ক্রীড়া ডেস্ক
সভা হলেও আগামী চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এল না চূড়ান্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্ট আয়োজনের কার্যকরী সমাধানের জন্য আরও কয়েক দিন সময় দিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। আজ সভা শেষে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত ক্রিকেট দলের পাকিস্তানে না যাওয়া নিয়ে বেঁধেছে বিপত্তি। সেটির সমাধানে আজ বোর্ড সভা ডেকেছিল আইসিসি। ভার্চুয়াল সেই সভা শেষ হয়েছে মাত্র ১৫ মিনিটেই। তবে আসেনি সমাধান।
আরেক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সভায় পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন না করা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার বিবৃতি দেয়। সভায় অংশ নেয় ১৫ বোর্ড সদস্য। যার মধ্যে উপস্থিত ছিলেন ১২টি পূর্ণ সদস্যের প্রধান, ৩ সহযোগী দেশের প্রতিনিধি।
পাকিস্তান ও ভারত সরকারের কাছে গ্রহণযোগ্য হয়—এমন সমাধানের উদ্যোগ নিচ্ছে আইসিসি। তার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিসিবি ও বিসিসিআই এবং অন্য কয়েকটি দেশের বোর্ড সদস্যদের নিয়ে এই সমস্যা নিরসনের পথ খুঁজতে চেষ্টা করবে। এই সপ্তাহে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজকের সভার পর আইসিসি ও তার প্রতিনিধি ১২ দল সদস্য দেশের প্রতিনিধিরা আশা করছেন, তিন বিষয়ের ভিত্তিতে চূড়ান্ত হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু। তার একটি হলো—হাইব্রিড মডেল। এই বিকল্প ব্যবস্থায় টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ হবে পাকিস্তানে। তবে ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে। দ্বিতীয়টি হলো—টুর্নামেন্ট হবে পাকিস্তানের বাইরে। তবে আয়োজক স্বত্ব থাকবে পাকিস্তানের হাতে। তৃতীয়টি—ভারতকে ছাড়া পাকিস্তানে হবে পুরো টুর্নামেন্ট।
সভা হলেও আগামী চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এল না চূড়ান্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্ট আয়োজনের কার্যকরী সমাধানের জন্য আরও কয়েক দিন সময় দিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। আজ সভা শেষে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত ক্রিকেট দলের পাকিস্তানে না যাওয়া নিয়ে বেঁধেছে বিপত্তি। সেটির সমাধানে আজ বোর্ড সভা ডেকেছিল আইসিসি। ভার্চুয়াল সেই সভা শেষ হয়েছে মাত্র ১৫ মিনিটেই। তবে আসেনি সমাধান।
আরেক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সভায় পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন না করা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার বিবৃতি দেয়। সভায় অংশ নেয় ১৫ বোর্ড সদস্য। যার মধ্যে উপস্থিত ছিলেন ১২টি পূর্ণ সদস্যের প্রধান, ৩ সহযোগী দেশের প্রতিনিধি।
পাকিস্তান ও ভারত সরকারের কাছে গ্রহণযোগ্য হয়—এমন সমাধানের উদ্যোগ নিচ্ছে আইসিসি। তার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিসিবি ও বিসিসিআই এবং অন্য কয়েকটি দেশের বোর্ড সদস্যদের নিয়ে এই সমস্যা নিরসনের পথ খুঁজতে চেষ্টা করবে। এই সপ্তাহে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজকের সভার পর আইসিসি ও তার প্রতিনিধি ১২ দল সদস্য দেশের প্রতিনিধিরা আশা করছেন, তিন বিষয়ের ভিত্তিতে চূড়ান্ত হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু। তার একটি হলো—হাইব্রিড মডেল। এই বিকল্প ব্যবস্থায় টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ হবে পাকিস্তানে। তবে ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে। দ্বিতীয়টি হলো—টুর্নামেন্ট হবে পাকিস্তানের বাইরে। তবে আয়োজক স্বত্ব থাকবে পাকিস্তানের হাতে। তৃতীয়টি—ভারতকে ছাড়া পাকিস্তানে হবে পুরো টুর্নামেন্ট।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
৩ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৩ ঘণ্টা আগে