সিডনির ব্যাটিং উইকেটে তখন বেধড়ক পিটিয়ে চলেছেন রাইলি রুশো ও কুইন্টন ডি ককেরা। বোলিং প্রান্তে যে বাংলাদেশি বোলারই আসছেন, তাঁকেই পেটাচ্ছেন দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। প্রোটিয়াদের রান থামাতে বাংলাদেশের তখন দরকার ছিল অভিজ্ঞ কোনো বোলারকে।
বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার অবধারিতভাবেই সাকিব আল হাসান। অথচ প্রথম ১০ ওভারে বল হাতেই নিলেন না বাংলাদেশ অধিনায়ক। অবশেষে যখন একাদশ ওভারে বোলিংয়ে এলেন সাকিব, ততক্ষণে শত রানের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা। মার খেয়ে দিশেহারা বাংলাদেশের বোলিং। সাকিব নিজেও ছাড় পাননি। ডি ককের কাছে হজম করেছেন ২ ছক্কা। করেছেন নো বল। সব মিলিয়ে নিজের প্রথম ওভারে দিয়েছেন ২১ রান।
উইকেটে থাকা রুশো ও ডি কক দুজনই বাঁহাতি ব্যাটার। সাকিব নিজেও বাঁহাতি স্পিনার। বাঁহাতি দুই ব্যাটারকে দেখেই কী তবে প্রথম ১০ ওভারে বোলিংয়ে আসেননি সাকিব? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন শুনতে হয়েছে সাকিবকে। জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সাইড বাউন্ডারি একটু ছোট ছিল। আমাদের অনেক কিছু চিন্তা করতে হচ্ছিল। যেহেতু আমার আর মোস্তাফিজের বোলিংয়ের ধরন একই রকম (বাঁহাতি), দুজন একই সঙ্গে বোলিং করা কঠিন ছিল। আমার মনে হয় না ওরা (রুশো-ডি কক) দেখে বোলিং করিনি। এমন অবস্থা ছিল যে, আমার ৮ ওভারে আসার কথা ছিল।’
একজন ডানহাতি ব্যাটার থাকলে বোলিংয়ে আরও আগে আসতেন বলে ইঙ্গিত সাকিবের, ‘সবকিছু চিন্তা করে মনে হয়েছে আরেকটু পরে এলে ভালো হয়। কিংবা একটা উইকেট পড়লে ভালো হয়। দুর্ভাগ্যজনকভাবে হয়নি। আমাদের পরিকল্পনার খুব একটা ভুল ছিল না। বাস্তবায়নে আমরা বেশ কিছু ভুল করেছি।’
প্রথম ওভারে ২১ রান দিলেও পরের দুই ওভারে ১২ রান দিয়েছেন সাকিব। নিয়েছেন রুশো ও ট্রিস্টান স্টাবসের উইকেট। সব মিলিয়ে নিজের বোলিংয়ে তেমন কোনো ত্রুটি দেখছেন না সাকিব, ‘আমার মনে হয় না খুব একটা খারাপ বোলিং করেছি। রুশো ছাড়া আর কোনো ব্যাটার একটা বাউন্ডারিও মারতে পারেনি। রুশো যেভাবে ব্যাটিং করেছে, আমাদের একটা বোলারকে খেলতেও ওর কষ্ট হয়নি। বোলিং নিয়ে আসলে আমি চিন্তিত না।’
সিডনির ব্যাটিং উইকেটে তখন বেধড়ক পিটিয়ে চলেছেন রাইলি রুশো ও কুইন্টন ডি ককেরা। বোলিং প্রান্তে যে বাংলাদেশি বোলারই আসছেন, তাঁকেই পেটাচ্ছেন দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। প্রোটিয়াদের রান থামাতে বাংলাদেশের তখন দরকার ছিল অভিজ্ঞ কোনো বোলারকে।
বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার অবধারিতভাবেই সাকিব আল হাসান। অথচ প্রথম ১০ ওভারে বল হাতেই নিলেন না বাংলাদেশ অধিনায়ক। অবশেষে যখন একাদশ ওভারে বোলিংয়ে এলেন সাকিব, ততক্ষণে শত রানের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা। মার খেয়ে দিশেহারা বাংলাদেশের বোলিং। সাকিব নিজেও ছাড় পাননি। ডি ককের কাছে হজম করেছেন ২ ছক্কা। করেছেন নো বল। সব মিলিয়ে নিজের প্রথম ওভারে দিয়েছেন ২১ রান।
উইকেটে থাকা রুশো ও ডি কক দুজনই বাঁহাতি ব্যাটার। সাকিব নিজেও বাঁহাতি স্পিনার। বাঁহাতি দুই ব্যাটারকে দেখেই কী তবে প্রথম ১০ ওভারে বোলিংয়ে আসেননি সাকিব? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন শুনতে হয়েছে সাকিবকে। জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সাইড বাউন্ডারি একটু ছোট ছিল। আমাদের অনেক কিছু চিন্তা করতে হচ্ছিল। যেহেতু আমার আর মোস্তাফিজের বোলিংয়ের ধরন একই রকম (বাঁহাতি), দুজন একই সঙ্গে বোলিং করা কঠিন ছিল। আমার মনে হয় না ওরা (রুশো-ডি কক) দেখে বোলিং করিনি। এমন অবস্থা ছিল যে, আমার ৮ ওভারে আসার কথা ছিল।’
একজন ডানহাতি ব্যাটার থাকলে বোলিংয়ে আরও আগে আসতেন বলে ইঙ্গিত সাকিবের, ‘সবকিছু চিন্তা করে মনে হয়েছে আরেকটু পরে এলে ভালো হয়। কিংবা একটা উইকেট পড়লে ভালো হয়। দুর্ভাগ্যজনকভাবে হয়নি। আমাদের পরিকল্পনার খুব একটা ভুল ছিল না। বাস্তবায়নে আমরা বেশ কিছু ভুল করেছি।’
প্রথম ওভারে ২১ রান দিলেও পরের দুই ওভারে ১২ রান দিয়েছেন সাকিব। নিয়েছেন রুশো ও ট্রিস্টান স্টাবসের উইকেট। সব মিলিয়ে নিজের বোলিংয়ে তেমন কোনো ত্রুটি দেখছেন না সাকিব, ‘আমার মনে হয় না খুব একটা খারাপ বোলিং করেছি। রুশো ছাড়া আর কোনো ব্যাটার একটা বাউন্ডারিও মারতে পারেনি। রুশো যেভাবে ব্যাটিং করেছে, আমাদের একটা বোলারকে খেলতেও ওর কষ্ট হয়নি। বোলিং নিয়ে আসলে আমি চিন্তিত না।’
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে