ের ৯৭ বলের ইনিংসে ৭ চার ও এক ছক্কা।
হৃদয়ের ইনিংসটি ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মতো রান আর দুই ওপেনার ও মুশফিকের। ওপেনিং জুটি থেকে আসে ৫৫ রান। মেহেদি হাসান মিরাজ ২৯ বলে ২৮ রান করে আউট হন। ইনিংসজুড়ে সংগ্রাম করা আরেক ওপেনার নাঈম শেখ ৪৬ বলে ২১ রান করেন। হতাশার ছবি এঁকেছেন লিটন দাস (১৫), সাকিব আল হাসান (৩)।
মুশফিকের সঙ্গে হৃদয়ের পঞ্চম উইকেট জুটি আশা জাগিয়েছিল বটে। তবে দাসুন শানাকাকে তুলে মারতে গিয়ে কাসুন রাজিথার হাতে ক্যাচ দিয়ে আশাহত করেছেন অভিজ্ঞ মুশফিক। তাঁর ইনিংসটি ২৯ রানের। মূলত মুশফিকের আউটের পরই এই ম্যাচে বাংলাদেশের ভাগ্য লেখা হয়ে যায়। শামীম হোসেন পাটোয়ারি ৫ রানে আউট হলে সেটা আরও নিশ্চিত হয়ে যায়।
তবে বিপর্যয়ের মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান হৃদয়। তাঁর নিঃসঙ্গ লড়াইটা শেষ পর্যন্ত সমাপ্ত হয়েছে এলবিডব্লিউর বিপক্ষে আম্পায়ার্স কলে। শেষ উইকেটে নাসুম আহমেদ আর হাসান মাহমুদের দুটো ক্যামিং ইনিংস বাংলাদশের আক্ষেপই বাড়িয়েছে শুধু। নাসুম ১৫ বলে ১৫ ও হাসান ৭ বলে ১০ রান করেন। পাতিরানার বলে নাসুমের আউটের মধ্যে দিয়ে শেষ বাংলাদেশের ২১ রানে পরাজয়ের ম্যাচ।
ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জেতার বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হার সঙ্গী হয়েছে সাকিব আল হাসানের দলের। স্বাগতিকদের দেওয়া ২৫৮ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ২৩৬ রানে।
শ্রীলঙ্কার দ্বিতীয় সারির বোলিং লাইনআপেরও যেন কোনো জবাব ছিল না বাংলাদেশের ব্যাটারদের কাছে। গ্রুপ পর্বে ক্যান্ডিতেও আজকের মতোই তাঁদের সামলাতে খাবি খেয়েছেন সাকিব আল হাসানরা। তবে এদিন বাংলাদেশের শুরুটা ভালো হয়। ওপেনিং জুটির পর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারান শুরু হয়। একপ্রান্তে ব্যাটারদের যাওয়া-আসার মাঝে আশার সারথি হয়ে ছিলেন তাওহীদ হৃদয়। মূলত তাঁর ৮২ রানের দুর্দান্ত ইনিংসটি শেষ হতেই বাংলাদেশের ম্যাচ জেতার স্বপ্ন শেষ হয়ে যায়। মহীশ তিকশানার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হৃদয়। রিভিউ নিয়ে লাভ হয়নি। হৃদয়ের ৯৭ বলের ইনিংসে ৭ চার ও এক ছক্কা।
হৃদয়ের ইনিংসটি ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মতো রান আর দুই ওপেনার ও মুশফিকের। ওপেনিং জুটি থেকে আসে ৫৫ রান। মেহেদি হাসান মিরাজ ২৯ বলে ২৮ রান করে আউট হন। ইনিংসজুড়ে সংগ্রাম করা আরেক ওপেনার নাঈম শেখ ৪৬ বলে ২১ রান করেন। হতাশার ছবি এঁকেছেন লিটন দাস (১৫), সাকিব আল হাসান (৩)।
মুশফিকের সঙ্গে হৃদয়ের পঞ্চম উইকেট জুটি আশা জাগিয়েছিল বটে। তবে দাসুন শানাকাকে তুলে মারতে গিয়ে কাসুন রাজিথার হাতে ক্যাচ দিয়ে আশাহত করেছেন অভিজ্ঞ মুশফিক। তাঁর ইনিংসটি ২৯ রানের। মূলত মুশফিকের আউটের পরই এই ম্যাচে বাংলাদেশের ভাগ্য লেখা হয়ে যায়। শামীম হোসেন পাটোয়ারি ৫ রানে আউট হলে সেটা আরও নিশ্চিত হয়ে যায়।
তবে বিপর্যয়ের মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান হৃদয়। তাঁর নিঃসঙ্গ লড়াইটা শেষ পর্যন্ত সমাপ্ত হয়েছে এলবিডব্লিউর বিপক্ষে আম্পায়ার্স কলে। শেষ উইকেটে নাসুম আহমেদ আর হাসান মাহমুদের দুটো ক্যামিং ইনিংস বাংলাদশের আক্ষেপই বাড়িয়েছে শুধু। নাসুম ১৫ বলে ১৫ ও হাসান ৭ বলে ১০ রান করেন। পাতিরানার বলে নাসুমের আউটের মধ্যে দিয়ে শেষ বাংলাদেশের ২১ রানে পরাজয়ের ম্যাচ।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে