Ajker Patrika

কেন দেরিতে বোলিংয়ে এসেছেন, সাকিবের ব্যাখ্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৫: ৫৯
কেন দেরিতে বোলিংয়ে এসেছেন, সাকিবের ব্যাখ্যা

সিডনির ব্যাটিং উইকেটে তখন বেধড়ক পিটিয়ে চলেছেন রাইলি রুশো ও কুইন্টন ডি ককেরা। বোলিং প্রান্তে যে বাংলাদেশি বোলারই আসছেন, তাঁকেই পেটাচ্ছেন দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। প্রোটিয়াদের রান থামাতে বাংলাদেশের তখন দরকার ছিল অভিজ্ঞ কোনো বোলারকে।

বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার অবধারিতভাবেই সাকিব আল হাসান। অথচ প্রথম ১০ ওভারে বল হাতেই নিলেন না বাংলাদেশ অধিনায়ক। অবশেষে যখন একাদশ ওভারে বোলিংয়ে এলেন সাকিব, ততক্ষণে শত রানের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা। মার খেয়ে দিশেহারা বাংলাদেশের বোলিং। সাকিব নিজেও ছাড় পাননি। ডি ককের কাছে হজম করেছেন ২ ছক্কা। করেছেন নো বল। সব মিলিয়ে নিজের প্রথম ওভারে দিয়েছেন ২১ রান।

উইকেটে থাকা রুশো ও ডি কক দুজনই বাঁহাতি ব্যাটার। সাকিব নিজেও বাঁহাতি স্পিনার। বাঁহাতি দুই ব্যাটারকে দেখেই কী তবে প্রথম ১০ ওভারে বোলিংয়ে আসেননি সাকিব? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন শুনতে হয়েছে সাকিবকে। জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সাইড বাউন্ডারি একটু ছোট ছিল। আমাদের অনেক কিছু চিন্তা করতে হচ্ছিল। যেহেতু আমার আর মোস্তাফিজের বোলিংয়ের ধরন একই রকম (বাঁহাতি), দুজন একই সঙ্গে বোলিং করা কঠিন ছিল। আমার মনে হয় না ওরা (রুশো-ডি কক) দেখে বোলিং করিনি। এমন অবস্থা ছিল যে, আমার ৮ ওভারে আসার কথা ছিল।’

একজন ডানহাতি ব্যাটার থাকলে বোলিংয়ে আরও আগে আসতেন বলে ইঙ্গিত সাকিবের, ‘সবকিছু চিন্তা করে মনে হয়েছে আরেকটু পরে এলে ভালো হয়। কিংবা একটা উইকেট পড়লে ভালো হয়। দুর্ভাগ্যজনকভাবে হয়নি। আমাদের পরিকল্পনার খুব একটা ভুল ছিল না। বাস্তবায়নে আমরা বেশ কিছু ভুল করেছি।’ 

প্রথম ওভারে ২১ রান দিলেও পরের দুই ওভারে ১২ রান দিয়েছেন সাকিব। নিয়েছেন রুশো ও ট্রিস্টান স্টাবসের উইকেট। সব মিলিয়ে নিজের বোলিংয়ে তেমন কোনো ত্রুটি দেখছেন না সাকিব, ‘আমার মনে হয় না খুব একটা খারাপ বোলিং করেছি। রুশো ছাড়া আর কোনো ব্যাটার একটা বাউন্ডারিও মারতে পারেনি। রুশো যেভাবে ব্যাটিং করেছে, আমাদের একটা বোলারকে খেলতেও ওর কষ্ট হয়নি। বোলিং নিয়ে আসলে আমি চিন্তিত না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত