Ajker Patrika

আফগানিস্তান সিরিজে নেই লিটন-সাকিব, দলে আছে চমক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩: ৩৯
দুই সাকিবের সঙ্গে আফগানিস্তান সিরিজের দলে নেই লিটন। ছবি: এএফপি
দুই সাকিবের সঙ্গে আফগানিস্তান সিরিজের দলে নেই লিটন। ছবি: এএফপি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

দলে একমাত্র চমক হিসেবে আছেন নাহিদ রানা। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এই তরুণ পেসার। আবারও দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান। গত বছর সেপ্টেম্বরে নিজের একমাত্র ওয়ানডে খেলেছেন তিনি।

বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। আগামীকাল ও পরশু দুই ভাগে আমিরাতের উদ্দেশ্যে উড়ান ধরবেন নাজমুল হোসেন শান্তরা।

৭ মাসেরও বেশি সময় পর ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সবশেষ নিজেদের মাঠে এই বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলেছে তারা। সাকিব সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। জ্বরের কারণে ফিট না থাকায় রাখা হয়নি লিটন দাসকেও। বিসিবি জানিয়েছে, এখনো জ্বরে ভুগছেন তিনি।

জাতীয় ক্রিকেট লিগে কাঁধে চোট ছিটকে গেছেন তানজিম সাকিব। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। সবচেয়ে সিনিয়রদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত