Ajker Patrika

আইপিএলে আবারও রাজস্থানের অপরাধ, ভারতীয় ক্রিকেটারকে জরিমানা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৭: ৫৯
সঞ্জু স্যামসনকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। ছবি: ক্রিকইনফো
সঞ্জু স্যামসনকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। ছবি: ক্রিকইনফো

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসকে বহুল প্রচলিত এই কথাটি সামনে চলে আসে। একই রকম অপরাধ ফ্র্যাঞ্চাইজিটি আবারও করেছে। অধিনায়ক সঞ্জু স্যামসনকে করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা।

এবারের আইপিএলে এই নিয়ে দু্ইবার স্লো-ওভার রেটের অপরাধ করেছে রাজস্থান রয়্যালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে তারা খেলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪ লাখ টাকা।আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, একই মৌসুমে কোনো দলের দুইবার স্লো-ওভার রেটের ঘটনা ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়ে থাকে। অধিনায়ক ছাড়া বাকি ক্রিকেটারদের ৬ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। ইমপ্যাক্ট খেলোয়াড়ের শাস্তিও হবে এই নিয়ম মেনে।

রাজস্থানের এর আগে স্লো-ওভার রেটের ঘটনা ঘটেছে ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেবার রাজস্থানের অধিনায়ক ছিলেন রিয়ান পরাগ। তাঁকে করা হয়েছিল ১২ লাখ রুপি জরিমানা (১৭ লাখ টাকা)। সেই ম্যাচে স্যামসন খেলেছিলেন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে। রাজস্থান পেয়েছিল ৬ রানের রুদ্ধশ্বাস জয়। আর গত রাতে গুজরাট টাইটান্সের কাছে রাজস্থান হারে ৫৮ রানে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাট করে ৬ উইকেটে ২১৭ রান। রাজস্থান গুটিয়ে গেছে পুরো ২০ ওভার খেলার আগেই। ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়েছে।

স্লো-ওভার রেটের কারণে শাস্তি শুধু রাজস্থান একাই পায়নি। একই অপরাধে শাস্তি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া, বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার-দুজনকেই ১২ লাখ রুপি করে জরিমানা করা হয়েছিল। রাজস্থানকে গত রাতে ৫৮ রানে হারিয়ে গুজরাট এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে এখন তাদের ৮ পয়েন্ট। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে দুই ও তিনে দিল্লি ও বেঙ্গালুরু। দিল্লি এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত