Ajker Patrika

‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখনো অনেক খেলা বাকি’

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১০: ২৩
‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখনো অনেক খেলা বাকি’

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের দিনটা পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছিল বাংলাদেশ। এই ভেন্যুতে দ্বিতীয় দিনে ভুলে যাওয়ার মতো দিন কাটিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং কোচ মনে করছেন, খেলা এখনো অনেক বাকি।  

প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৮ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। উইকেটের জন্য এদিন হাপিত্যেশ করতে থাকেন বাংলাদেশের বোলাররা। শরীফুল ইসলাম-হাসান মাহমুদদের ব্যর্থতার দিনে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রানে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে টেস্টে দিনের শুরু এবং শেষ এ দুই সেশনে বাংলাদেশের উইকেট হারানোর প্রবণতা বেশি। এটাই যেন গতকাল সংবাদ সম্মেলনে মনে করালেন হেম্প। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘এখনো অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে। যদি আমরা আগামীকাল (আজ) পুরোটা দিন ব্যাটিং করতে পারি, তাহলে দেখতে পারব কোথায় আমরা আছি।’

রাওয়ালপিন্ডিতে পেস নির্ভর একাদশ সাজিয়েছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী—পাকিস্তানের এই চার পেসার তাঁদের কন্ডিশনে ভয়ংকর হয়ে উঠতে পারেন। সালমান আলী আগার মতো খণ্ডকালীন স্পিনারও দারুণ কার্যকরী। তাদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন হেম্প। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘পাকিস্তানের চারজন দারুণ পেসার এবং একজন নির্ভরযোগ্য স্পিনার আছেন। বোলিংয়েও তাদের বিকল্প আছে। তাদের আক্রমণ খুব ভালো। এটা চ্যালেঞ্জিং হবে। প্রধান লক্ষ্য থাকবে পুরোটা সময় ব্যাটিং করা। প্রত্যেক সেশন কাজে লাগাতে হবে এবং তারপর দেখব কোথায় আমরা আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত