Ajker Patrika

মোস্তাফিজ আজ আরও খরুচে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৯: ১৭
মোস্তাফিজ আজ আরও খরুচে

চার্টার্ড ফ্লাইটে মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। নিয়ে গেলেও শুরুতে কয়েক ম্যাচে দিল্লির একাদশে সুযোগ হয়নি তাঁর। তবে দুই ম্যাচে সুযোগ পেলেও এ বাঁহাতি পেসার ছিলেন অনুজ্জ্বল।  

মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে ৯.৫০ ইকোনমি রেটে মোস্তাফিজ দেন ৩৮ রান। ওই ম্যাচে সান্ত্বনাস্বরূপ একটা উইকেট অবশ্য শিকার করেছিলেন। তবে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে  নিজেকে সান্ত্বনা দেওয়ার মতোও কিছু করতে পারেননি  বাংলাদেশের এই বাঁহাতি পেসার। 

বেঙ্গালুরুতে দিল্লির বিপক্ষে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৪ রান করে বেঙ্গালুরু। দিল্লির হয়ে মোস্তাফিজ ১৩.৬৬ ইকোনমিতে  ৩ ওভারে দিলেন ৪১ রান। দলের সবার চেয়ে বেশি রান খরচ করা বোলারও তিনি। বিনিমিয়ে ছিলেন উইকেটশূন্য। 

আগের চার ম্যাচে টানা হেরেছে ডেভিড ওয়ার্নারের দিল্লি। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা দলটি আজও হারের শঙ্কায় রয়েছে। ৯ ওভারে ৫৩ রান করতেই তারা হারাল ৫ উইকেট। জিততে হলে তাদের করতে হবে পরের ১১ ওভারে ১২১ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত